একঝলক (৫ মার্চ ২০২৪)

১ / ১৮
পাবনার বেড়া উপজেলার চাকলা মোল্লাপাড়া গ্রামে বছর কয়েক আগে নিয়মিত বেশ কয়েকটি শকুন দেখা যেত। এখন কালেভদ্রে দুই-একটি শকুন দেখা যায়। বেড়া, পাবনা, ৫ মার্চ
ছবি: হাসান মাহমুদ
২ / ১৮
ডাইং কারখানায় রাসায়নিকসহ রং বহনে ব্যবহৃত পলিথিন ধোয়া হচ্ছে শীতলক্ষ্যা নদীতে। এতে দূষিত হচ্ছে নদীর পানি। হাজীগঞ্জ এলাকা, নারায়ণগঞ্জ, ৫ মার্চ
ছবি: দিনার মাহমুদ
৩ / ১৮
নিয়ম লঙ্ঘন করে এক্সপ্রেসওয়েতে উঠে পড়ছে তিন চাকার রিকশা ভ্যান। হাসামদিয়া এলাকা, ভাঙ্গা, ফরিদপুর, ৪ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৪ / ১৮
খেত থেকে মসুর তুলছেন কৃষক। আঠারোখাদা মাঠ, মাগুরা, ৫ মার্চ
ছবি: প্রথম আলো
৫ / ১৮
খেত থেকে মটরশুঁটি সংগ্রহ করছেন মা-মেয়ে। ভিতর পাড়া, সাপছড়ি, রাঙামাটি, ৫ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৮
কারখানায় মুড়ি তৈরির পর প্যাকেট করার বড় গামলায় তোলা হচ্ছে। প্রতি কেজি মুড়ি বিক্রি হয় ৫৫ টাকায়। মাহিগঞ্জ এলাকা, রংপুর, ৫ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৮
মৌসুম শেষের দিকে বরইয়ের দাম কমে গেছে। এতে হতাশ চাষিরা। সিটি বাজার, রংপুর, ৫ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৮
ডিঙিতে করে ডাব নেওয়া হচ্ছে শহরে বিক্রির জন্য। রিজার্ভ বাজার এলাকা, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ৫ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৮
বিক্রির জন্য গ্রাম থেকে শহরে আনা হয়েছে মরিচ ও বেগুন। সমতা ঘাট, রাঙামাটি, ৫ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৮
পবিত্র রমজান মাস সামনে রেখে জেলা-উপজেলার ব্যবসায়ীরা দোকানের জন্য মালামাল নিচ্ছেন খুলনার বড় বাজার থেকে। বড় বাজারের বলাকা ঘাট, খুলনা, ৫ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৮
২৬ মার্চ সামনে রেখে বাংলাদেশের জাতীয় পতাকা বানাচ্ছেন দরজি আবদুল মান্নান। বড় বাজারের তুলাপট্টি, খুলনা, ৫ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৮
খাবারের খোঁজে ঝোপের পাশে এক ইগল। নেওয়ারা এলাকা, কুমিল্লা, ৫ মার্চ
ছবি: এম সাদেক
১৩ / ১৮
বিকেলের হাটে বিক্রির জন্য টমেটো মাথায় করে চলেছেন এই কৃষক। টমেটো বিক্রি করে সেই টাকা দিয়ে অন্য সদাই কিনে বাড়ি ফিরবেন তিনি। হামচিয়াপুর, পাবনা, ৫ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৮
পড়ন্ত বিকেলে নানা বয়সের মানুষ আলু কুড়াতে এসেছেন। নীলকণ্ঠ এলাকা, রংপুর, ৫ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৮
মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার অবৈধ যান নসিমন-করিমন। গাছ টুকরো বোঝাই করে এভাবে চলাচলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কেশবনগর এলাকা, বাখুন্ডা, ফরিদপুর, ৫ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৮
নগরের মুক্তিযোদ্ধা পার্ক এবং এর সংলগ্ন এলাকায় কীর্তনখোলা নদীর তীরে সৌন্দর্যবর্ধন ও দর্শনার্থীদের হাঁটার জন্য রাস্তাসহ বসার জায়গা করা হয়েছিল। কিন্তু আশপাশে বসবাসকারীরা দোকানসহ নানা ধরনের আসবাবপত্র রেখে দখল করে রেখেছে। মুক্তিযোদ্ধা পার্ক এলাকা, বরিশাল, ৫ মার্চ
ছবি: সাইয়ান
১৭ / ১৮
খেত থেকে খেসারি ডালের গাছ তুলে এনে বাড়ির পাশে বাগানে বসে এর কাঁচা দানা খাচ্ছে তিন শিশু। গেইন্দা এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ৫ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৮ / ১৮
বরিশাল নগরের ঐতিহ্যবাহী ভাটার খালের দুই পাশ দখল আর দূষণের কারণে অস্তিত্বসংকটে পড়েছে। খালটি এখন নালায় পরিণত হয়েছে। খালটি সরু হয়ে যাওয়ায় বর্ষায় জলাবদ্ধতার পানি নদীতে নামতে বাধাগ্রস্ত হয়। ডিসি ঘাট এলাকা, বরিশাল, ৫ মার্চ
ছবি: সাইয়ান