একঝলক (৩১ জুলাই ২০২৫)

১ / ১৮
শ্রাবণের বর্ষায় সিক্ত ফুলের সৌন্দর্য। সার্কিট হাউস, খুলনা, ৩১ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৮
বৃষ্টিভেজা ডাহুক পাখি শুকিয়ে নিচ্ছে নিজেকে। চণ্ডীপুর, মাচ্চর, ফরিদপুর,৩০ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৩ / ১৮
সকালের রোদ–ঝলমলে আলোয় ফুলের শোভা। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ৩১ জুলাই
ছবি: আকমল হোসেন নিপু
৪ / ১৮
পাটকাঠির বিনিময়ে গ্রামের নারীরা কৃষকের পাটের আঁশ ছাড়িয়ে দেন। সংগৃহীত পাটকাঠি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আবার অনেকেই বিক্রি করে সংসারের বাড়তি আয় করেন। আদমপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ৩০ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৫ / ১৮
হাওরের পানিতে মাছ শিকারে ব্যস্ত এক শিশু। নিকলী, কিশোরগঞ্জ, ৩০ জুলাই
ছবি: তাফসিলুল আজিজ
৬ / ১৮
খেয়ানৌকায় ঝুঁকি নিয়ে বাঙ্গালী নদী পার হচ্ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ঝাঁজর, শেরপুর, বগুড়া, ৩১ জুলাই
ছবি: সোয়েল রানা
৭ / ১৮
মাঠ থেকে পাকা আউশ ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন একদল কৃষক। মাগুরা তাইড়, শেরপুর, বগুড়া, ৩১ জুলাই
ছবি: সোয়েল রানা
৮ / ১৮
শিকার খোঁজা শেষে গাছের ডালে বিশ্রামে কানকুয়া পাখি। গোয়ালখালী, খুলনা, ৩১ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৮
ঝুড়িভর্তি আদা নিয়ে গন্তব্যে যাচ্ছেন পাহাড়ি কিষানি। নারাইছড়ি, রাঙামাটি, ৩১ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৮
পাহাড়ে বিভিন্ন সবজির পসরা সাজিয়ে বসেছেন তাঁরা। দেবাশীষনগর, রাঙামাটি, ৩১ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৮
শেষ ধাপে গাছের পাতার ফাঁকে খুঁজে খুঁজে মরিচ তুলছেন কিষানিরা। মিঠাপুকুর, রংপুর, ৩১ জুলাই।
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৮
চা-গাছের পাতায় বসে আছে ফড়িং। দলদলি চা-বাগান, সিলেট, ৩১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৮
বিক্রির জন্য মাটির তৈজসপত্র সাজিয়ে রাখছে এক শিশু। কিনব্রিজ এলাকা, সিলেট, ৩১ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৮
পানি বাড়তেই পদ্মা নদীতে দেখা দিয়েছে ভাঙন। বালুর বস্তা ফেললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী। ৩১ জুলাই
ছবি: এম রাশেদুল হক
১৫ / ১৮
ভ্যানে করে মাছের আড়তে বরফের টুকরা নিয়ে যাচ্ছেন চালক। প্রতিটি বরফের টুকরা ১৫০ থেকে ২৫০ টাকায় কিনে নিয়ে আসেন বরফকল থেকে। পোর্ট রোড, বরিশাল, ৩১ জুলাই
ছবি: সাইয়ান
১৬ / ১৮
ফুটপাতের স্ল্যাব চুরি হয়ে গেছে। একটু অসর্তকতার কারণে বড় বিপদ হতে পারে পথচারীদের। রাজশাহী কলেজের সামনে, ৩১ জুলাই
ছবি: শফিকুল ইসলাম
১৭ / ১৮
সোনালি আঁশ পাটের মৌসুম শুরু হয়ে গেছে। বিলের পানিতে জাগ দেওয়া পাট ধুয়ে রোদে দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। বোয়ালমারী, চাটমোহর, পাবনা, ৩১ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৮ / ১৮
দ্রুতগতির বাস-ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যানবাহনও চলছে। রাজাপুর, ঢাকা-পাবনা মহাসড়ক, পাবনা, ৩১ জুলাই
ছবি: হাসান মাহমুদ