একঝলক (৩০ ডিসেম্বর, ২০২৩)

১ / ১২
চক, কয়লা ও ইটের টুকরা দিয়ে সড়কের পাশে কংক্রিটের ফুটপাতে ফুল ও লতাপাতার দৃষ্টিনন্দন নকশা আঁকছেন এই ভবঘুরে শিল্পী। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৩০ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ
২ / ১২
মহিষের গাড়িতে করে কৃষি সরঞ্জামাদি নেওয়া হচ্ছে। গঙ্গাচড়া, রংপুর, ৩০ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১২
শর্ষেখেতের পাশ দিয়ে শিশুদের নিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। কোম্পানীগঞ্জ, সিলেট, ৩০ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ১২
সকালে শিশিরে সিক্ত সদ্য ফোটা গোলাপ ফুল। নূরনগর, খুলনা, ৩০ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১২
মরিচখেতে পানি দিচ্ছেন এক চাষি। মিরসরাই, চট্টগ্রাম ৩০ ডিসেম্বর
ছবি: ইকবাল হোসেন
৬ / ১২
বাড়ির সামনে ধান সেদ্ধ করার কাজে ব্যস্ত এক নারী। রংপুর, ৩০ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১২
খেতের মাঝখানে খলায় ধান ঝাড়ছেন তিন কিষানি। বোরোর পাশাপাশি বিভিন্ন হাওরে আমন ধানের চাষ করা হয়। কোম্পানীগঞ্জ, সিলেট, ৩০ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৮ / ১২
কুয়াশার মধ্যে চলছে যানবাহন। সাতকানিয়া, চট্টগ্রাম, ৩০ ডিসেম্বর
ছবি: মামুন মুহাম্মদ
৯ / ১২
ছেলে ও নাতিকে নিয়ে খেতের পালংশাক তুলছেন কৃষক জাফর আহমদ। তোলা শেষে শাক নিয়ে যাবেন পাশের বাজারে। সোনাগাজী, ফেনী, ৩০ ডিসেম্বর
ছবি: আমজাদ হোসাইন
১০ / ১২
পথের ধারে ফুটেছে ফুল। মধু খাওয়ার জন্য সেই ফুলে বসেছে প্রজাপতি। দক্ষিণ সুরমা, সিলেট, ৩০ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১১ / ১২
নালা, ঝিরি, গর্ত ও ডোবায় জমে থাকা পানিতে মাছ ধরছেন নারী-পুরুষ ও শিশুরা। কাপ্তাই হ্রদ এলাকা, রাঙামাটি, ৩০ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১২
কাদাপানিতে শিকার করা মাছ ঠোঁটে একটি বক। শ্রীপুর, গাজীপুর, ৩০ ডিসেম্বর
ছবি: সাদিক মৃধা