একঝলক (২১ জুলাই ২০২৫)

১ / ২০
রঙিন ফুলের ওপর এসে বসেছে প্রজাপতি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা, ২১ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২০
গাছের ডালে বসে আছে চড়ুই পাখির দল। বড়াদম কামিলাছড়ি, রাঙামাটি, ২১ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২০
ভোরবেলা বৃষ্টি শেষের প্রকৃতি। লেমুছড়ি, রাঙামাটি, ২১ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
ধানের চারা রোপণ করছেন নারী কৃষিশ্রমিকেরা। ঘাঘটপাড়া, রংপুর, ২১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২০
জমিতে রোপণের জন্য ধানের চারা নিয়ে যাচ্ছেন কৃষক। শেখপাড়া, রংপুর, ২১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৬ / ২০
পুকুরের পানিতে ফুটেছে সাদা শাপলা। দারিয়াপুর, গেরদা, ফরিদপুর, ২১ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৭ / ২০
পাকা সেতুর অভাবে নদী পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বালিঝুড়ি, শেরপুর, ২১ জুলাই
ছবি: প্রথম আলো
৮ / ২০
ট্রাক সেলে ওএমএসের চাল ও আটা কিনতে ভোর থেকে ইটের টুকরা, ব্যাগ, কাঠের টুকরা দিয়ে জায়গা রেখেছেন নিম্ন আয়ের মানুষেরা। জিলা স্কুলের সামনে, রংপুর, ২১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২০
ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। দক্ষিণ মাইজহাটি, কিশোরগঞ্জ, ২১ জুলাই
ছবি: তাফসিলুল আজিজ
১০ / ২০
জমির কাদাপানিতে ছোট দেশীয় মাছ ধরতে ব্যস্ত নারী-পুরুষেরা। পাটিতাপাড়া, বগুড়া, ২১ জুলাই
ছবি: সোয়েল রানা
১১ / ২০
গোলাপি রঙের ঘাসফুল ফুটেছে। সাধারণত এই ফুল বাগানের শোভাবর্ধনে ব্যবহৃত হয়। ধোপাখলা মোড়, ময়মনসিংহ, ২১ জুলাই
ছবি: মোস্তাফিজুর রহমান
১২ / ২০
সুন্দরবনের গোলপাতাগাছে ফুল ও ফল ধরেছে। সুন্দরবন, খুলনা, সম্প্রতি তোলা
ছবি: ইনজামামুল হক
১৩ / ২০
বিলের পানিতে ঠেলাজাল দিয়ে মাছ ধরছেন একজন মৎস্যজীবী। ছোট চিংড়ি ও পুঁটিসহ নানা জাতের মাছ ওঠে জালে। বদনীভাঙা, শ্রীপুর, গাজীপুর। ২১ জুলাই
ছবি: সাদিক মৃধা
১৪ / ২০
বিলের ধারে গরুসহ বিভিন্ন গৃহপালিত পশু ঘাস খাচ্ছে। ২০ জুলাই। নিকলী, কিশোরগঞ্জ
ছবি: তাফসিলুল আজিজ
১৫ / ২০
গরমে ফ্যানের চাহিদা বাড়ে। দোকানের সামনে ফ্যান সাজিয়ে রেখেছেন বিক্রেতা। বন্দরবাজার, সিলেট, ২১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২০
তীব্র রোদ আর গরমে ঘেমে একাকার রিকশাচালক। বন্দরবাজার, সিলেট, ২১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২০
বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। উত্তরা, ঢাকা, ২১ জুলাই
ছবি: প্রথম আলো
১৮ / ২০
নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় নিহত রমজান কাজী (১৮) ও ইমন তালুদারের (১৮) লাশ তোলা হচ্ছে। কবরস্থান, গোপালগঞ্জ, ২১ জুলাই
ছবি: প্রথম আলো
১৯ / ২০
সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষাপদ্ধতি চালু এবং রংপুর জিলা স্কুলের মাঠ ও মিলনায়তন রাজনৈতিক সমাবেশ, মেলাসহ অনুষ্ঠান বন্ধের দাবিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। কাছারিবাজার, রংপুর, ২১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২০
তীব্র রোদ আর গরমে ক্লান্ত হয়ে সড়কের পাশে গাছের নিচে জিরিয়ে নিচ্ছেন রিকশাচালকেরা। তোপখানা, সিলেট, ২১ জুলাই
ছবি: আনিস মাহমুদ