গ্রামে গ্রামে ঘুরে বাসাবাড়ি থেকে গরুর দুধ সংগ্রহ করেন বিধান বৈরাগী। প্রতি লিটার ৫০ টাকা করে দুধ কেনেন তিনি। ডুমুরিয়া উপজেলা, খুলনা, ২২ মেছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৮
বৃষ্টিতে সড়কে পানি জমায় ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ২২ মেছবি: আবদুর রহমান ঢালী
৯ / ১৮
পিকআপের ওপর নেওয়া হয়েছে নির্মাণসামগ্রী। তার ওপর ঝুঁকি নিয়ে বসে কাজে যাচ্ছেন শ্রমিকেরা। গোয়ালচামট, ফরিদপুর, ২২ মেছবি: আলীমুজ্জামান
একপশলা বৃষ্টির পর বাড়ির আঙিনায় ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। রুস্তম চাপড়, কাহালু, বগুড়া, ২২ মেছবি: সোয়েল রানা
১২ / ১৮
বৃষ্টির পানি আর খানাখন্দে ভরা ফরিদপুর পৌর বাস টার্মিনাল। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ২২ মেছবি: আলীমুজ্জামান
১৩ / ১৮
পানিতে তলিয়ে যাওয়া তিস্তার চর থেকে বাদাম তুলে এনে শুকাতে দিচ্ছেন কৃষাণি। গঙ্গাচড়া, রংপুর, ২২ মেছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৮
বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হওয়ায় এবার তিস্তা নদীতে পানি বেড়েছে বেশ আগেভাগেই। নৌকা তৈরি করে পানিতে নামানোর আগে আলকাতরা দিচ্ছেন এই ব্যক্তি। বিজয় বাঁধ, গঙ্গাচড়া, রংপুর, ২২ মেছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৮
সিলেটে কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন কেউ কেউ। শাহজালাল সেতু, সিলেট, ২২ মেছবি: আনিস মাহমুদ
১৬ / ১৮
খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেন দ্রুতগতিতে ছুটছে। গেটম্যান প্রতিবন্ধক নামিয়ে ট্রেন আসার সংকেত দিয়েছেন। এর পরও পথচারীদের ঝুঁকি নিয়ে রেললাইন অতিক্রম করতে দেখা যায়। ফুলবাড়ি গেট, খুলনা, ২২ মেছবি: সাদ্দাম হোসেন