মহাসড়কে তিন চাকার যান চলাচল অবৈধ। এরপরও ভটভটি ও নছিমনে পশুর সঙ্গে ঝুঁকি নিয়ে চলাচল করছেন লোকজন। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর এলাকা, কৈজুরী, সদর উপজেলা, ফরিদপুর, ১ আগস্টছবি: আলীমুজ্জামান
২ / ১৫
পাট ঘরে তোলার মৌসুম চলছে। দৈনিক ৫০০ টাকা মজুরিতে খেতের পাট কেটে দিচ্ছেন নারী কৃষি শ্রমিকেরা। দয়ারামপুর, মাচ্চর, সদর উপজেলা, ফরিদপুর, ১ আগস্টছবি: আলীমুজ্জামান
৩ / ১৫
নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। এতে বিপাকে পড়েন পথচারীরা। তালতলী, চরবাড়িয়া, বরিশাল, ১ আগস্টছবি: সাইয়ান
৪ / ১৫
আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে তীরে ফেলা হচ্ছে জিও ব্যাগ। নদীর তীরের ভাঙন রোধে এ ব্যাগ ব্যবহার করা হয়। পশ্চিম চরবাড়িয়া, চরবাড়িয়া, বরিশাল, ১ আগস্টছবি: সাইয়ান
কাগজের তৈরি ববিন রোদে শুকাতে দেওয়া হয়েছে। আকার অনুযায়ী প্রতিটি ববিন চার থেকে আট টাকা দরে বিভিন্ন পাটকলে বিক্রি করা হয়। পাটকলে পাট থেকে তৈরি সুতা এসব ববিনে পেঁচিয়ে রাখা হয়। তারপর সেসব সুতা করা হয় রপ্তানি। মুজগুন্নী, খুলনা, ১ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৫
সাইকেলে ফেরি করে প্লাস্টিকের পণ্য বিক্রি করেন মো. মিঠুন। জীবিকার তাগিদ চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লায় নিয়ে এসেছে তাঁকে। বিবিরবাজার স্থলবন্দর, কুমিল্লা, ১ আগস্টছবি: এম সাদেক
৮ / ১৫
বর্ষা উপভোগে নিজেদের স্কুটার নিয়ে পথে নেমেছেন তাঁরা। হুটহাট এভাবে বেরিয়ে পড়েন বলে জানালেন এই নারীরা। সংরাইশ এলাকা, সদর উপজেলা, কুমিল্লা, ১ আগস্টছবি: এম সাদেক
৯ / ১৫
সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টি থেকে রক্ষায় ঘোড়ার গায়ে পলিথিন বেঁধে দিচ্ছেন ঘোড়াটির মালিক মো. রাজু মিয়া। শুভপুর, সদর উপজেলা, কুমিল্লা, ১ আগস্টছবি: এম সাদেক
১০ / ১৫
সমলয় পদ্ধতিতে রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিন দিয়ে ধানের চারা রোপণ করা হচ্ছে। এ যন্ত্র ব্যবহার করে কোনো একটি এলাকার কোনো একটি কৃষিপণ্য চাষের পুরো প্রক্রিয়াকে একই পদ্ধতির আওতায় আনার নাম সমলয়। কিনুকাঠি গ্রাম, কয়রার বিল, খুলনা, ১ আগস্টছবি: প্রথম আলো
১১ / ১৫
কয়েক দিন ধরেই প্রচণ্ড রোদের সঙ্গে বেড়েছে গরমের তীব্রতা। এমন গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বাইরে কাজ করা লোকজন। প্রচণ্ড রোদের মধ্যে পণ্যবাহী ভ্যান ঠেলছেন এক ব্যক্তি। তাঁর শরীর বেয়ে ঝরে পড়ছে ঘাম। জিন্দাবাজার, সিলেট, ১ আগস্টছবি: আনিস মাহমুদ
১২ / ১৫
মা-বাবা দুজনই জুমের কাজে গেছেন। জুম ঘরের মাচাং বারান্দায় শুয়ে পড়ালেখায় ব্যস্ত জুমচাষি পরিবারের দুই শিশু। উদয়পুর গ্রাম, সাজেক, বাঘাইছড়ি, রাঙামাটি, ১ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৫
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে রক্ষা পেতে ভবনের ফাঁকা জায়গার মাঝে মাঝে বসে আছে চড়ুই পাখিরা। পাহাড়তলী এলাকা, চট্টগ্রামছবি: জুয়েল শীল
১৪ / ১৫
জেলা প্রশাসনের সহযোগিতায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। চট্টগ্রাম নগরের সিআরবি শিরীষতলায়, ১ আগস্টছবি: জুয়েল শীল
১৫ / ১৫
বৃক্ষমেলায় পছন্দের গাছ দেখছেন এক তরুণী। সিআরবি শিরীষতলা, চট্টগ্রাম, ১ আগস্টছবি: জুয়েল শীল