একঝলক (৮ এপ্রিল ২০২৫)

১ / ২৭
ফটিকজল পাখিটি বসেছে আমলকীগাছে। বিলাইছড়ি রাঙামাটি, ৮ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২৭
মাছ শিকারে পানকৌড়ি পাখিটি। নুরুইল বিল, বগুড়া, ৮ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৩ / ২৭
শিকার খুঁজছে শিয়ালটি। উলিপুর, বগুড়া, ৮ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৪ / ২৭
যশোরের কেশবপুর পৌরসভায় আবর্জনা পোড়ানো হচ্ছে। ধোঁয়ায় পরিবেশদূষণ ও পথচারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।  কেশবপুর, যশোর, ৮ এপ্রিল
ছবি: দিলীপ মাদক
৫ / ২৭
নাগলিঙ্গম ফুলের শোভা। ভেদাভেদি, রাঙামাটি, ৮ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৭
ছেঁড়াফাটা ছালার বস্তা সেলাই করছেন গৃহবধূ রাহেলা বেগম। শোভারামপুর, ফরিদপুর, ৮ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৭ / ২৭
ভোলা থেকে ট্রলারে আসা তরমুজ খালাস করে ট্রাকে তুলছেন শ্রমিকেরা। নেওয়া হবে দেশের বিভিন্ন অঞ্চলে। স্বরূপকাঠি, পিরোজপুর, ৮ এপ্রিল
ছবি: সাইয়ান
৮ / ২৭
বাঙ্গিখেতে পানি দিচ্ছেন এক কৃষক। দেবীনগর, ফরিদপুর, ৮ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৯ / ২৭
তিস্তা নদীর মাঝখানে জেগে উঠেছে চর। চরে একঝাঁক পানকৌড়ি খাবার সংগ্রহের অপেক্ষায়। কাউনিয়া, রংপুর, ৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২৭
সকালে কৃষকের বাড়িতে আলু কিনতে যাচ্ছেন একদল পাইকার। কাউনিয়া, রংপুর, ৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২৭
নিষেধাজ্ঞা অমান্য করে ভিআইপি সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর অভিযোগে চারটি রিকশা আটক করে তেজগাঁও ডাম্পিং জোনে পাঠাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। আসাদ গেট এলাকা, ৮ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১২ / ২৭
যাত্রী ওঠা-নামার জন্য বাস থামার নির্দিষ্ট জায়গা থাকলেও তা অমান্য করে মূল সড়কেই যাত্রী নামাচ্ছেন এই বাসের চালক। যাত্রীদের মধ্যেও নেই সচেতনতা। আগারগাঁও, ৮ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১৩ / ২৭
গরমে দেশে বেড়েছে বিদ্যুতের চাহিদা। এর মধ্যে দিনের বেলা সড়কবাতি জ্বলে থাকায় অপচয় হচ্ছে বিদ্যুতের। হাইকোর্টের সামনের সড়ক, ৮ এপ্রিল
ছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ২৭
ফিলিস্তিনে হামলা, গণহত্যার প্রতিবাদে ছাত্রশিবির শাহবাগ থেকে বায়তুল মোকাররম পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। শাহবাগ এলাকা, ৮ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
১৫ / ২৭
রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের কাছাকাছি এসে ঝুঁকি নিয়ে অপেক্ষা করছে যানবাহনগুলো। মগবাজারের ওয়্যারলেস এলাকা, ৮ এপ্রিল
ছবি: তানভীর আহাম্মেদ
১৬ / ২৭
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী দুটি মহুয়াগাছ। সেই গাছে ফুটেছে মহুয়া ফুল, যার সুবাস ছড়িয়ে পড়ছে আশপাশে। এডওয়ার্ড কলেজ, পাবনা, ৮ এপ্রিল।
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২৭
চা-বাগানে কাজের ফাঁকে গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছেন এক নারী চা-শ্রমিক। দলদলি চা-বাগান, সিলেট, ৮ এপ্রিল।
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২৭
সকালে দল বেঁধে বিদ্যালয়ে যাচ্ছে চা-বাগানের শিশুরা। দলদলি চা-বাগান, সিলেট, ৮ এপ্রিল।
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২৭
ইতালির ভিসা জটিলতা দূর করে ২০২৩-২৪ সালের ওয়ার্ক পারমিট ভিসা দ্রুত করতে পদক্ষেপ নেওয়ার দাবিতে ইতালির ভিসাপ্রত্যাশী একদল ব্যক্তি মানববন্ধন করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ৮ এপ্রিল।
ছবি: সাজিদ হোসেন
২০ / ২৭
গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। রাজু ভাস্কর্য, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৮ এপ্রিল।
ছবি: শুভ্র কান্তি দাশ
২১ / ২৭
মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মাহাঃ সাংগ্রাইং পোয়েঃ উৎসবকে কেন্দ্র করে মুখোশে রঙের কাজ করছেন শিল্পী। ক্ষুদ্র নৃগোষ্ঠী অডিটরিয়াম প্রাঙ্গণ, বান্দরবান, ৮ এপ্রিল।
ছবি: মংহাইসিং মারমা
২২ / ২৭
পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করছেন খুলনার শিক্ষার্থীরা। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনা, ৮ এপ্রিল।
ছবি: সাদ্দাম হোসেন
২৩ / ২৭
ফলের আড়তে খুলনার বাজুয়া থেকে এসেছে সাম্মাম ফল। কিছুটা বাঙ্গির স্বাদের সাম্মাম ফল আকারভেদে বিক্রি হচ্ছে প্রতি মণ ৬০০ টাকা থেকে ১৩০০ টাকা দরে। কদমতলা, খুলনা, ৮ এপ্রিল।
ছবি: সাদ্দাম হোসেন
২৪ / ২৭
পয়লা বৈশাখ সামনে রেখে তৈরি করা মাটির খেলনা সাজিয়ে রাখছেন পালবাড়ির সদস্যরা। বসন্তপুর, পবা, রাজশাহী, ৮ এপ্রিল।
ছবি: শহীদুল ইসলাম
২৫ / ২৭
সিলেট নগরের আবাসিক এলাকায় নালায় ভাসছে ময়লা-আবর্জনা। বিভিন্ন এলাকার বাসাবাড়ির ময়লা-আবর্জনা পানিতে ভেসে এসে এই জায়গায় জমে আছে। বৃষ্টি হলে এসব ময়লা–আবর্জনার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। শাহজালাল উপশহর, সিলেট, ৮ এপ্রিল।
ছবি: আনিস মাহমুদ
২৬ / ২৭
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে রংপুর নগরে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। স্টেশন রোড, রংপুর, ৮ এপ্রিল।
ছবি: মঈনুল ইসলাম
২৭ / ২৭
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বায়তুল মাকদিস ফাউন্ডেশনের মানববন্ধন। রাজু ভাস্কর্যের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৮ এপ্রিল।
ছবি: শুভ্র কান্তি দাশ