একঝলক (১৭ অক্টোবর, ২০২২)

১ / ১৬
খাবারের খোঁজে এগাছে-ওগাছে ঘুরে ফিরছে চঞ্চল হলদে পাখিটি। দারোগার ভিটা, বটিয়াঘাটা, খুলনা, ১৭ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৬
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হচ্ছেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। কালেক্টরেট প্রিপারেটরি স্কুল কেন্দ্র, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ১৭ অক্টোবর
ছবি: দিনার মাহমুদ
৩ / ১৬
আবারও শুরু হয়েছে টিসিবির পণ্য বিতরণ। ন্যায্যমূল্যে টিসিবির পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন। লালমাটিয়া, মোহাম্মদপুর, ১৭ অক্টোবর
ছবি : সাজিদ হোসেন
৪ / ১৬
বজ্রপাত থেকে রক্ষা পেতে সড়কের পাশে তালবীজ রোপণ করছেন টিফিনের টাকায় পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা। বরকোটা, দাউদকান্দি, কুমিল্লা,১৭ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ১৬
জেলা পরিষদ নির্বাচনে ভোট নির্বাচন কমিশনে বসে পর্যবেক্ষণ করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কর্মকর্তারা। নির্বাচন কমিশন ভবন, আগারগাঁও, ১৭ অক্টোবর
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১৬
পিলারের ওপর বসে তীক্ষ্ণ দৃষ্টিতে শিকারের অপেক্ষায় আছে মাছরাঙা। দিশাবন্দ, কুমিল্লা, ১৭ অক্টোবর
ছবি: এম সাদেক
৭ / ১৬
জেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। উপজেলা কার্যালয়, বরুড়া, কুমিল্লা, ১৭ অক্টোবর
ছবি: এম সাদেক
৮ / ১৬
শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন করতে প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের আয়োজনে মাদকবিরোধী সভায় মাদককে না বলছে শিক্ষার্থীরা। কমার্স কলেজ, নতুন বাজার, ময়মনসিংহ, ১৭ অক্টোবর
ছবি: আনোয়ার হোসেন
৯ / ১৬
বটফল খাচ্ছে কাঠঠোকরা। শব্দলদীঘি গ্রাম, শিবগঞ্জ, বগুড়া, ১৭ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১০ / ১৬
শোলমারী নদীতে জাল টেনে মাছ ধরছেন মৎস্যশিকারি। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ১৭ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৬
বিলের কচুরিপানায় নেমেছে একটি মহিষ। সেখানে খাবার খোঁজে এসে বসেছে একটি বক। বুড়িকান্দা, সরারচর, বাজিতপুর, কিশোরগঞ্জ, ১৭ অক্টোবর
ছবি: তাফসিলুল আজিজ
১২ / ১৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলে আসন বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এক শিক্ষার্থীর অবস্থান ধর্মঘট। ময়মনসিংহ, ১৭ অক্টোবর
ছবি: প্রথম আলো।
১৩ / ১৬
ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে আখড়াবাড়িতে ভক্ত-অনুরাগীদের ভিড়। কুষ্টিয়া, ১৭ অক্টোবর
ছবি: তৌহিদী হাসান
১৪ / ১৬
জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ফলাফল কারচুপির অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করেন এক প্রার্থীর সমর্থকেরা। অবরোধের একপর্যায়ে গাড়ি ভাঙচুর করা হয়। জিলা স্কুল, কুষ্টিয়া, ১৭ অক্টোবর
ছবি: তৌহিদী হাসান
১৫ / ১৬
আসতে শুরু করেছে শীতের পরিযায়ী পাখিরা। পদ্মাপাড়, চর আশুতোষপুর, দোগাছি, পাবনা, ১৭ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১৬ / ১৬
ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে নেওয়া বই পড়া শেষ। সেটি ফেরত দিয়ে নতুন বই নিতে এসেছে শিক্ষার্থীরা। বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের আওতায় সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন জায়গায় পাঠকদের মাঝে বই বিতরণ করা হয়। খামারপাড়া, শ্রীপুর, মাগুরা, ১৭ অক্টোবর
ছবি: কাজী আশিক রহমান।