একঝলক (১২ ফেব্রুয়ারি, ২০২৩)

১ / ১৮
করতোয়া নদীর ওপর নির্মিত চেলোপাড়া রেলসেতু। ঝুঁকি নিয়ে মানুষ সেতুটি পারাপার হচ্ছেন মানুষ। চেলোপাড়া রেলসেতু, বগুড়া শহর, ১২ ফেব্রুয়ারি।
ছবি: সোয়েল রানা
২ / ১৮
যশোরের ফুলের রাজ্যখ্যাত গদখালীর ফুলবাজারে চলছে পাইকারি ফুল বিকিকিনি। ট্রাকে করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। গদখালী, ঝিকরগাছা, যশোর, ১২ ফেব্রুয়ারি।
ছবি: মনিরুল ইসলাম
৩ / ১৮
ভোর থেকে ঘন কুয়াশা চারদিকে। সকাল সাড়ে নয়টাতেও কুয়াশার দাপট কমেনি। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। রণতিথা এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১২ ফেব্রুয়ারি।
ছবি: সাজেদুল আলম
৪ / ১৮
শিকারের বিরতি দিয়ে পাতাঝরা গাছের ডালে বসে আছে চিল। কালীঘাট এলাকা, সিলেট, ১২ ফেব্রুয়ারি।
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৮
পোকামাকড় প্রধান খাদ্য ফিঙে পাখির। খাবার শিকারের সময় খুনসুটিতে মেতেছে দুই ফিঙে। শেখঘাট, সিলেট, ১২ ফেব্রুয়ারি।
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৮
সিলেটের সুরমা নদীর বিভিন্ন স্থানে এখন হাঁটুপানি। হাঁটুপানিতে নেমে জাল ফেলে মাছ ধরছেন মানুষজন। কাজীরবাজার এলাকা, সিলেট, ১২ ফেব্রুয়ারি।
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৮
বাগেরহাটে অনুষ্ঠিত শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা অনুষ্ঠান। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বাগেরহাট শিল্পকলা একাডেমি, ১২ ফেব্রুয়ারি।
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৮
বোরো আবাদের জন্য জমি চাষ দেওয়ার সময় মাটি থেকে পোকামাকড় বের হয়ে আসে। সেখানে খাবারের সন্ধানে বকের সারি। কয়রা, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ১২ ফেব্রুয়ারি।
ছবি: আব্দুল মোমিন
৯ / ১৮
রাঙামাটির বিসিক কার্যালয় প্রাঙ্গণে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ মেলা উদ্বোধন করা হয়। মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক, অলংকার, খাদ্যপণ্য, চাষের মধুসহ বিভিন্ন পণ্য রয়েছে। ১২ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৮
সড়কের মাঝে গাড়ির গতি কমিয়ে যাত্রী তোলা হচ্ছে। এতে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। ফলে সামান্য অসচেতনতা থেকে ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ১২ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
১১ / ১৮
পাইকারি বিক্রেতারা চাষিদের কাছ থেকে প্রতি কেজি মুলা কিনেছেন ১০ টাকায়। সেগুলো ঢাকায় নিয়ে বিক্রির জন্য বাছাই করা হচ্ছে। মোলংহাট, মিঠাপুকুর, রংপুর, ১২ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৮
ধীরগতিতে চলছে রংপুর-ঢাকা চার লেন সড়কের নির্মাণকাজ। সড়কের মাঝখানে খুঁড়ে রাখা স্থানে তাই ফুটবল খেলায় মেতেছে কিশোর-তরুণেরা। পায়রাবন্দ এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১২ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৮
উপজেলা প্রশাসনের আয়োজনে কিশোর-কিশোরী সম্মেলনে মণিপুরি নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। শ্রীমঙ্গলের উপজেলা পরিষদ মাঠ, মৌলভীবাজার, ১২ ফেব্রুয়ারি
ছবি: শিমুল তরফদার
১৪ / ১৮
এক দিন বাদেই শীতকালের বিদায়। আসছে বসন্ত। তবে মাঘের শেষেও দেখা মিলছে কুয়াশার। কুয়াশার মধ্যে রেললাইনের পথ ধরে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। জহিরপুর, পাবনা, ১২ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৮
চর পড়েছে গোমতী নদীতে। সেই চরে বসে বড়শি দিয়ে মাছ শিকার করছেন শৌখিন মৎস্যশিকারিরা। জালুয়াপাড়া, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ১২ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
১৬ / ১৮
মাঘের শেষে চারদিকে বসন্তের আগমনী বার্তা। তবে রোববার হঠাৎ দেখা মিলেছে ঘন কুয়াশার। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত থাকা কুয়াশার মধ্যে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঢাকা-পাবনা মহাসড়ক, জালালপুর, পাবনা, ১২ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৭ / ১৮
বাগেরহাটে অনুষ্ঠিত শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠান। শিল্পকলা একাডেমি, বাগেরহাট, ১২ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৮ / ১৮
ভোর থেকেই সুলভমূল্যে ওএমএসের চাল কিনতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় আছেন তাঁরা। সরবরাহ-স্বল্পতার কারণে অনেকেই ভিড় জমান আগেভাগে। শোভারামপুর, সদর উপজেলা, ফরিদপুর, ১২ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান