একঝলক (২৯ আগস্ট ২০২৫)

১ / ২০
রঙ্গন ফুলে বসেছে বর্ণিল প্রজাপতি। চরশোলাকিয়া এলাকা, কিশোরগঞ্জ, ২৯ আগস্ট
ছবি: তাফসিলুল আজিজ
২ / ২০
বাবা সাঁতার শেখাচ্ছেন ছেলেকে। সকালের স্নিগ্ধ আলোয় ক্রিসেন্ট লেকের টলটল পানিতে এ রকম আরও কয়েকটি পরিবার দেখা যায়। প্রতি শুক্রবার তাঁরা সন্তানদের নিয়ে সাঁতার শেখাতে আসেন এখানে। ক্রিসেন্ট লেক, জিয়া উদ্যান, ঢাকা, ২৯ আগস্ট
ছবি জাহিদুল করিম
৩ / ২০
খেত থেকে শসা প্রজাতির ফল সংগ্রহ করছেন জুমচাষি পাহাড়ি নারী। কাউখালী, রাঙামাটি, ২৯ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
পুরো ফুটপাত দখল করে প্রতিদিনই এখানে বাজার বসে বিভিন্ন পণ্যের। শাকসবজি, ফলমূলের পাশাপাশি মাছের বাজারও আছে। ভোর থেকে চলে কেনাকাটা। আওরঙ্গজেব রোড, মোহাম্মদপুর, ঢাকা, ২৯ আগস্ট
ছবি জাহিদুল করিম
৫ / ২০
শরতের আকাশে রংধনুতে কাপ্তাই হ্রদের মোহনীয় রূপ। বালুখালী, রাঙামাটি, ২৯ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২০
সড়কের পাশে ডোবায় ফুটে আছে বেগুনি রঙের শাপলা ফুল। কিরাটন এলাকা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২৮ আগস্ট
ছবি: তাফসিলুল আজিজ
৭ / ২০
পদচারী–সেতু থাকার পরও বিপজ্জনকভাবে সড়ক বিভাজকের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছেন নারী, শিশু ও অন্য পথচারীরা। মিরপুর-১ চত্বর, ২৮ আগস্ট
ছবি: দীপু মালাকার
৮ / ২০
পিরোজপুর থেকে নৌপথে হালিমের জন্য বিভিন্ন আকারের মাটির পাত্র বাল্কহেড থেকে নামাচ্ছেন শ্রমিকেরা। এসব পাত্র রাজধানীর বিভিন্ন হালিমের দোকানে সরবরাহ করা হয়। মিরপুর-১, দারুসসালাম বেড়িবাঁধ এলাকা, ২৮ আগস্ট
ছবি: দীপু মালাকার
৯ / ২০
মহাসড়কের একটি লেন পুরোপুরি দখল করে বসেছে ভ্রাম্যমাণ দোকানপাট, গড়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিকশার পার্কিং। এতে সৃষ্টি হচ্ছে যানজটের, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ঢাকা-আরিচা মহাসড়ক, হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকা, সাভার, ঢাকা ২৮ আগস্ট
ছবি: দীপু মালাকার
১০ / ২০
সিলেট শহরতলির সবুজ-শ্যামল বাইশটিলা গ্রামের পাশেই উফতা হাওর। বর্ষার শুরু থেকে হাওরে পানি শুকিয়ে যাওয়ার আগপর্যন্ত পরিবার-পরিজন নিয়ে এই হাওরে নৌকায় ঘুরে বেড়ান অনেকে। সিলেট, ২৮ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
১১ / ২০
‘সাংবাদিকতা অপরাধ নয়, সাংবাদিক হত্যা বন্ধ করো’ প্রতিপাদ্য নিয়ে ফিলিস্তিনের গাজাসহ সব স্থানে সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনার সাংবাদিকেরা মানববন্ধন করেন। খুলনা প্রেসক্লাবের সামনে, ২৯ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২০
নিজ বাড়িতে উৎপাদিত লাউ বিক্রি করতে বাজারে যাচ্ছেন এক ব্যক্তি। পিয়ারপুর এলাকা, ফরিদপুর, ২৯ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১৩ / ২০
বর্ষার শুরু থেকে শরতের শেষ পর্যন্ত হাওরাঞ্চলে নৌকা চলাচল বেশি দেখা যায়। ছোট একটি নৌকায় গন্তব্যে যাচ্ছেন কয়েকজন। চেঙ্গেরখাল নদ, সদর, সিলেট, ২৯ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২০
চিন্তন গ্রন্থাগারে বই পড়ায় ব্যস্ত কয়েকজন। গুংগুরু মধ্যম পাড়া কমিউনিটি সেন্টার, বান্দরবান, ২৯ আগস্ট
ছবি: মংহাইসিং মারমা
১৫ / ২০
বাড়ির পাশে লাগানো ধুন্দলগাছগুলোতে ফুল আসতে শুরু করেছে। হাসনাবাদ গ্রাম, মনোহরগঞ্জ, কুমিল্লা, ২৯ আগস্ট
ছবি: আবদুর রহমান
১৬ / ২০
দল বেঁধে গাছ থেকে কচি তেঁতুল পেড়ে ভাগ করে নিচ্ছে শিশুরা। মলিয়াইশ এলাকা, মিরসরাই, ২৯ আগস্ট
ছবি: ইকবাল হোসেন
১৭ / ২০
আড়িয়াল খাঁ নদে নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরছেন এক মৎস্যজীবী। হবিনগর, শায়েস্তাবাদ ইউনিয়ন, বরিশাল, ২৯ আগস্ট
ছবি: সাইয়ান
১৮ / ২০
ধানখেতে জাল পেতে সেচ দিয়ে মাছ ধরছেন দুজন। কাস্টমবাজার এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৯ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২০
গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। সংকরদহ, রংপুর, ২৯ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২০
‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো’ স্লোগানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা উত্তরের সম্মেলন। মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ২৮ আগস্ট
ছবি: জাহিদুল করিম