একঝলক (৮ এপ্রিল ২০২৪)

১ / ২২
ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছে খুলনার সাধারণ নারী, পুরুষ, শিশু। ডাকবাংলা এলাকা, খুলনা , ৮ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২২
ঈদে নতুন জামার সঙ্গে মিলিয়ে অনেকেই টুপি কেনেন। বিক্রির জন্য টুপির পসরা সাজাচ্ছেন এক ব্যবসায়ী।  বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ এলাকা, বগুড়া, ৮ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৩ / ২২
ঈদের আগে আগামীকাল মঙ্গলবার ব্যাংকের শেষ কর্মদিবস হলেও আজ ছিল টাকা লেনদেন করতে আসা মানুষের উপচে পড়া ভিড়। ঝিলটুলী এলাকায় সোনালী ব্যাংক প্রধান কার্যালয়, ফরিদপুর, ৮ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৪ / ২২
বগুড়ায় সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তে ঈদগাহ ময়দানের প্রস্তুতি চলছে। সূত্রাপুর এলাকা, বগুড়া, ৮ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৫ / ২২
৬০০ টাকা কেজি দরে গরুর মাংস কিনছেন নিম্ন আয়ের মানুষেরা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন এ কার্যক্রমের আয়োজন করেছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর এলাকা, ফরিদপুর, ৮ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৬ / ২২
ঈদের আর মাত্র দুই দিন বাকি। শেষ সময়ে এখন পাঞ্জাবি কিনতে ব্যস্ত পুরুষেরা। আ. সাত্তার বিশ্বাস মার্কেট, পাবনা, ৮ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৭ / ২২
টিন দিয়ে নৌকা বানিয়ে তার ওপর বসে পদ্মা নদীতে মাছ ধরছেন পেশাদার এক জেলে। সাহা বিশ্বাসের ডাঙ্গী এলাকা, ডিগ্রিচর, ফরিদপুর, ৮ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৮ / ২২
সড়কের চারপাশ ধুলায় আচ্ছন্ন। এতে ভোগান্তিতে পড়েছে পথচারীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ, ৮ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
৯ / ২২
ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে মেহেদি বিক্রি করতে বসেছেন এই ব্যক্তি। নবাবগঞ্জ বাজারের প্রধান ফটকের সামনে, রংপুর, ৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২২
ঈদ উৎসবকে আরও আনন্দমুখর করতে চলছে মেহেদি উৎসব। বটতলা, বরিশাল, ৮ এপ্রিল
ছবি: সাইয়ান
১১ / ২২
রংপুর নগরের কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি চলছে। রাধাবল্লভ এলাকা, রংপুর, ৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২২
রোদ আর গরমে হাঁপিয়ে উঠেছেন রিকশাচালক। সড়কের পাশে রিকশা থামিয়ে জিরিয়ে নিচ্ছেন। চৌহাট্টা এলাকা, সিলেট, ৮ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২২
বিজু উপলক্ষে চাকমা সংস্কৃতির নিয়মনীতি (রিদি সুদম) সংগঠনের আয়োজনে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলার মধ্যে ঘিলা খেলায় অর্ধশত নারী ও তরুণী অংশ নেন। রাজ কার্যালয় প্রাঙ্গণ, রাঙামাটি, ৮ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২২
আকাশে মেঘের আনাগোনা। তাই তড়িঘড়ি করে ইট পোড়াতে চুল্লিতে নিচ্ছেন শ্রমিকেরা। সাহবাজপুর এলাকা, রংপুর, ৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২২
ঈদের শেষ মুহূর্তের কেনাকাটার জন্য নগরের প্রধান বাণিজ্যিক বিপণিবিতানগুলোর সামনে উপচে পড়া ভিড়। যানজট নিরসনের জন্য বিপণিবিতানের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মনোহরপুর এলাকা, কুমিল্লা, ৮ এপ্রিল
ছবি: এম সাদেক
১৬ / ২২
সকালে ফাঁকা সড়কে খেলনা গাড়িতে চড়ে দুষ্টুমিতে মেতেছে শিশুরা। খারুভাঁজ এলাকা, রংপুর, ৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২২
ঈদের আনন্দ ভাগাভাগি করতে পণ্যবাহী ট্রাকের ছাদে ঝুঁকি নিয়ে যাত্রা করছেন মানুষ। বগুড়া-ঢাকা মহাসড়ক, বেতগাড়ি-লিচুতলা এলাকা, শাজাহানপুর, ৮ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৮ / ২২
ঈদ উপলক্ষে বেশ বিক্রি হচ্ছে পাবনার জনপ্রিয় হোটেল আরমানিয়ার লাচ্ছা সেমাই। শহীদ মার্কেট, রূপকথা সড়ক, পাবনা, ৮ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
১৯ / ২২
রুমা ও থানচি এলাকায় ব্যাংকে ডাকাতির ঘটনার পর থমথমে অবস্থা বিরাজ করছে পুরো বান্দরবানে। পর্যটনকেন্দ্রগুলোতে বিরাজ করছে সুনসান নীরবতা। রুমা, বান্দরবান, ৮ এপ্রিল
ছবি: সৌরভ দাশ
২০ / ২২
সমুদ্রপথে রাশিয়া থেকে এসেছে খাদ্য অধিদপ্তরের গম। কার্গো জাহাজ থেকে  গম সরকারি গোডাউনে নিতে ট্রাকে ওঠাচ্ছেন শ্রমিকেরা। ৫ নম্বর ঘাট, খুলনা, ৮ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
২১ / ২২
ঈদ ও পয়লা বৈশাখের লম্বা ছুটিতে দেশ। অনেকেই এই ছুটিতে বাড়ি ফিরছেন। বাসের অপেক্ষায় মা ও শিশু ক্লান্ত হয়ে বসে আছে। নগরের জেলা কারাগারের সামনে, রংপুর, ৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
২২ / ২২
ঈদযাত্রায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় ঘরমুখী যাত্রীদের চাপ বেড়েছে। পাটুরিয়া ঘাট এলাকা, মানিকগঞ্জ, ৮ এপ্রিল
ছবি: আব্দুল মোমিন