একঝলক (৩০ নভেম্বর ২০২৪)

১ / ১৮
সবুজ পাহাড়ের কোলে ফসলের বিস্তীর্ণ মাঠ। বিরাইমারা, জৈন্তাপুর, সিলেট, ৩০ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
২ / ১৮
বড় গাছের গা বেয়ে ওঠা তেলাকুচা লতায় ফুটেছে শুভ্র ফুল। আঙ্গার দোহা, ডুমুরিয়া, খুলনা, ৩০ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৮
কুমার নদে রাতে পেতে রাখা চায়না দুয়ারী থেকে সকালে মাছ সংগ্রহ করছেন পাড়ের এক বাসিন্দা। গঙ্গাবরদী, ফরিদপুর, ৩০ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৪ / ১৮
কিছু সময় আগেই জন্ম নিয়েছে তিনটি ছাগলছানা। ছানাদের যত্ন করছে মা ছাগলটি। আঙ্গারদোহা, ডুমুরিয়া, খুলনা, ৩০ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৮
জমিতে ঈশ্বরদী-৩৭ জাতের আখ রোপণ করছেন দুই কৃষক। ছোনপচা, ফরিদপুর, ৩০ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৬ / ১৮
খেলোয়াড় ও দর্শকদের মশার কামড় থেকে রক্ষায় ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাচ্ছেন সিটি করপোরেশনের কর্মীরা। ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, কুমিল্লা, ৩০ নভেম্বর
ছবি: এম সাদেক
৭ / ১৮
গণফোরামের জাতীয় সম্মেলন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন ড. কামাল হোসেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, রমনা, ঢাকা, ৩০ নভেম্বর
ছবি: দীপু মালাকার
৮ / ১৮
পাইকারি বাজারে শীতের সবজি বেচাকেনা চলছে। ১৮ মাইল, ডুমুরিয়া, খুলনা, ৩০ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৮
নৌকায় আনা বাতাবিলেবু কিনে নিয়েছেন পাইকারেরা। এখন তা নৌকা থেকে খালাস করা হচ্ছে। পরে ট্রাকে করে নেওয়া হবে দেশের বিভিন্ন জায়গায়। কুতুকছড়ি, রাঙামাটি, ৩০ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৮
সকালের সোনা রোদে সবুজ চা–পাতায় বসেছে প্রজাপতি। দলদলি চা–বাগান, সিলেট, ৩০ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৮
নিজের বাগানের কলার কাঁদি বিক্রি করতে এনেছেন এক চাষি। কলেজগেট, রাঙামাটি, ৩০ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৮
বড়শি নিয়ে জলাশয়ে মাছ ধরতে এসেছেন এক ব্যক্তি। লাক্কাতুরা চা–বাগান, সিলেট, ৩০ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৮
৩ মাস ১৩ দিন পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১১টি দানসিন্দুক খুলে পাওয়া গেছে ২৯ বস্তা টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। চলছে গণনা। পাগলা মসজিদ, কিশোরগঞ্জ, ৩০ নভেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
১৪ / ১৮
রঙিন ফুলের মধু খেতে এসেছে ভ্রমর। সাপছড়ি পাহাড়, রাঙামাটি, ৩০ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৮
খেতে ইঁদুরের গর্ত থেকে ধান বের করেন নুর ইসলাম। সারা দিন পর তাঁর ঝুলিতে এভাবে সংগ্রহ করা ২০ থেকে ৩০ কেজি ধান জমে। বাহাদুরসিং, রংপুর, ৩০ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৮
অবসর সময়ে বাড়ির সামনে শীতের মিঠে রোদে বসে সেলাইয়ে ব্যস্ত এক নারী। বালাকোয়ার, রংপুর, ৩০ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৮
শিমখেতে মেশিনের সাহায্যে কীটনাশক ছিটাচ্ছেন কৃষক। ডলুপাড়া, বান্দরবান, ৩০ নভেম্বর
ছবি: মংহাইসিং মারমা
১৮ / ১৮
সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। টিটিহিপাড়া, পঞ্চগড়, ৩০ নভেম্বর
ছবি: রাজিউর রহমান