একঝলক (১৪ নভেম্বর ২০২৩)

১ / ১৮
ছোট্ট বোনটিকে সাইকেল চালানো শেখাচ্ছে বড় বোন। পালিচড়া, রংপুর, ১৪ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৮
রংপুরে হেমন্তের মাঝামাঝি এ সময়ে বেশ ঠান্ডা। শিশুদের গরম কাপড় বিক্রির জন্য সাইকেল নিয়ে বেরিয়েছেন এই বিক্রেতা। ঘুড়িখাল, রংপুর, ১৪ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতিতে আসা এক কাভার্ড ভ্যান একটি পিকআপ ও দুটি অটোরিকশাকে দুমড়েমুচড়ে দেয়। এতে পিকআপটির চালক ও এক অটোরিকশাচালক ঘটনাস্থলেই নিহত হন। সুফিয়া রাস্তার মাথা, মিরসরাই, ১৪ নভেম্বর
ছবি: ইকবাল হোসেন
৪ / ১৮
পদ্মা নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। দৌলতদিয়া ঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৪ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক
৫ / ১৮
বরিশালের বাকেরগঞ্জ থেকে কাভার্ড ভ্যানে খুলনায় এসেছে মাটির তৈরি ব্যাংক, মশার কয়েলের পাত্রসহ বিভিন্ন পাত্র। এগুলো খুলনাসহ আশপাশের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা কিনে নিয়ে যাবেন। ৬ নম্বর ঘাট এলাকা, খুলনা শহর, ১৪ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৮
ভৈরব নদের তীরে মাছ ধরছেন এক জেলে। মাছ আটকে গেলে জাল তুলে ফেলবেন তিনি। ৬ নম্বর ঘাট এলাকা, খুলনা শহর, ১৪ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৮
শুকনা মৌসুমে ইটভাটায় তৈরি হচ্ছে ইট। বছরের এ সময়ে ইটভাটাগুলোয় কর্মব্যস্ত হয়ে পড়েন শ্রমিকেরা। প্রথম ধাপে কাঁচা ইট রোদে শুকাতে দেওয়া হয়েছে। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১৪ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৮
আমন ধান পেকেছে। সেই ধান কেটে নিয়ে বাড়িতে ফিরছেন এক ব্যক্তি। মিত্রীমহল, গোয়াইনঘাট, সিলেট, ১৪ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৮
খেত থেকে লালশাক তুলছেন শাহজাহান সিরাজ। কৃষ্ণপুর, কুমিল্লা, ১৪ নভেম্বর
ছবি: এম সাদেক
১০ / ১৮
শীত আসার সঙ্গে বাড়ছে মশার উপদ্রব। নগরের আনাচকানাচে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাচ্ছেন সিটি করপোরেশনের এক কর্মী। টাউন হল, কুমিল্লা, ১৪ নভেম্বর
ছবি: এম সাদেক
১১ / ১৮
ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে নতুন বেতনকাঠামোর দাবিতে মিরপুর-১৩ ও ১৪ নম্বর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। মিরপুর, ঢাকা, ১৪ নভেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
১২ / ১৮
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে এরই মধ্যে কুমিল্লায় নতুন স্বচ্ছ ব্যালট বাক্স চলে এসেছে। ছোটরা নির্বাচন অফিস, কুমিল্লা, ১৮ নভেম্বর
ছবি: এম সাদেক
১৩ / ১৮
শীতকালে নতুন চালে তৈরি হবে নানা ধরনের পিঠা। তাই এ সময় পিঠা তৈরির মাটির তৈজসপত্রের চাহিদা বাড়ে। বড়ব্রিজ, পৈলানপুর, পাবনা, ১৪ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৮
খেত থেকে কেটে আনা আমন ধান বাড়ির উঠানে মাড়াই করছেন দুই কৃষক। আদমপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ১৪ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৮
গ্রামে জ্বালানি হিসেবে পাটকাঠির বেশ চাহিদা। পাটকাঠি রোদে শুকিয়ে মাচায় তুলে রাখছেন দুই গৃহবধূ। মদনখালী, ডিগ্রিচর, ফরিদপুর, ১৪ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৮
আউশ ধান কাটা ও মাড়াই শেষে রোদে শুকাচ্ছেন এক কিষানি। হেডম্যান পাড়া, কুতুক ছড়ি, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ১৮
হ্রদ থেকে মুলিবাঁশ তুলে ডাঙায় আনছেন শ্রমিকেরা। বাজারঘাট, কুদুক ছড়ি, রাঙামাটি, ১৪ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ১৮
বাড়িতে ধান মজুত করে রাখার জন্য দরকার পড়ে ডোলের। বাঁশ দিয়ে তৈরি ডোল বিক্রির আশায় হাটে নিয়ে যাচ্ছেন কারিগর উত্তম মালো। আকারভেদে প্রতিটি ডোল ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করবেন তিনি। পসরা, কৈজুরী, ফরিদপুর, ১৩ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান