একঝলক (১১ ফেব্রুয়ারি, ২০২৪)

১ / ৯
খেজুরগাছে উঠেছেন গাছি। রস সংগ্রহের জন্য গাছ কেটে হাঁড়ি বাঁধবেন তিনি। বাংলাবাজার এলাকা, উজানচর-সরারচর সড়ক, কিশোরগঞ্জ, ১১ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
২ / ৯
নার্সারিতে কাজ করে সংসার চালান এই নারী শ্রমিক। দৈনিক মজুরি হিসেবে তিনি পান ২৫০ টাকা। অলংকারকাঠি, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ১১ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
৩ / ৯
শর্ষের ফুলে এসেছে মৌমাছি। চর খেজুরতলা, গুঠিয়া, উজিরপুর, বরিশাল, ১১ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
৪ / ৯
সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা সামনে রেখে প্রতিমা বিক্রি করতে এসেছেন এক ব্যক্তি। লোহাপট্টি এলাকা, রংপুর, ১১ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৫ / ৯
বিভিন্ন সময় পুলিশের জব্দ করা যানবাহন। কোতোয়ালি থানা, কুমিল্লা, ১১ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৬ / ৯
প্লাস্টিকের তৈরি চরকি বিক্রি করতে নগরের পথে পথে ঘুরছেন এই ব্যক্তি। প্রতিটি বিক্রি করছেন ৩০ টাকায়। সুরভি উদ্যান এলাকা, রংপুর, ১১ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৭ / ৯
কাজের আশায় বসে আছেন কয়েকজন দিনমজুর। বেতপট্টি এলাকা, রংপুর, ১১ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৮ / ৯
নৌকায় চড়ছে তিন শিশু। বন্দরের সাবদি এলাকা, নারায়ণগঞ্জ, ১১ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৯ / ৯
বিক্রির জন্য খেত থেকে ফুল তুলছে দুই শিশু। দিঘলদী এলাকা, বন্দর, নারায়ণগঞ্জ, ১১ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ