সিলেটে বন্যার কারণে এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছিল। আজ থেকে বোর্ডটিতে শুরু হয়েছে পরীক্ষা। পরীক্ষা শেষে নৌকায় করে বাড়ি ফিরছে কয়েকজন পরীক্ষার্থী; কিন্তু এই বিভাগের অনেক জায়গায় রাস্তাঘাট এখনো বন্যার পানিতে ডুবে আছে। অনেকের বাড়িঘর থেকেও পানি নামেনি। ডাকবাংলো সড়ক, জুড়ী, মৌলভীবাজার, ৯ জুলাইছবি. কল্যাণ প্রসূন