খেত থেকে বরবটি তুলছেন এক কৃষক দম্পতি। পাইকারিতে প্রতি কেজি বরবটি ৩৬ টাকায় বিক্রি করেন তাঁরা। বলদিপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২১ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
২ / ১৯
দল বেঁধে পাশের গ্রামে গিয়েছিলেন ফুটবল খেলতে। খেলা শেষে রিকশাভ্যানে এভাবেই গাদাগাদি করে নিজ গ্রামে ফিরছেন একদল তরুণ। একদন্ত-গয়েশপুর সড়ক, পাবনা, ২১ অক্টোবরছবি: হাসান মাহমুদ
৩ / ১৯
কাগজের শিট রোদে শুকাচ্ছেন এক নারী শ্রমিক। পুরোনো কাগজের বাক্স দিয়ে তৈরি এ শিট জুতা, মিষ্টির বাক্স ইত্যাদি বানাতে ব্যবহৃত হয়। খালিশপুর, খুলনা, ২১ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৯
মাছ রাখার জন্য বাঁশ দিয়ে খলুই বানাচ্ছেন এই ব্যক্তি। শালাইপুর, গয়েশপুর, পাবনা, ২১ অক্টোবরছবি: হাসান মাহমুদ
৫ / ১৯
সূর্য ডুবেছে খানিক আগে। সাঁঝবেলার মায়াবী নীলাভ আলোয় মাছ শিকারে ব্যস্ত জেলেরা। সন্ধ্যা থেকে সারা রাত তাঁরা মাছ ধরে থাকেন। গাজনার বিল, পাবনা, ২০ অক্টোবরছবি: হাসান মাহমুদ
৬ / ১৯
খেতের পাশের ডোবায় জাল দিয়ে মাছ ধরছে শিশুরা। বরকোটা, দাউদকান্দি, কুমিল্লা, ২১ অক্টোবরছবি: আবদুর রহমান ঢালী
৭ / ১৯
বীজ করার জন্য খেতের বড় চাল কুমড়াটি রেখে দিয়েছেন গৃহবধূ ফেরদৌসী বেগম। ভারী হয়ে যাতে ছিঁড়ে না পড়ে, এ জন্য কুমড়াটি বেঁধে রাখছেন তিনি। শোলাকুণ্ড, কানাইপুর, ফরিদপুর, ২০ অক্টোবরছবি: আলীমুজ্জামান
সদ্য রোপণ করা বেগুনের চারায় পানি দিচ্ছেন এক কিষানি। তরফসরতাজ গ্রাম, গাবতলী, বগুড়া, ২১ অক্টোবরছবি: সোয়েল রানা
১০ / ১৯
খেত থেকে পুঁইশাক তুলে বিক্রির জন্য আঁটি বাঁধছেন কৃষক-কিষানি। জানকি ধাপেরহাট এলাকা, রংপুর, ২১ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১১ / ১৯
বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। সপ্তমীর সকালে দেবী দুর্গাকে অঞ্জলি দিচ্ছেন ভক্তরা। রামকৃষ্ণ মিশন, সিলেট, ২১ অক্টোবরছবি: আনিস মাহমুদ
১২ / ১৯
প্লাস্টিকের তৈরি গৃহস্থালি জিনিসপত্র নিয়ে গ্রামের পথে ফেরি করছেন এই ব্যক্তি। আফজালপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২১ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৯
দুর্গাপূজায় মণ্ডপগুলোতে দেখা যায় ব্যতিক্রমী সাজ। নজরুল অ্যাভিনিউ, কুমিল্লা, ২১ অক্টোবরছবি: এম সাদেক
১৪ / ১৯
নার্সারিতে শীতকালীন সবজির চারা তৈরিতে ব্যস্ত এই নারীরা। মোলংহাট এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২১ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৯
বাহারি রঙের মশারি ও গামছা নিয়ে বেরিয়েছেন ভ্রাম্যমাণ বিক্রেতা। তাঁর সঙ্গে মশারি কেনার জন্য দরদাম করছেন এক ব্যক্তি। সুরমা পয়েন্ট, সিলেট, ২১ অক্টোবরছবি: আনিস মাহমুদ