যান্ত্রিক গোলযোগ হওয়ায় মহাসড়কের পাশ ধরে ধীরে চলছিল চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মাল্টাবাহী ট্রাকটি। পথে পেছন থেকে আসা কনটেইনারবাহী দ্রুতগতির লরির ধাক্কায় সড়ক বিভাজকের ওপর ছিটকে পড়ে সেটি। এতে ট্রাকটির চালক ও তাঁর সহকারী অক্ষত থাকলেও গুরুতর আহত হন লরির চালক মোহাম্মদ আলী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সোনাপাহাড়, মিরসরাই, চট্টগ্রাম, ২৭ জুলাইছবি: ইকবাল হোসেন