গাছের আড়ালে সুরেলা কণ্ঠে গান ধরেছে এক টুনটুনি পাখি। দেশের গায়ক পাখিদের মধ্যে এদের আকৃতি তুলনামূলক সবচেয়ে ছোট। শালগাড়িয়া, পাবনা, ১৩ অক্টোবরছবি: হাসান মাহমুদ
১৭ / ২০
ঈশ্বরদীর চরাঞ্চলের মাঠে মাঠে এখন শীতকালীন সবজির আবাদ। এসব জমিতে কাজের জন্য দল বেঁধে চলেছেন কৃষিশ্রমিক। চরকুড়ুলিয়া, ঈশ্বরদী, পাবনা, ১৩ অক্টোবরছবি: হাসান মাহমুদ
১৮ / ২০
ছাত্রদল–সমর্থিত প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী শাহরিয়ার আলম বাউল সাজে গান গেয়ে প্রচার চালাচ্ছেন। তাঁর সমর্থকেরা লিফলেট বিলি করছেন। পরিবহন মার্কেট, রাজশাহী, ১৩ অক্টোবরছবি: শহীদুল ইসলাম
১৯ / ২০
খুলনার সোনাডাঙ্গা-নতুন রাস্তা সড়কটির কিছু দূর পরপর তৈরি হয়েছে ছোট–বড় বিপজ্জনক গর্ত। যান চলাচলের সময় এসব গর্তে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা এড়াতে সতর্কতা হিসেবে গর্তের ওপর গাছের শুকনো ডালপালা দিয়ে রাখা হয়েছে। বয়রা, খুলনা, ১৩ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
২০ / ২০
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে মাঠ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় দুর্যোগকালে উপকূলীয় অঞ্চলের পরিস্থিতি কৃত্রিম ঝড় ও বৃষ্টিপাতের মাধ্যমে তুলে ধরা হয়। বেলস পার্ক, বরিশাল, ১৩ অক্টোবরছবি: সাইয়ান