দখল, দূষণ আর ময়লা-আবর্জনায় ভরাট হয়ে অস্তিত্ব–সংকটে কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল। খালটিকে রক্ষায় বিভিন্ন প্রকল্প হাতে নিলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। প্রতিনিয়ত প্লাস্টিক–জাতীয় দ্রব্যের কারণে খালটি আজ মৃত। দরগাবাড়ি, কালীগঞ্জ, কেরানীগঞ্জ, ২৯ নভেম্বরছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১০
রাজধানীর বাতাসে প্রচুর ধুলার কারণে সৃষ্টি হয়েছ অস্বাস্থ্যকর পরিবেশ। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা, ২৯ নভেম্বরছবি: সাজিদ হোসেন
৩ / ১০
পলিথিন নিষিদ্ধ করে পাটপণ্য ব্যবহারে জনসাধারণকে উৎসাহিত করতে পাটের পোশাক পরে ব্যক্তি উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি পালন করছেন শ্রমিক আব্দুল মালেক ও সুমা আক্তার। তোপখানা রোড, ২৯ নভেম্বরছবি: দীপু মালাকার
৪ / ১০
আলু চাষের জন্য অন্যের জমি তৈরিতে মই দিচ্ছেন মহিউদ্দিন বিশ্বাস। দুটি গরু ও মই তাঁর। ছয় বিঘা জমি মই দিলে মহিউদ্দিন মজুরি পাবেন ১ হাজার ২০০ টাকা। তেঁতুলিয়া, তালা উপজেলা, সাতক্ষীরা, ২৯ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
৫ / ১০
আমন ধান কাটা শেষে জমি থেকে নিয়ে ফিরছেন এক শ্রমিক। দৈনিক পাঁচ ঘণ্টা এ কাজ করে তিনি মজুরি পান ২০০ টাকা। কাঁচিকাটা, তালা উপজেলা, সাতক্ষীরা, ২৯ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
৬ / ১০
পাকা ধান কেটে গর্তে সঞ্চয় করেছে ইঁদুর। সেই ইঁদুরের গর্ত খুঁড়ে ধান বের করছে এই কিশোরের দল। শহরতলির যাদবপুর এলাকা, রংপুর। ২৯ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
৭ / ১০
নদ-নদী, খাল-বিলের পানি কমায় সেখানে ধরা পড়া পুঁটি ও অন্যান্য মাছ দিয়ে তৈরি করা হচ্ছে শুঁটকি। অস্থায়ী চাতাল বানিয়ে শুকাতে দেওয়া হয়েছে এসব মাছ। শুকানো শেষে সৈয়দপুর আড়তের মাধ্যমে এসব শুঁটকি রপ্তানি করা হবে ভারতে। মসজিদপাড়া, সুজানগর, পাবনা, ২৯ নভেম্বরছবি: হাসান মাহমুদ
৮ / ১০
আমন ধানমাড়াইয়ের পর ডালায় বাতাস লাগিয়ে খড়খুটো পরিষ্কার করছেন এক পাহাড়ি চাষি। বোদিপুর গ্রাম, রাঙামাটি, ২৯ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১০
শামুকখোল পাখি দল বেঁধে কাপ্তাই হ্রদে খাদ্যের খোঁজে আসতে শুরু করেছে শীত মৌসুমে। কাবুক্কে গ্রাম, রাঙামাটি, ২৯ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১০
তেলের ড্রামসহ বিভিন্ন পণ্যভর্তি ইঞ্জিনবোট। রাঙামাটি শহর থেকে জুড়াছড়ি, বরকল, লংগদু, বাঘাইছড়ি উপজেলায় মালামাল বহনের মাধ্যম নৌপথে। বরকল উপজেলার সুবলং শিলার এলাকা, রাঙামাটি, ২৯ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা