একঝলক (৩ জুলাই ২০২৫)

১ / ১৯
পথের ধারে ফুটে আছে বুনো ফুল। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ৩ জুলাই
ছবি: সোয়েল রানা
২ / ১৯
একলা দোয়েল। কামারগাড়ী, বগুড়া, ৩ জুলাই
ছবি: সোয়েল রানা
৩ / ১৯
বুনো ফল খেতে উড়ে এসেছে শালিক পাখিটি। জারুলছড়ি, রাঙামাটি, ৩ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৯
বাড়ির উঠানে বসে বাঁশ–বেতের ঝুড়ি তৈরি করছেন এক পাহাড়ি ব্যক্তি। কাটাছড়ি, রাঙামাটি, ৩ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৯
জাগ দেওয়া পাটগাছ থেকে আঁশ ছাড়িয়ে পানিতে ধুয়ে নিচ্ছেন দুজন। কুর্শা, কিশোরগঞ্জ, ২ জুলাই
ছবি: তাফসিলুল আজিজ
৬ / ১৯
সড়ক নির্মাণের কাজে ব্যস্ত নারী শ্রমিকেরা। বয়রা প্রধান সড়ক, খুলনা, ৩ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৯
সবুজ পাতার আড়ালে সাদা বকগুলো। ওজোপাডিকোর প্রধান কার্যালয়, খুলনা, ৩ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৯
নারীদের ব্যবহারের হাতে তৈরি ভ্যানিটি ব্যাগ ফেরি করে বিক্রি করছেন একজন। মীরগঞ্জ, রংপুর, ৩ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৯
গবাদিপশুর জন্য কেটে আনা ঘাস ঠেলাগাড়িতে চাপিয়ে বাড়ি ফিরছেন একজন। হোসেন নগর, রংপুর, ৩ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৯
সবুজ পাতার ফাঁকে ঝুলছে সাদা রঙের চালতা ফুল। কামারগাড়ী, বগুড়া, ৩ জুলাই
ছবি: সোয়েল রানা
১১ / ১৯
প্রখর রোদেও থেমে থাকেন না কর্মজীবী মানুষ। রোদের মধ্যে ভ্যানে মালামাল নিয়ে গন্তব্যের পথে তিনি। রোদ ঠেকাতে মাথায় দিয়েছেন গামছা। শাহজালাল সেতু, সিলেট, ৩ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৯
শিশুরা খেলছে ইচিং বিচিং। মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল, ৩ জুলাই
ছবি: সাইয়ান
১৩ / ১৯
বিভিন্ন দেশি ফল নিয়ে বিক্রির জন্য বসেছেন তিনি। এসব ফল কেটে মসলা দিয়ে মাখিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করেন। দিনে দেড় থেকে তিন হাজার টাকার ফল বিক্রি হয় তাঁর। মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল, ৩ জুলাই
ছবি: সাইয়ান
১৪ / ১৯
আমন ধানের চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত করছেন এক কৃষক। ভাটপাড়া, কৈজুরী, ফরিদপুর, ৩ জুলাই
ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৯
সিলেটের সুরমা নদীতে নৌকায় ভেসে জাল দিয়ে মাছ শিকার করছেন মৎস্যশিকারি। মেন্দিবাগ, সিলেট, ৩ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৯
বেড পদ্ধতিতে আমন ধানের চারা উৎপাদনের জন্য বীজতলা তৈরি করা হয়েছে। বীজতলায় সেচ দিচ্ছেন এক কৃষক। কৈজুরী, ফরিদপুর, ৩ জুলাই
ছবি: আলীমুজ্জামান
১৭ / ১৯
ঘেরের মাঝখানে বাঁশের খুঁটিতে বসে আছে মাছরাঙা। গোলাঘাট, শ্রীপুর, গাজীপুর, ৩ জুলাই
ছবি: সাদিক মৃধা
১৮ / ১৯
চারদিক উজ্জ্বল করে ফুটে আছে টাইম ফুল। এ ফুলের আরেক নাম পর্তুলিকা ফুল। এই ফুলটি বিভিন্ন অঞ্চলে মস রোজ, এগারোটার ফুল, ম্যাক্সিকান গোলাপ, সূর্য গোলাপ, পাথর গোলাপ, মস রোজ পার্সলে ইত্যাদি নামেও পরিচিত। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩ জুলাই
ছবি: সাজেদুল আলম
১৯ / ১৯
বিক্রির জন্য নানা জাতের নানা রঙের নজরকাড়া মাছ অ্যাকুয়ারিয়ামে রাখা হয়েছে। এক জোড়া মাছ প্রকারভেদে বিক্রি করছেন ৬০ থেকে ২ হাজার টাকায়। গ্র্যান্ড হোটেল মোড়, রংপুর, ৩ জুলাই
ছবি: মঈনুল ইসলাম