একঝলক (৮ জুন ২০২৫)

১ / ৯
সুনামগঞ্জে গত দুই দিন ভারী বৃষ্টি না হওয়ায় নদী ও হাওরে পানি কমছে। নৌকায় করে নদী পার হচ্ছেন কয়েকজন। ইসলামপুর, সুনামগঞ্জ, ৮ জুন
ছবি: প্রথম আলো
২ / ৯
ঈদ উপলক্ষে কুড়িগ্রাম জেলা কারাগারের বন্দীদের দেখতে আসা স্বজনদের ফুল দিচ্ছে কারা কর্তৃপক্ষ। কুড়িগ্রাম, ৮ জুন
ছবি: প্রথম আলো
৩ / ৯
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সৈকত। যেখানে সেন্ট মার্টিনের চেহারা খুঁজে পান পর্যটকেরা। কক্সবাজার, ৮ জুন
ছবি: প্রথম আলো
৪ / ৯
ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের ভিড় আলুটিলা পর্যটনকেন্দ্রে। খাগড়াছড়ি, ৮ জুন
ছবি: জয়ন্তী দেওয়ান
৫ / ৯
রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম বাজারে বিক্রি শুরু হয়েছে। শুরুতে প্রতি মণ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকায়। সিটি বাজার, রংপুর, ৮ জুন
ছবি: মঈনুল ইসলাম
৬ / ৯
ঈদের দ্বিতীয় দিনে শিশুরা বেড়াতে এসেছে শহরের বিভিন্ন বিনোদনকেন্দ্রে। বিনোদনকেন্দ্রের সামনে খেলনার পসরা সাজানো দোকানে ছোট বোনকে খেলনা কিনে দিচ্ছে এই কিশোরী। হনুমানতলার চিড়িয়াখানা ও বিনোদনকেন্দ্র, রংপুর, ৮ জুন
ছবি: মঈনুল ইসলাম
৭ / ৯
ঈদ উৎসে কাপ্তাই হ্রদ ভ্রমণে পর্যটকেরা ইঞ্জিনচালিত নৌকায় চড়ে সুবলং ঝরনার উদ্দেশে যাত্রা। নির্বাণনগর এলাকা, রাঙামাটি, ৮ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ৯
ফ্যাশন ফুল। শোভাবর্ধন করেছে লতাপাতায়। কাটাছড়ি গ্রাম এলাকায় রাঙা দ্বীপ রিসোর্ট প্রাঙ্গণে, রাঙামাটি, ৮ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ৯
সড়কের ওপর কোরবানির পশুর চামড়া লবণ দিয়ে সংরক্ষণের কাজে ব্যস্ত সময় পার করছেন আড়তের শ্রমিকেরা। এতে সংকুচিত হয়ে পড়েছে সড়ক, সৃষ্টি হচ্ছে যানজট ও চলাচলের দুর্ভোগ। অন্যদিকে মৌসুমি ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে না পেরে হতাশ হয়ে সড়কের ওপর ফেলে অনেকেই বাড়ি চলে যান। আতুরার ডিপো এলাকা, চট্টগ্রাম, ৮ জুন
ছবি: জুয়েল শীল