রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সারা দেশের মতো সিলেটে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় দেখা গেছে। সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, সিলেট, ২২ জুলাইছবি: আনিস মাহমুদ
২ / ২১
ঢাকার দিয়াবাড়িতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মাগফিরাত কামনা এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য দোয়া মোনাজাত। সুবল আফতাব উচ্চবিদ্যালয়, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২২ জুলাইছবি: আবদুর রহমান ঢালী
৩ / ২১
আড়ত থেকে পাইকারি দরে কলা কিনে ঠেলায় করে তা বিক্রির জন্য বের হয়েছেন খুচরা বিক্রেতা। পুলিশ লাইনস, সিলেট, ২২ জুলাইছবি: আনিস মাহমুদ
৪ / ২১
বর্ষাকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ইকরা মডেল কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দৌড় প্রতিযোগিতা। ভুলিরপাড়, কুমিল্লা, ২২ জুলাইছবি: আবদুর রহমান ঢালী
৫ / ২১
শুরু হয়েছে আমন ধানের রোপণ মৌসুম। খেতে রোপণের জন্য বীজতলা থেকে আমন ধানের চারা ওঠাচ্ছেন কৃষকেরা। কাফুরা, গেরদা, ফরিদপুর, ২২ জুলাইছবি: আলীমুজ্জামান
৬ / ২১
প্রকৃতিতে রূপ ছড়াচ্ছে কাঠগোলাপ ফুল। সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহ, ২২ জুলাইছবি: মোস্তাফিজুর রহমান
পাহাড়িদের ঐতিহ্যবাহী লুই দিয়ে জমিতে মাছ ধরছেন এক নারী। লম্বাঘোনা, বান্দরবান, ২২ জুলাইছবি: মংহাইসিং মারমা
১৭ / ২১
খাল-বিলে এখন পানিতে টইটম্বুর। এ সময় মাছ ধরার চাঁইয়ের চাহিদা থাকে। অনেকেই নতুন চাঁই কেনেন। সড়কের বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে চাঁই। কিনব্রিজ, সিলেট, ২২ জুলাইছবি: আনিস মাহমুদ
১৮ / ২১
সিলেটে বেড়েছে মশার উপদ্রব। সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরের বিভিন্ন এলাকায় মশকনিধন ওষুধ ছিটানো হচ্ছে। পিকআপ ভ্যানে করে মশক নিধন ওষুধ নিয়ে বিভিন্ন এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সিটি করপোরেশনের কর্মীরা। সিটিপয়েন্ট, সিলেট, ২২ জুলাইছবি: আনিস মাহমুদ
১৯ / ২১
নোয়াখালী অঞ্চল থেকে ডাব এনে মিরসরাইয়ের বিভিন্ন বাজারে বিক্রি করা হয়। পিকআপ থেকে রিকশাভ্যানে ডাব নেওয়া হচ্ছে। মিরসরাই, চট্টগ্রাম, ২২ জুলাইছবি: ইকবাল হোসেন
২০ / ২১
নারী ও শিশুদের পোশাক বিক্রি করতে বের হয়েছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী। মেকুড়া, রংপুর, ২২ জুলাইছবি: মঈনুল ইসলাম