মাঠ থেকে আলু তুলছেন কিষান–কিষানিরা। গয়নাকুড়ি গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২ মার্চছবি: সোয়েল রানা
২ / ১৪
জমি থেকে শর্ষে তোলা হয়েছে। এখন রোদে শুকিয়ে তা মাড়াইয়ে ব্যস্ত চাষিরা। রামজীবন এলাকা, রংপুর, ২ মার্চছবি: মঈনুল ইসলাম
৩ / ১৪
সিদল শুঁটকি তৈরির জন্য পুঁটি মাছ কাটছেন নারী শ্রমিকেরা। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কাজে তাঁরা মজুরি পান ২৫০ টাকা করে। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২ মার্চছবি: আবদুর রহমান ঢালী
৪ / ১৪
খানজাহান আলী সেতুর নিচ থেকে রূপসা মোড় পর্যন্ত শিপইয়ার্ড সড়কে দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে উন্নয়নকাজ। ধুলায় ভোগান্তিতে পড়তে হচ্ছে ওই সড়কে চলাচলকারীদের। লবণচরা বান্দাবাজার, খুলনা, ২ মার্চছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৪
ভোজ্যতেলের চাহিদা মেটাতে বগুড়ায় শর্ষের আবাদ বেড়েছে। প্রতি মণ শর্ষে পাইকারিতে হাটে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। উমরদীঘি হাট, শাজাহানপুর, বগুড়া, ২ মার্চছবি: সোয়েল রানা
৬ / ১৪
ধানের চারা তুলে বিক্রির জন্য হাটে নিয়ে যাচ্ছেন একজন। বালাচড়া এলাকা, রংপুর, ২ মার্চছবি: মঈনুল ইসলাম
৭ / ১৪
কাঠির মাথায় ফোম লাগিয়ে খালি ড্রাম থেকে পাম ও সয়াবিন তেল সংগ্রহ করছেন শ্রমিকেরা। এভাবে তাঁরা প্রতিটি ড্রাম পরিষ্কারের সময় ১০ থেকে ১৫ গ্রাম তেল সংগ্রহ করতে পারেন। বালুঘাট, বরিশাল, ২ মার্চছবি: সাইয়ান
৮ / ১৪
ধানখেতে সার ছিটানোর জন্য নাতিকে নিয়ে সড়কের পাশে বসে সারের মিশ্রণ বানাচ্ছেন কৃষক গোলাম হোসেন। গঙ্গাদাস এলাকা, রংপুর, ২ মার্চছবি: মঈনুল ইসলাম