এক ঝলক (২৭ এপ্রিল, ২০২৩)

১ / ১৬
তপ্ত রোদে ধান মাড়াই করতে করতে হাপিয়ে ওঠা কৃষক পানিতে তৃষ্ণা মেটাচ্ছেন। রায়েরমহল, খুলনা, ২৭ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৬
রোদে বোরো ধান শুকানোর কাজ করছেন ইউসুফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়া ইউসুফ ঈদের ছুটিতে বাড়িতে এসে ধান শুকানোর কাজ করছেন। চহঠা এলাকা, বরিশাল নগর, ২৭ এপ্রিল
ছবি: সাইয়ান
৩ / ১৬
মোটরসাইকেলের পেছনে বসে শিশুর খেলনা বেলুন নিয়ে চলেছেন এক নারী। সাচিবুনিয়া, খুলনা, ২৭ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৬
তিস্তার চরের লাউ এখন বীজ করতে জাগ দিচ্ছেন চাষি বাবলু মিয়া। লাউয়ের এই বীজ বিক্রি করবেন প্রতি মণ ১২ হাজার থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত। ছালাপাক এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৭ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৬
গরমে আইসক্রিমের চাহিদা বেড়ে যায়। বিশেষ করে শিশুরা তৃষ্ণা মেটাতে খুব পছন্দ করে এই আইসক্রিম। তাই আইসক্রিমওয়ালা এলে পেছনে দৌড়ে নাগাল ধরে আইসক্রিম নিচ্ছে। গাওসিয়া এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৭ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৬
গ্রামীণ মাঠে বোরো ধান কাটছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী ও পুরুষেরা। দিনমান ধান কাটার কাজ করে প্রত্যেক নারী মজুরি পাবেন ৭০০ টাকা। সুকানগাড়ি, শেরপুর, বগুড়া, ২৭ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৭ / ১৬
ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। বাসের অপেক্ষায় আছে যাত্রীরা। এ সময় পরিবারের সবার ব্যাগ পাহারায় বসে আছে শিশুটি। ধুনট মোড়, শেরপুর, বগুড়া, ২৭ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৮ / ১৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকের মধ্যে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের ফুলগাছ। ফুলগাছের মধ্যে অন্যতম সোনালু ফুল। হলুদ রঙের ফুলের সৌন্দর্য বিভিন্ন যানবাহনের যাত্রীদের দৃষ্টি কেড়ে নিচ্ছে। জাগুরজুলি এলাকা, কুমিল্লা, ২৬ এপ্রিল
ছবি: এম সাদেক
৯ / ১৬
ঘুণ যাতে না ধরে, সে জন্য বাঁশ পানিতে দীর্ঘদিন ভিজিয়ে রাখা হয়। তারপর তা পাতলা চটা আকারে কেটে তৈরি করা হয় চাটাই। সারা বছরই এই বাঁশের চাটাইয়ের চাহিদা রয়েছে। পোস্ট অফিস মোড়, ঈশ্বরদী, পাবনা, ২৭ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
১০ / ১৬
বৈশাখের প্রখর রোদের মধ্যে মাথায় মাথাল দিয়ে বাগান থেকে চা-পাতা তুলছেন এক নারী। লাক্কাতুরা চা-বাগান, সিলেট, ২৭ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৬
গাছের ডালে পাতা নেই বললেই চলে। তবে ফাঁকা ডালগুলো ভরে আছে শামুকখোল পাখিদের ঝাঁকে। জলাশয়ের পাশে এদের দেখা যায় বেশি আর আবাস গড়ে গাছের উঁচু ডালে। শামুকখোলের প্রধান খাবার শামুক। এ ছাড়া এরা ঝিনুক, মাছ, কাঁকড়া, ছোট জলচর প্রাণী, ব্যাঙ ইত্যাদিও খেয়ে থাকে। আলহাজ মোড়, ঈশ্বরদী, পাবনা, ২৭ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৬
ঘাঘট নদে মাছ ধরে বাড়ি ফিরছে এই কিশোরের দল। পানবাড়ি, রংপুর, ২৭ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৬
ইটভাটায় কাজ করছেন এক শ্রমিক। শেখেরকোলা গ্রাম, বগুড়া, ২৭ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৪ / ১৬
গাছে গাছে পাকতে শুরু করেছে রসাল লিচু। শালিকেরও নজর লিচুর দিকে। মেহেরচণ্ডী বিশ্ববিদ্যালয় কবরস্থান, রাজশাহী, ২৭ এপ্রিল
ছবি: শহীদুল ইসলাম
১৫ / ১৬
চট্টগ্রাম সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল কম। আজ বেলা সাড়ে ১১টা, চট্টগ্রাম, ২৭ এপ্রিল
ছবি: জুয়েল শীল
১৬ / ১৬
ঈদের ছুটির পর ঢাকা এখনো কর্মব্যস্ততাপূর্ণ চেহারায় ফেরেনি। রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিলে অন্যান্য সময় সারা দিন যানবাহন ও মানুষের ভিড় লেগে থাকে। কিন্তু এখন সেখানে হাতে গোনা কিছু যানবাহন ও মানুষ চোখে পড়ে। শাপলা চত্বর, মতিঝিল, ঢাকা, ২৭ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ