একঝলক (২১ ফেব্রুয়ারি ২০২৪)

১ / ৭
ফাগুন লেগেছে পলাশের ডালে। ফুলে এসেছে সবুজ টিয়া পাখি। জেলা পরিষদ চত্বর, পাবনা, ২১ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২ / ৭
তিলের খাজা বিক্রি করতে গ্রামের পথে ঘুরছেন এই ব্যক্তি। শহীদবাগ এলাকা, কাউনিয়া, রংপুর, ২১ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৩ / ৭
শসাখেতে জাল দিয়ে ঘেরা দিচ্ছেন দুই কৃষক। মীরবাগ এলাকা, কাউনিয়া, রংপুর, ২১ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৭
মেয়েকে কাঁধে নিয়ে আলুখেত দেখতে এসেছেন কৃষক তাহমিদ হোসেন। মাছহারি এলাকা, কাউনিয়া, রংপুর, ২১ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৫ / ৭
ডোবার পানি কমে যাওয়ার পর বড়দের সঙ্গে মাছ ধরছে একদল শিশু। নোয়াগাঁও, ধর্মপাশা, সুনামগঞ্জ, ২১ ফেব্রুয়ারি
ছবি: সালেহ আহমদ
৬ / ৭
জালের ছেঁড়াফাটা অংশ মেরামত করছেন এক জেলে। মোস্তফা ডাঙ্গী এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২০ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৭ / ৭
রাজশাহী ও নাটোর এলাকায় উৎপাদিত স্ট্রবেরি ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২০ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ