একঝলক (১৩ অক্টোবর, ২০২৩)

১ / ৯
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও বজ্রপাতবিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হচ্ছে। ঈশান মেমোরিয়াল স্কুল চত্বর, ফরিদপুর, ১৩ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
২ / ৯
বাড়ির উঠানে বসে বাঁশ দিয়ে ঝুড়ি তৈরি করছেন এই নারী। প্রতিটি ঝুড়ি ৮০ টাকা দরে বিক্রি করেন দিনি। মল্লিকডাঙ্গি, ঈশান গোপালপুর, ফরিদপুর, ১২ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
৩ / ৯
ফুলের মধু আহরণে ব্যস্ত প্রজাপতি। আকন্দপাড়া গ্রাম, গাবতলী, বগুড়া, ১৩ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৪ / ৯
তিস্তার চরে ধান মাড়াই করছেন কিষানিরা। কলাগাছি, গঙ্গাচড়া উপজেলা, রংপুর, ১৩ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ৯
খেজুরের রস ফেরি করে বিক্রি করছেন তিনি। গজঘণ্টা, গঙ্গাচড়া উপজেলা, রংপুর, ১৩ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ৯
ভৈরব নদে মাছ ধরতে পেতে রাখা জাল টেনে তুলছেন মৎস্যজীবীরা। বড়বাজার, খুলনা, ১৩ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ৯
সাতসকালে বাড়ির আঙিনায় ধান সেদ্ধ করছেন এই গৃহিণী। মৈজদ্দিন মোল্যা, উজানচর পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৩ অক্টোবর
ছবি: এম রাশেদুল হক
৮ / ৯
খুলনা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে যন্ত্রসংগীত উৎসবে সরোদ বাজিয়ে দর্শক-শ্রোতাদের মনোরঞ্জন করছেন এই বাদ্যযন্ত্রশিল্পী। শিল্পকলা একাডেমি, খুলনা, ১৩ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ৯
শিকারের অপেক্ষায় বাঁশের ওপর বসেছে কানিবক। শ্রীরামপুর, দক্ষিণ সুরমা, সিলেট, ১৩ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ