একঝলক (১০ জানুয়ারি ২০২৫)

১ / ২৫
বাড়ন্ত টমেটোগাছ কাঠির সঙ্গে বেঁধে দিচ্ছেন কৃষক মজিদ শেখ। রাজবাড়ী, ১০ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
২ / ২৫
ডোবা থেকে সেঁউতি দিয়ে বীজতলায় সেচ দিচ্ছেন স্থানীয় দুই বোরো চাষি। দিনাজপুর, ১০ জানুয়ারি
ছবি: নূরে আলম সিদ্দিকী
৩ / ২৫
নিজের আবাদ করা খেত থেকে ভুট্টা তুলছেন একজন কিষানি। রাঙামাটি, ১০ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২৫
গাঙচিল ঝাঁক বেঁধে কাপ্তাই হ্রদে এসেছে খাদ্যের খোঁজে। রাঙামাটি, ১০ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২৫
পৌষের শেষ সময়ে এসে দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ে বইতে শুরু করেছে মাঝারি শৈত্যপ্রবাহ। সকালের হাড়কাঁপানো শীত উপেক্ষা করে গরুর হাল দিয়ে জমি চাষ করছেন এক কৃষক। পঞ্চগড়, ১০ জানুয়ারি
ছবি: রাজিউর রহমান
৬ / ২৫
যানজটে স্থবির হয়ে আছে যানবাহন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, ১০ জানুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ২৫
খেত থেকে আগাম জাতের আলু তুলছেন কৃষিশ্রমিকেরা। বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, ১০ জানুয়ারি
ছবি: মজিবর রহমান খান
৮ / ২৫
চা-গাছে ফুটেছে ফুল। মৌলভীবাজার, ১০ জানুয়ারি
ছবি: আকমল হোসেন নিপু
৯ / ২৫
সিলেট অঞ্চলের সবচেয়ে বড় নদী সুরমা। বর্ষায় পানিতে টইটম্বুর দেখা গেলেও শুষ্ক মৌসুমে নদীর বুকে জেগে ওঠে চর। এ সময় নদীতে নৌকা চলাচল বন্ধ থাকে। হাতে বাওয়া ছোট নৌকায় নদী পারাপার হন লোকজন। সিলেট, ১০ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১০ / ২৫
সকালে খেত থেকে পেঁয়াজ তোলা হয়েছে। দুপুরে সেই পেঁয়াজ রোদে শুকানোর জন্য জমিতে পলিথিনের ওপর বিছিয়ে দিচ্ছেন স্থানীয় নারী শ্রমিকেরা। বিরামপুর, দিনাজপুর, ১০ জানুয়ারি
ছবি: নূরে আলম সিদ্দিকী
১১ / ২৫
মৌলভীবাজারে হাফ ম্যারাথনে অংশগ্রহণকারীদের দৌড়। মৌলভীবাজার, ১০ জানুয়ারি
ছবি: প্রথম আলো
১২ / ২৫
পাবনাসহ কয়েকটি জেলায় বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতে একটু উষ্ণতার জন্য খড়কুটো জ্বালিয়ে তাপ নেওয়ার চেষ্টা করছেন অটোচালকেরা। চরসাদীপুর, কুমারখালী, কুষ্টিয়া, ১০ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৩ / ২৫
শেষ বিকেলে তিস্তা নদীতে মাছ ধরতে নৌকা নিয়ে বেরিয়েছেন জেলেরা। গঙ্গাচড়া রংপুর, ১০ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২৫
নিজেরা এভাবে আলু বহন করে বাড়ি নিয়ে ফিরছেন চাষিরা। গঙ্গাচড়া রংপুর, ১০ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৫
সাকরাইন উৎসব উপলক্ষে ঘুড়ির দোকানে বিক্রি বেড়েছে। দোকানে বসে লাল-সবুজের বাংলাদেশের পতাকার রঙে ঘুড়ি তৈরিতে ব্যস্ত একজন কারিগর। হাজারীবাগ, ঢাকা, ১০ জানুয়ারি।
ছবি: জাহিদুল করিম
১৬ / ২৫
ওয়াসার লাইন সংস্কারের জন্য কাটা হয়েছে সড়ক। চলাচলে ভোগান্তি হচ্ছে এলাকাবাসীর। শুক্রবার রাজধানীর মধ্য বাড্ডার পোস্ট অফিস রোড এলাকায়
ছবি: তানভীর আহাম্মেদ
১৭ / ২৫
এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল চলছে। দুই দিনের এই কাউন্সিলের প্রথম দিনে দলের চেয়ারম্যান নির্বাচিত করার জন্য ভোট দিচ্ছেন কাউন্সিলররা। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে
ছবি: আশরাফুল আলম
১৮ / ২৫
রাজধানীর অনেক সড়ক দখল করে বসে ভ্রাম্যমাণ দোকান। এতে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায়
ছবি: আশরাফুল আলম
১৯ / ২৫
ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। শুক্রবার জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালায়
ছবি: আশরাফুল আলম
২০ / ২৫
তানভীর মুহাম্মদ ত্বকীর ২৯তম জন্মবর্ষ উপলক্ষে আয়োজিত ‘দশম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন প্রতিযোগিতা’য় পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা। শুক্রবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে
ছবি: আশরাফুল আলম
২১ / ২৫
কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট ভবন ও আন্তর্জাতিক ট্রেনিং ইনস্টিটিউটের সামনে অবৈধভাবে গড়ে উঠেছে রিকশা-ভ্যান স্ট্যান্ড ও বসতি। শুক্রবার রাজধানীর মহাখালী এলাকায়
ছবি: সাজিদ হোসেন
২২ / ২৫
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত অংশ নির্মাণের প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ করেন পরিবেশকর্মী ও সাংস্কৃতিক কর্মীরা। শুক্রবার বিকেলে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কে
ছবি: সাজিদ হোসেন
২৩ / ২৫
প্রয়াত রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য স্মরণে ‘আমাদেরই লোক’ শীর্ষক স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা। বিশ্বসাহিত্য কেন্দ্র, ১০ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
২৪ / ২৫
গ্যাস–সংকটের জন্য কেউ ঘরে সিলিন্ডারে বা কেউ মাটির চুলায় রান্না করছেন। অনেকে আবার অন্য বাসা থেকে রান্না করে নিয়ে আসছেন। রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর থেকে মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালটি বন্ধ থাকায় সারা দেশে গ্যাস–সংকট দেখা দিয়েছে। নতুন বাজার, পাকা পুল, কামরাঙ্গীরচর, ১০ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
২৫ / ২৫
রবি শস্য খেতে সেচ দিয়ে শ্যালো মেশিন বাড়িতে নিয়ে আসছেন দুই কৃষক। সোনাপুর গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ১০ জানুয়ারি
ছবি: সোয়েল রানা