একঝলক (১৩ নভেম্বর, ২০২২)

১ / ১৪
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড হয়েছে। শীত মৌসুম শুরু হলেও হাসপাতালগুলোয় প্রতিদিন নতুন নতুন রোগী আসছে। ঢাকা শিশু হাসপাতাল, ১৩ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন
২ / ১৪
এক সপ্তাহ পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হবে। এ উপলক্ষে ফুটবলপ্রেমিকেরা নিজ নিজ পছন্দের দেশগুলোর পতাকা টাঙিয়ে রেখেছেন হলের করিডরে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৩ নভেম্বর
ছবি : সাজিদ হোসেন
৩ / ১৪
জাতীয় সংসদে হিজড়া ও ট্রান্সজেন্ডারদের সংরক্ষিত আসনের দাবিতে ‘সুস্থ জীবন’-এর আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় মানববন্ধন করা হয়। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৩ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন
৪ / ১৪
গ্রামাঞ্চলে আমন ধান কাটা শুরু হয়েছে। খেতের ধান কেটে সড়কের পাশে জড়ো করেছিলেন কৃষকেরা। বাড়ি নিতে ধানের আঁটি নছিমনে তুলছেন তাঁরা। কবিরপুর, ফরিদপুর, ১৩ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৫ / ১৪
বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকীতে তাঁর জন্মভূমিতে লাঠিখেলার আয়োজন করা হয়। কুষ্টিয়া, ১৩ নভেম্বর
ছবি: প্রথম আলো
৬ / ১৪
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করা হয়। এ উপলক্ষে নুহাশপল্লীতে দিনভর ছিল নানা আয়োজন। গাজীপুর, ১৩ নভেম্বর
ছবি: প্রথম আলো
৭ / ১৪
সমুদ্রপথে কানাডা থেকে মিউরেট অব পটাশ (এমওপি) সার নিয়ে এসেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। জাহাজে আসা সার বস্তায় ভরছেন শ্রমিকেরা। প্রতি ৫০ কেজি সার মোড়কজাত করলে শ্রমিকেরা মজুরি পাবেন ১ টাকা ৬০ পয়সা। ৫ নং ঘাট, খুলনা, ১৩ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৪
শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধসহ ছয় দফা দাবিতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থালাবাসন হাতে নিয়ে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেন শ্রমিকেরা। এতে খুলনার আটরা ও মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলে বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, এ্যাজাক্স, আফিল, জুট স্পিনার্স ও হুগলী বিস্কুট কোম্পানির শ্রমিকের অংশ নেন। খুলনা, ১৩ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৪
খেতের ধান কাটতে কাটতে দুপুর হয়ে গেছে। তাই মাঠে বসেই দুপুরের খাবার খাচ্ছেন কৃষিশ্রমিকেরা। পানবাড়ি, রংপুর, ১৩ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৪
সাইকেলের টায়ার নিয়ে খেলায় মেতেছে তিন শিশু। পানবাড়ি, রংপুর, ১৩ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৪
স মিলের লাকড়ি মাপার জন্য পথের ধারে টাঙিয়ে রাখা হয়েছে দাঁড়িপাল্লা। বিদ্যালয়ে যাওয়ার পথে সেই পাল্লায় শিক্ষার্থীরা ওজন মাপার খেলায় মেতে ওঠে। গোসাইবাড়ী, ধুনট, বগুড়া, ১৩ নভেম্বর
ছবি: সোয়েল রানা
১২ / ১৪
ধানের ফলন ভালো হওয়ায় বেশ খুশি শাহারউদ্দীন। তালুক তামপাট, রংপুর, ১৩ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৪
২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। সমাবেশ উপলক্ষে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেন জেলা বিএনপির নেত্রীরা। রাজগঞ্জ, কুমিল্লা, ১৩ নভেম্বর
ছবি: এম সাদেক
১৪ / ১৪
মুলা, আলু, বেগুন, শিমসহ শীতকালীন সবজিখেতের আগাছা পরিষ্কার করার কাজে ব্যস্ত পাহাড়ি কিষানি। কুতুকছড়ি, রাঙামাটি, ১৩ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা