একঝলক (২৮ মার্চ ২০২৩)

১ / ২০
ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়েছে পোশাক তৈরির অন্যতম উপকরণ সুতার দোকানে। পলিস্টার সুতা ওজন করে মেপে গুছিয়ে রাখছেন কারিগরেরা। কালারিং এসব সুতা ১১০ থেকে ১২০ টাকা প্রতি পাউন্ড দরে বিক্রি করা হচ্ছে। নয়ামাটি, নারায়ণগঞ্জ, ২৮ মার্চ
ছবি: দিনার মাহমুদ
২ / ২০
মানুষ বা যানবাহন পারাপারের জন্য এলাকায় কোনো সেতু না থাকায় রেলসেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে নদীর দুই পাড়ের গ্রামের বাসিন্দারা। কৃষিকাজ থেকে শুরু করে হাটবাজার, উপজেলা, ইউনিয়নের কাজে নদী পারাপার হতে হয় তাদের। কৈডাঙ্গা রেলসেতু, ভাঙ্গুড়া, পাবনা, ২৮ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৩ / ২০
ঈদের এখনো বেশকিছু দিন বাকি। এখন থেকেই নতুন কাপড় নিয়ে গ্রামের পথে বিক্রি করতে সাইকেলে ছুটে বেড়াচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বালাকোয়ার, রংপুর, ২৭ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৪ / ২০
রমজান মাসে আতরের চাহিদা বৃদ্ধি পায়। মধ্যপ্রাচ্য থেকে সাধারণত আতরগুলো আসে। এ ছাড়া ভারতের মুম্বাইয়ের আতর বেশ সমাদৃত। এসব আতর বিভিন্ন দামের হয়ে থাকে, সর্বোচ্চ ২২০০ টাকা ৩৫ এমএল আতর দোকানে বিক্রি হয়। হেলাতলা, খুলনা, ২৮ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২০
সবুজ বোরো ধানখেতের ফাঁকে ফাঁকে খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে কালোমাথা কাস্তেচরা পাখিগুলো। অরণ্যপুর গ্রাম, সদর উপজেলা, কুমিল্লা, ২৮ মার্চ
ছবি: এম সাদেক
৬ / ২০
বাঁশ দিয়ে মোড়া তৈরি করেন সাইদুল ইসলাম ও আমেনা বেগম দম্পতি। প্রতিটি মোড়া ১৫০ থেকে ২০০ টাকা বিক্রি করেন। এই মোড়া তৈরি করেই তাঁদের সংসার চলে। শ্যামপুর, সদর উপজেলা, রংপুর, ২৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২০
খরচ কম ও সুবিধাজনক হওয়ায় নদীপথে কৃষিপণ্য পরিবহন কৃষক ও ব্যবসায়ীদের এখন প্রথম পছন্দ। দখল, দূষণ উপেক্ষা করে ধুঁকে ধুঁকে এখনো যেসব নদী টিকে আছে, সেসব গ্রামে দেখা যায় এমন দৃশ্য। গ্রাম থেকে কৃষক ফসল পাঠাচ্ছেন বিভিন্ন এলাকায়। গুমানী নদী, ভাঙ্গুড়া ইউনিয়ন, ভাঙ্গুড়া, পাবনা, ২৮ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৮ / ২০
রংপুরে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে ২৮ মার্চ সর্বস্তরের মানুষ দেশীয় অস্ত্র ও তীর-ধনুক নিয়ে পাকিস্তানি সেনাদের ক্যান্টনমেন্ট ঘেরাও করে। প্রতিবছর এই দিনটিকে ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস হিসেবে পালন করা হয়। নগরের নিশবেতগঞ্জ এলাকার স্মৃতিবিজরিত ‘রক্তগৌরব’ স্মৃতিস্তম্ভে নানা শ্রেণি–পেশার মানুষ ফুল দিয়ে অকুতোভয় বীর শহীদসহ সব অংশগ্রহণকারীদের শ্রদ্ধা জানান। নিশবেতগঞ্জ, রংপুর, ২৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২০
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা যায়। দুর্ভোগে সাধারণ মানুষেরা। কারওয়ান বাজার, ঢাকা, ২৮ মার্চ
ছবি: জাহিদুল করিম
১০ / ২০
মাসখানেক ধরে হাতিরঝিলে সড়ক কেটেছে ডিপিডিসি কর্তৃপক্ষ। উচ্চ ভোল্টেজের তার রাস্তার নিচ দিয়ে হাতিরঝিলের পশ্চিম রামপুরা এলাকা থেকে মগবাজার পর্যন্ত সম্প্রসারণের জন্য এক পাশের রাস্তা খোঁড়া হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই পথে চলাচলকারীদের। ২৮ মার্চ
ছবি: সাজিদ হোসেন
১১ / ২০
কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত নিকলীতে বিকল্প ফসল হিসেবে এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন ও ন্যায্য দাম পেয়ে খুশি কৃষকেরা। করিমগঞ্জ-নিকলী রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়ক, কিশোরগঞ্জ, ২৮ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
১২ / ২০
ওএমএসের পণ্য কিনতে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়ান নারী ও পুরুষেরা। জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে, চট্টগ্রাম, ২৮ মার্চ
ছবি: জুয়েল শীল
১৩ / ২০
পাহাড়ে এখন ধনেপাতার মৌসুম শুরু হয়েছে। খেত থেকে বিলেতি ধনেপাতা সংগ্রহ করছেন এক কিশোরী। দেবতাছড়ি গ্রাম, ওয়াগ্গা, কাপ্তাই, রাঙামাটি, ২৮ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২০
ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়কে ট্রাকটি অতিক্রম করে যাচ্ছেন এই মোটরসাইকেলচালক। তা ছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে দুজনের কেউই পরেননি হেলমেট। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, মোগরাপাড়া চৌরাস্তা, নারায়ণগঞ্জ, ২৮ মার্চ
ছবি: দিনার মাহমুদ
১৫ / ২০
ফতুল্লা ডিপোতে মাটির নিচে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের জন্য খোঁড়া হচ্ছে সড়ক। তাই সড়কে যানজটসহ পথচলায় সাময়িক ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। ফতুল্লা বাজার এলাকা, নারায়ণগঞ্জ, ২৮ মার্চ
ছবি: দিনার মাহমুদ
১৬ / ২০
চৈতালি ফসল কালিজিরা। পদ্মা নদীর পারে বাতাসে উড়িয়ে ঝেড়ে ময়লা পরিষ্কার করে নিচ্ছেন গৃহবধূ রাফেজা বেগম। গদাধর ডাংগি এলাকা, আলিয়াবাদ, সদর উপজেলা, ফরিদপুর, ২৮ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৭ / ২০
পদ্মা নদীতে বড়শি ফেলে মাছ শিকার করছেন এক শৌখিন মৎস্য শিকারি। সাদিপুর এলাকা, আলিয়াবাদ, সদর উপজেলা, ফরিদপুর, ২৮ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৮ / ২০
নিজের হাতে বোনা হুসা (বাঁশের তৈরি পণ্য) কাঁধে নিয়ে হাটে বিক্রির জন্য যাচ্ছেন জয়নাল মিয়া। প্রতিটি হুসা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করেন তিনি। কুঠিবাড়ি এলাকা, ধুনট, বগুড়া, ২৮ মার্চ
ছবি: সোয়েল রানা
১৯ / ২০
চাতালে শুকাতে দেওয়া ভুট্টাখেতে এসেছে এক ঝাঁক কবুতর। কুঠিবাড়ি এলাকা, ধুনট, বগুড়া, ২৮ মার্চ
ছবি: সোয়েল রানা
২০ / ২০
পশুখাদ্যের ভুট্টার সাইলেজ মাথায় করে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। সেগুলো গবাদিপশুর খাবার হিসেবে ব্যবহৃত হবে। কুঠিবাড়ি এলাকা, ধুনট, বগুড়া, ২৮ মার্চ
ছবি: সোয়েল রানা