শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধসহ ছয় দফা দাবিতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থালাবাসন হাতে নিয়ে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেন শ্রমিকেরা। এতে খুলনার আটরা ও মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলে বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, এ্যাজাক্স, আফিল, জুট স্পিনার্স ও হুগলী বিস্কুট কোম্পানির শ্রমিকের অংশ নেন। খুলনা, ১৩ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন