শীতে গরম কাপড়ের চাহিদা থাকে। পছন্দের গরম পোশাক কিনছেন কয়েকজন। বন্দরবাজার, সিলেট, ২০ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
৫ / ১৩
শীতের সকালে দেখা মিলেছে বালিহাঁসের। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ জানুয়ারিছবি: শহীদুল ইসলাম
৬ / ১৩
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বিতরণ করা কম্বল নিয়ে বাড়ি ফিরছেন শীতার্ত মানুষেরা। প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্র, শ্যামনগর, সাতক্ষীরা, ২০ জানুয়ারিছবি: প্রথম আলো
৭ / ১৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ৩২তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি। জাম্বুরিতে যোগ দিয়ে স্কাউটরা তাদের তাঁবু সাজানোর কাজে ব্যস্ত। ১৯ জানুয়ারিছবি: মাসুদ রানা
৮ / ১৩
বাইকারদের নিরাপদে রাইড করা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সিলেট বাইকিং কমিউনিটির আয়োজনে সারা দেশের বাইকারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাম্পিং ফ্যাস্ট সিজন টু’। বিষামনী এলাকা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২০ জানুয়ারিছবি: শিমুল তরফদার
৯ / ১৩
সিলেট নগরের সুবিদবাজার এলাকায় ব্লু-বার্ড স্কুল মাঠে সাংস্কৃতিক সংগঠন শ্রুতির আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। বিভিন্ন স্টল থেকে পছন্দের পিঠা কেনেন দর্শনার্থীরা। ২০ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১০ / ১৩
রংপুর নগরের ৩১ নম্বর ওয়ার্ডে পানবাড়ি এলাকায় ঘাঘট নদে দুই পাড়ে খুঁটি বসিয়ে দড়ি টানানো হয়েছে। সেই দড়ি ধরে ধরে মাঝি নৌকায় পারাপার করেন কয়েক গ্রামের মানুষদের। এসব মানুষের সহজে এপার থেকে ওপারে যাওয়ার সহজ উপায় এই একটিমাত্র নৌকা। কেউ যদি নৌকায় যেতে না চান, তাহলে তাঁকে নগরের ভুরারঘাট কিংবা দর্শনা এলাকা দিয়ে প্রায় তিন কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হবে। ২০ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১১ / ১৩
বগুড়ায় গুণীজন ও শিল্পী মহাসমাবেশ উপলক্ষে বসেছে দুই দিনব্যাপী তারকা মেলা। সেখানে নেচে–গেয়ে উৎসব করেন শিল্পীরা। শহীদ টিটু মিলনায়তন চত্বর, বগুড়া, ২০ জানুয়ারিছবি: সোয়েল রানা
১২ / ১৩
খাবারের খোঁজে বোরো ধানখেতে একঝাঁক হটটিটি পাখি। ছোট ছোট দলে পাখিগুলো ঘুরে বেড়ায়। আমরুল গ্রামের মাঠ, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২০ জানুয়ারিছবি: সোয়েল রানা
১৩ / ১৩
শিখো- প্রথম আলো জিপিএ–৫ কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদ হাতে শিক্ষার্থীরা। বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল ও কলেজ মাঠ, কক্সবাজার, ২০ জানুয়ারিছবি: জুয়েল শীল