একঝলক (৮ ডিসেম্বর ২০২৫)

১ / ৮
বুনো ফুলে উড়ে এসে বসেছে বাহারি রঙের প্রজাপতি। ভুয়ো আদাম, রাঙামাটি, ৮ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ৮
শীতে জবুথবু বানর। ভোরের মিঠে রোদের অপেক্ষায়। জারুলছড়ি, রাঙামাটি, ৮ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ৮
আলু রোপণের জমি প্রস্তুত করা হচ্ছে। করমজাপাড়া, কাহালু, বগুড়া, ৮ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ৮
গাছের ডালে বসে আছে কাঠশালিক পাখিটি। বলাবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ৮ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ৮
খালে জাল ফেলে মাছ ধরছেন এক জেলে। আউসখালী, খুলনা, ৮ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ৮
বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী সামনে রেখে তাঁর ভাস্কর্য পরিষ্কার করা হচ্ছে। বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র, পায়রাবন্দ, রংপুর, ৮ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ৮
বার্ষিক পরীক্ষার খাতায় ছবি আঁকছে এক শিশুশিক্ষার্থী। ইউনিভার্স একাডেমি, ধানগড়া, সিরাজগঞ্জ, ৮ ডিসেম্বর
ছবি: সাজেদুল আলম
৮ / ৮
রোদে শুকাতে দেওয়া ধান নেড়ে দেওয়ার কাজে ব্যস্ত দুই নারী। সাচিবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ৮ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন