পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। পূর্ব বনগ্রাম, ঢাকা-পাবনা মহাসড়ক, পাবনা, ৪ জুলাইছবি: হাসান মাহমুদ
১১ / ২৫
বর্ষাকালে যখন-তখন ঝুপ করে নামে ভারী বৃষ্টি। এমন বৃষ্টির মধ্যে ভ্যানের যাত্রীরা মাথার ওপর পলিথিন ধরে চলেছেন। বিরাহিমপুর, ঢাকা-পাবনা মহাসড়ক, পাবনা, ৪ জুলাইছবি: হাসান মাহমুদ
১২ / ২৫
পবিত্র আশুরা সামনে রেখে তাজিয়া তৈরিতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। শতাব্দীপ্রাচীন বিশ্বাস ও শোকের বহিঃপ্রকাশ এই শোভা তাজিয়ায় ফুটিয়ে তুলছেন কারিগরেরা। হাউজিং বাজার এলাকা, খুলনা, ৪ জুলাইছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২৫
শাপলা, বিলের পানিতে সবেমাত্র ফুটতে শুরু করেছে শাপলা। এসব শাপলা তুলে নিচ্ছেন বিলপারের দুই যুবক। গোয়ালকান্দি এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ৪ জুলাইছবি: আলীমুজ্জামান
১৪ / ২৫
পানিসহ জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হচ্ছে। সেখানে ভেসে উঠছে মাছ। সেই মাছ ধরতে দল বেঁধে নেমেছেন এলাকার নানা বয়সের মানুষ। শরাজেন্দ্রপুর এলাকা, রংপুর, ৪ জুলাইছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৫
কাঁকরোলের দাম বেড়েছে। চাষির কাছ থেকে ৩০ টাকা কেজি দরে পাইকারি কিনে তা বিক্রির জন্য বাজারে নিচ্ছেন এই পাইকার। মিঠাপুকুর উপজেলার পাইকান এলাকা, রংপুর, ৪ জুলাইছবি: মঈনুল ইসলাম
১৬ / ২৫
চট্টগ্রাম নগরের মেরিনার্স সড়কে সামান্য বৃষ্টি হলেই জমে যায় কাদা–পানি। এতে দুর্ভোগে পড়ছেন যানবাহনের চালক ও পথচারীরা। জলাবদ্ধতা ও কাদার কারণে ধীরগতিতে চলছে যানবাহন, বাড়ছে ভোগান্তি। ফিশারি ঘাট এলাকা, চট্টগ্রাম, ৪ জুলাইছবি: জুয়েল শীল
১৭ / ২৫
রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে চলছে পাহাড়ি ফল মেলা। পার্বত্য চট্টগ্রাম–বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই ‘পাহাড়ি ফল মেলা-২০২৫’ চলবে শনিবার পর্যন্ত। ঢাকা, ৪ জুলাইছবি: শুভ্র কান্তি দাশ
১৮ / ২৫
গণসংহতি আন্দোলন আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। বিএমএ মিলনায়তন, ঢাকা, ৪ জুলাইছবি: শুভ্র কান্তি দাশ
১৯ / ২৫
মাইক্রোবাস কেটে তৈরি করা অ্যাম্বুলেন্সে রোগী বহনের শয্যা ট্রলির নিচে রয়েছে একাধিক গ্যাসভর্তি সিলিন্ডার। যেকোনো সময়েই সিলিন্ডার বিস্ফোরণে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। রাজধানীর প্রায় সব সরকারি-বেসরকারি হাসপাতালের সামনে প্রতিনিয়তই দেখা যায় এ ধরনের অ্যাম্বুলেন্স। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ৪ জুলাইছবি: দীপু মালাকার
২০ / ২৫
হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশির ভাগ রোগীর জ্বর, ঠান্ডা আর শরীর ব্যথার উপসর্গ। জরুরি বিভাগের সামনে চিকিৎসা নিতে আসা অনেকেই রক্ত পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল, ৪ জুলাইছবি: দীপু মালাকার
২১ / ২৫
৪৪তম বিসিএসের ফল পুনর্মূল্যায়ন এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ ১০ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। ঢাকা, ৪ জুলাইছবি: জাহিদুল করিম
২২ / ২৫
16. মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বসে ‘হলিডে মার্কেট’। শুক্রবার রাস্তার দুই পাশে শত শত ভ্যান, পলিথিন, দোকান নিয়ে বসেন দোকানিরা। বুড়ো থেকে শিশু, নারী থেকে পুরুষ প্রায় সব বয়সী মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনতে পাওয়া যায় হলিডে মার্কেটে। মতিঝিল, ৪ জুলাইছবি: মীর হোসেন
২৩ / ২৫
নৌকা মেরামতে ব্যস্ত আবদুল আলিম। দিনে তাঁর মজুরি এক হাজার টাকা। কামরাঙ্গীরচর, ঢাকা, ৪ জুলাইছবি: জাহিদুল করিম
২৪ / ২৫
একসময় গ্রামে ও শহরে নানা ধরনের খেলায় শিশু-কিশোরেরা দুরন্তপনা প্রকাশ করত। সে রকমই একটি খেলা মারবেল। কামরাঙ্গীরচরে মুসলিমবাগ এলাকায় দলে দলে চলছে মারবেলা খেলা। ঢাকা, ৪ জুলাই।ছবি: জাহিদুল করিম
২৫ / ২৫
রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল। খানাখন্দে পড়ে পড়ে চলতে হয় যানবাহন। ঢাকা, ৪ জুলাইছবি: জাহিদুল করিম