গাছের বাকলের সঙ্গে রং মিলিয়ে মিশে আছে গিরগিটি। গাজীর হাট, দিঘলিয়া, খুলনা, ১৭ মেছবি: সাদ্দাম হোসেন
২ / ১৮
ছুটির দিনে বাঁশবাড়িয়া সৈকতের ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কে মানুষের ভিড়। সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৬ মে। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৩ / ১৮
পথের ধারে ফুটে আছে কলকাসুন্দা ফুল। নরসুন্দা নদীর পাড়, কিশোরগঞ্জ, ১৭ মেছবি: তাফসিলুল আজিজ
৪ / ১৮
গ্রামে গ্রামে ঘুরে গাছে পিঁপড়ার ডিম খুঁজছেন একজন। বড়শি দিয়ে মাছ ধরতে টোপ তৈরির কাজে এ ডিম ব্যবহার করা হয়। বারাকপুর, দিঘলিয়া, খুলনা, ১৭ মেছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৮
সরকারি আদেশে আজ ১৭ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় দল বেঁধে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তাম্বুলখানা, ফরিদপুর, ১৭ মেছবি: আলীমুজ্জামান
সকাল থেকেই দূর আকাশে মেঘের ঘনঘটার পর নেমেছে অঝোরে বৃষ্টি। সেই বৃষ্টিতে ভিজে আনন্দ উপভোগ করছে শিশু-কিশোরীরা। ইসলামপুর, শাজাহানপুর, বগুড়া, ১৭ মেছবি: সোয়েল রানা
১২ / ১৮
গরমের কারণে ডাবের চাহিদা বেড়েছে। ভ্রাম্যমাণ বিক্রেতারা নগরের বিভিন্ন সড়কে ডাব বিক্রি করছেন আকার অনুযায়ী ১০০ থেকে ১৫০ টাকায়। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, বরিশাল, ১৭ মেছবি: সাইয়ান
১৩ / ১৮
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে ঢাকা চেম্বারের সেমিনারে বক্তব্য দেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। ঢাকা চেম্বার মিলনায়তন, মতিঝিল, ঢাকা, ১৭ মেছবি: দীপু মালাকার
১৪ / ১৮
সাপ্তাহিক ছুটির দিন শনিবার, তবে আজ অফিস খোলা। আসন্ন পবিত্র ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি আগেই ঘোষণা করেছে সরকার। তবে ঈদের আগে দুই শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়। সেই দুই শনিবারের একটি আজ। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা, ১৭ মেছবি: দীপু মালাকার
১৫ / ১৮
বৃষ্টিতে কাকভেজা হয়ে শহরে কাজ শেষে বাড়ি ফিরছেন এক দিনমজুর। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ১৭ মেছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৮
রোদ উঠেছে, তবু বৃষ্টি থামেনি। এক ছাতার নিচে বাড়ি ফিরছে দুই শিশুশিক্ষার্থী। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ১৭ মেছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৮
খুলনা-বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। খুলনা শহরে সমাবেশকে ঘিরে বিলবোর্ড লাগানো হয়েছে। শিববাড়ি মোড়, খুলনা, ১৭ মেছবি: সাদ্দাম হোসেন
১৮ / ১৮
কুমিল্লার সীমান্ত দিয়ে লোকজনকে ভারত থেকে ঠেলে পাঠানো ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাড়তি সতর্কতা। গাজীপুর, কুমিল্লা, ১৭ মেছবি: আবদুর রহমান