রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান ঢাকায় শপথ নিয়ে রংপুর নগরে ফিরলে নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। সিটি করপোরেশন কার্যালয়ের সামনের সড়ক, ২ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
২ / ৩০
পাবনা শহরের সুবিধাবঞ্চিত ক্ষুধার্ত মানুষের মধ্যে কয়েক বছর ধরে এক দিন এক বেলার খাবার বিতরণ করে যাচ্ছেন কানাডাপ্রবাসী শমসের আলী হেলাল। প্রতি বৃহস্পতিবার বেলা দুইটায় নির্দিষ্ট স্থানে উপস্থিতি ব্যক্তিদের মধ্যে এ খাবার বিতরণ করা হয়। প্রায় ৪০০ জনের খাবারের আয়োজন থাকে সেখানে। শহীদ আমিনুদ্দিন আইন কলেজ প্রাঙ্গণ, পাবনা, ২ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
৩ / ৩০
পর্যটকেরা কাপ্তাই হ্রদ ভ্রমণ করে শেষ বিকেলের সৌন্দর্য উপভোগ করছেন। ডিসি বাংলো এলাকা, রাঙামাটি, ২ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৪ / ৩০
পাবনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত ইন্টার্ন নার্সকে মারধরের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে কর্মবিরতি। ৮ দফা দাবিতে বাস্তবায়ন না হওয়ায় তাঁরা র্যালি করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন। হাসপাতাল সড়ক, শালগাড়িয়া, পাবনা, ২ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
৫ / ৩০
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় খাদ্যের সন্ধানে চষে বেড়াচ্ছে বন্য হাতির একটি দল। এ সময় ভারতের মেঘালয় থেকে নেমে আসা ভোগাই নদের পানিতে নেমে পড়ে হাতির দলটি। পানিহাটা গ্রাম, শেরপুর, ১ ফেব্রুয়ারিছবি: আবদুল মান্নান
৬ / ৩০
বরিশালে বিভাগীয় পর্যায়ে সাত দিনব্যাপী শুরু হয়েছে এসএমই পণ্য মেলা। শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের আয়োজনে এ মেলায় নানা ধরনের পণ্য কিনতে ও দেখতে আসছেন ক্রেতারা। বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল নগর, ২ ফেব্রুয়ারিছবি: সাইয়ান
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করছে। ঈশান ইনস্টিটিউশন চত্বর, ঈশান গোপালপুর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর
২ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান
৯ / ৩০
গ্রামে বিশাল এলাকাজুড়ে এখন কার্পাস তুলার সাদা হাসি। তুলা উন্নয়ন বোর্ডের নিজস্ব জমিতে এখানে প্রতিবছর ৬০ হেক্টরের বিশাল এলাকায় তুলার চাষ করা হয়। তুলার এ সৌন্দর্য দেখতে আসছেন অনেকেই। মাধখলা, শ্রীপুর, গাজীপুর, ২ ফেব্রুয়ারিছবি: সাদিক মৃধা
১০ / ৩০
প্রত্যন্ত হাওরাঞ্চলের খোলা মাঠে দল বেঁধে গরুর পাল ঘাস খাওয়ার সময় বাচ্চা প্রসব করে একটি গাভি। সদ্য ভূমিষ্ঠ বাছুরটিকে কোলে নিয়ে হাসিমুখে যাচ্ছেন গাভির মালিক রুবেল মিয়া। তাঁর পিছু পিছু যাচ্ছে মা গাভিটি। ইটনার দৈলং হাওর এলাকা, কিশোরগঞ্জ, ২ ফেব্রুয়ারিছবি : তাফসিলুল আজিজ
১১ / ৩০
ফুলের চারা বিক্রি করতে বেরিয়েছেন শাহিন মিয়া। নানা রকমের ফুলের চারা প্রতিটি ২০ থেকে ৫০ টাকা। মিঠাপুকুর উপজেলার রানীপুকুর এলাকা, রংপুর, ২ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১২ / ৩০
পাবনা থেকে এসে ভ্যান চালিয়ে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের তৈজসপত্র বিক্রি করতে গ্রামের পথে ছুটছেন সাইফুল ইসলাম। সোনাহাট এলাকা, রংপুর, ২ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৩ / ৩০
রংপুরে আলু তোলা শুরু হয়েছে। মৌসুমি এই নারী কৃষিশ্রমিকেরা সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত আলু তোলেন। এ জন্য সর্বোচ্চ মজুরি পান ২৫০ টাকা পর্যন্ত। গড়েরপাড়, রংপুর, ২ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৪ / ৩০
রংপুর নগরের সিটি বাজারে জমে উঠেছে বরইয়ের পাইকারি বাজার। নানা জাতের বরই প্রতি কেজি ৩০ থেকে ৫০ টাকা দরে বিক্রি করছেন চাষিরা। রংপুর, ২ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৫ / ৩০
পেকে লাল টকটকে হয়ে উঠেছে মরিচ। কিছুদিনের মধ্যে খেত থেকে তোলা হবে এ মরিচ। নোয়াপাড়া এলাকা, কুমিল্লা, ২ ফেব্রুয়ারিছবি: এম সাদেক
১৬ / ৩০
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় আঞ্চলিক কৃষি গবেষণাকেন্দ্র। কেন্দ্রে বীজের জন্য লাগানো হয়েছে পেঁয়াজ। এই পেঁয়াজখেতে ফুটেছে ফুল। ফুল থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছির দল। কুমিল্লা, ২ ফেব্রুয়ারিছবি: এম সাদেক
১৭ / ৩০
দিন দিন দুই চাকার যান সাইকেলের চাহিদা বাড়ছে। সিলেট নগরের বিভিন্ন এলাকায় সাইকেল বিক্রির দোকানগুলোতে বিক্রিও বেশ ভালো। কারখানা থেকে দোকানে নেওয়া হচ্ছে ভ্যানভর্তি সাইকেল। কোর্ট পয়েন্ট এলাকা, সিলেট, ২ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
১৮ / ৩০
সৌন্দর্য বর্ধনের জন্য সিলেট নগরের বন্দর-জিন্দাবাজার-চৌহাট্টা-আম্বরখানা সড়ক বিভাজকে নানা ধরনের ফুলের গাছ লাগিয়েছে সিলেট সিটি করপোরেশন। চলতি পথে গাঁদা ফুলের সৌন্দর্য উপভোগ করেন লোকজন। জিন্দাবাজার, সিলেট, ২ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
কুয়াশাঘেরা চারপাশ। সাতসকালে কুয়াশা ভেদ করে কাজের উদ্দেশে যাচ্ছেন চার নারী শ্রমিক। নগরের স্টেশন রোড, সিলেট, ২ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
২১ / ৩০
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকার বাগান থেকে তেজপাতা নিয়ে বিক্রির জন্য সিলেট শহরে এসেছেন এই ব্যক্তি। নগরের বিভিন্ন বাজার এলাকায় ঘুরে তেজপাতা বিক্রি করবেন তিনি। প্রতি আঁটি তেজপাতা বিক্রি করেন ৮০ টাকায়। কদমতলী এলাকা, সিলেট, ২ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
২২ / ৩০
শীত কমতে শুরু করায় চাহিদা বাড়ছে ডাবের। সকালবেলা ডাব নিয়ে হাটের পথে চলেছেন বিক্রেতারা। বাজারে প্রকারভেদে প্রতিটি ডাব বর্তমানে ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পাবনা-রাজশাহী মহাসড়ক, ২ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
২৩ / ৩০
শীতের আমেজ কমে গিয়ে প্রকৃতিতে এখন পাতা ঝরার দিন। কিছুদিন পরই প্রকৃতি সাজবে নতুন রূপে। আসবে ঋতুরাজ বসন্ত। হিমানন্দকাঠি, ঝালকাঠি, ১ ফেব্রুয়ারিছবি: সাইয়ান
২৪ / ৩০
শিল্পী মিত্র কলকাতা থেকে দেশে বাবার বাড়ি বেড়াতে এসেছেন। বাড়ির উঠানে ঝরে পড়েছে শিমুল ফুল। সেই ফুল দিয়ে গয়না গড়তে তা কুড়িয়ে নিচ্ছেন তিনি। শেখ আবু নাসের স্টেডিয়াম প্রাঙ্গণ, খুলনা, ২ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
২৫ / ৩০
ওয়াসার পাইপ ফেটে প্রায় সময় নগরের চেরাগী পাহাড় এলাকায় এভাবে পানি বের হয়। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলমান থাকলেও এটি সারানোর নেই কোন উদ্যোগ। এতে অপচয়ের পাশাপাশি বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হন লোকজন। চট্টগ্রাম, ২ ফেব্রুয়ারিছবি: সৌরভ দাশ
২৬ / ৩০
মূল ক্যাম্পাসে ফিরে যেতে আন্দোলন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম, ২ ফেব্রুয়ারিছবি: জুয়েল শীল
২৭ / ৩০
ব্যস্ত সড়কে রিকশা চলাচলের নিষেধাজ্ঞা থাকলেও অবাধে চলাচল করছে। ধানমন্ডির রাসেল স্কয়ার, ২ ফেব্রুয়ারিছবি: সাজিদ হোসেন
২৮ / ৩০
পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের কাজ পুরোদমে চলছে রাজধানীর জুরাইন অংশে, বসছে নতুন রেললাইন। কাজটি দ্রুত সম্পন্ন করতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন ৪ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। জুরাইন, ২ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার
২৯ / ৩০
মোহাম্মদ আনোয়ার হোসেন ২৭ বছর ধরে ফেরি করে বিক্রি করেন স্ক্রু-ড্রাইভারসহ প্রয়োজনীয় নানা জিনিস। পুরান ঢাকার নবাবপুর থেকে কিনে আনেন এগুলো। প্রতিদিন তাঁর বিক্রি হয় ৫০০ থেকে ৬০০ টাকার পণ্য। নয়াপল্টন, ২ ফেব্রুয়ারিছবি: সৈয়দ জাকির হোসেন
৩০ / ৩০
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের ১ নম্বর ভবনটি ব্যবহার ও বসবাসের অনুপযোগী হওয়ায় গণপূর্ত অধিদপ্তর ‘ঝুঁকিপূর্ণ ভবন’ ঘোষণা করে। কিন্তু নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন ধরে ভবনটিতে প্রতিষ্ঠানটির স্টাফরা বসবাস করছেন। মিটফোর্ড হাসপাতাল, ২ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার