মাছের খামারে ব্যবহারের জন্য বানা বা বেড়া তৈরি করছেন কারিগর। লাঙ্গলবন্দ, প্রেমতলা, নারায়ণগঞ্জ, ১৭ জুলাইছবি: দিনার মাহমুদ
২ / ১৫
পুকুরের মধ্যে জালের ঘের দিয়ে চাষ করা হচ্ছে মাছ। নদিয়াবাদ, দেবীদ্বার, কুমিল্লা, ১৭ জুলাইছবি: এম সাদেক
৩ / ১৫
শরৎকালে পদ্মা নদীতে ভ্রমণ ও মানুষ পারাপারে ব্যবহৃত হয় এসব বড় নৌকা। তাই আগে থেকে নৌকা সংস্কার ও প্রস্তুত করে রাখছেন মাঝিরা। পদ্মাঘাট, পাবনা, ১৭ জুলাইছবি: হাসান মাহমুদ
৪ / ১৫
শ্রাবণ মাস চললেও বৃষ্টির দেখা নেই। জলাশয়ে পানি না থাকায় পাট জাগ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। পাটেশ্বর, দেবোত্তর, আটঘরিয়া, পাবনা, ১৭ জুলাইছবি: হাসান মাহমুদ
৫ / ১৫
বেশ কিছুদিন ধরে বৃষ্টির দেখা নেই। তাই বৃষ্টিনির্ভর আমন ধান চাষে বৈদ্যুতিক সেচযন্ত্র দিয়ে সেচ দিচ্ছেন কৃষক বাবুল মিয়া। উত্তম বানিয়াপাড়া, রংপুর, ১৭ জুলাইছবি: মঈনুল ইসলাম
৬ / ১৫
মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের জুড়ী থেকে কুলাউড়াগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে প্রায় ২৫ জন যাত্রী আহত হন। জুড়ী, মৌলভীবাজার, ১৭ জুলাইছবি: কল্যাণ প্রসূন
৭ / ১৫
ঈদ শেষে সবাই ছুটছে কর্মস্থলে। বাস, লঞ্চ ও ফেরির পাশাপাশি ট্রেনেও দেখা গেছে প্রচণ্ড ভিড়। খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী নকশিকাঁথা এক্সপ্রেসের কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না। গোয়ালন্দ ঘাট স্টেশন, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৭ জুলাইছবি: এম রাশেদুল হক
৮ / ১৫
সিলেটে কয়েক দিন ধরে চলছে দাবদাহ। প্রখর রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন। গরমে ক্লান্ত হয়ে ফুটপাতে শুয়ে আছেন কয়েকজন। চৌহাট্টা, সিলেট, ১৭ জুলাইছবি: আনিস মাহমুদ
৯ / ১৫
সিলেটের হাওরগুলো এখন পানিতে টইটম্বুর। হাওরের স্বচ্ছ পানিতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে নৌকায় করে ঘুরে বের হন। উফতার হাওর, বাইশটিলা, সিলেট, ১৭ জুলাইছবি: আনিস মাহমুদ
১০ / ১৫
ফরিদপুরে এ বছর ভুট্টার ফলন ভালো হয়েছে। বাজারে দামও পাওয়া যাচ্ছে ভালো। খেত থেকে ভুট্টা তুলে পরিবারের সদস্যদের নিয়ে চলছে খোসা ছাড়ানোর কাজ। জমাদ্দার ডাঙ্গী, ফরিদপুর, ১৭ জুলাইছবি: আলীমুজ্জামান