একঝলক (১৩ ডিসেম্বর ২০২৫)

১ / ২১
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভৈরব নদের পাড়ে ব্যায়াম করতে শুরু করেছেন তাঁরা। ৭ নম্বর ঘাট, খুলনা, ১৩ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২১
ফুল আর পাতার ফাঁকে খাবার খুঁজছে হরবোলা বা সবুজপাতা বুলবুলি পাখি। জুম কিং রিসোর্ট বাগান, রাঙামাটি, ১৩ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২১
শীতের সকালে ধানের বীজতলা প্রস্তুত করছেন তাঁরা। কৃষ্ণনগর, জুড়ী, মৌলভীবাজার, ১৩ ডিসেম্বর
ছবি: কল্যাণ প্রসূন
৪ / ২১
কুষ্টিয়া থেকে খুলনার আড়তে এসেছে পেঁয়াজ। আড়ত থেকে পেঁয়াজ দোকানে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। কদমতলা, খুলনা, ১৩ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২১
মা কুকুরের সঙ্গে খুনসুটিতে মেতেছে ছানাটি। পুরোনো রেলস্টেশন এলাকা, খুলনা, ১৩ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২১
জমির নিচু অংশের পানি সেচে মাছ ধরছেন তাঁরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজশাহী, ১৩ ডিসেম্বর
ছবি: শফিকুল ইসলাম
৭ / ২১
শীতকালীন সবজির চারা উৎপাদন করে বিক্রির জন্য প্রস্তুত করছেন দুই নার্সারি কর্মী। বাদামতলী, মিরসরাই, চট্টগ্রাম, ১৩ ডিসেম্বর
ছবি: ইকবাল হোসেন
৮ / ২১
মসলা বাটার জন্য সিমেন্ট ও বালু মিশিয়ে পাটা তৈরি করছেন কারিগর। আশরতপুর, রংপুর, ১৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২১
গ্রামে এখন ধান কাটা ও মাড়াই শেষ। তাই দিনমজুরেরা কাজের খোঁজে শহরে ভিড় করছেন। শিমুলবাগ, রংপুর, ১৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২১
পদচারী–সেতু নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করছেন এলাকাবাসী। নাওজোড়, ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক, গাজীপুর, ১৩ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১১ / ২১
বিভাগীয় বইমেলায় বই দেখছেন দুই শিক্ষার্থী। টাউন হল মাঠ, ময়মনসিংহ, ১৩ ডিসেম্বর
ছবি: মোস্তাফিজুর রহমান
১২ / ২১
একটি সংগঠনের উদ্যোগে নেওয়া বৃত্তি পরীক্ষায় অংশ নেয় দাউদকান্দি, তিতাস ও মেঘনা থানা এলাকার শিক্ষার্থীরা। গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয় কেন্দ্র, দাউদকান্দি, কুমিল্লা, ১৩ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান
১৩ / ২১
পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক ও শ্রমিকেরা। জিয়ারখী, কুষ্টিয়া, ১৩ ডিসেম্বর
ছবি: তৌহিদী হাসান
১৪ / ২১
কালজয়ী গীতিকার ও পাবনার কৃতী সন্তান গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মশতবর্ষের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। বনমালী শিল্পকলা কেন্দ্র মিলনায়তন, পাবনা, ১৩ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৫ / ২১
বাঁশি বাজানো রিকশাচালক ইমান আলীর শখ। একটু বিশ্রাম পেলে সড়কের পাশে রিকশায় বসে বাঁশিতে সুর তোলেন। কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট, ১৩ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২১
জাবালে নুর টাওয়ারের ভূগর্ভস্থ (আন্ডারগ্রাউন্ড) গুদামে লাগা আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিসের এক কর্মী। আগানগর, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা, ১৩ ডিসেম্বর
ছবি: ইকবাল হোসেন
১৭ / ২১
স্বাধীনতার ৫৪ বছর উদ্‌যাপনে পতাকা নিয়ে প্যারাস্যুট মহড়া দেন ‘টিম বাংলাদেশ’–এর ৫৪ প্যারাট্রুপার। পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা, ১৩ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
১৮ / ২১
আলুখেতে সেচ দেওয়ার জন্য নলকূপ বসানোর কাজ করছেন শ্রমিকেরা। পায়রাবন্দ, রংপুর, ১৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২১
সড়কের ওপর ধান শুকিয়ে নিচ্ছেন এক গৃহিণী। ঝাঁকুনিপাড়া, কুমিল্লা, ১৩ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান
২০ / ২১
বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র মিলনায়তনে রোকেয়া দিবসের অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বাংলাদেশ মহিলা পরিষদের নেতারা। পায়রাবন্দ, রংপুর, ১৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২১
কুয়াশাঢাকা সকালে আলুখেত থেকে সেচ দিয়ে পানি ফেলে দিচ্ছেন এক কৃষক। খরনা লাদুরপুকুর, শাজাহানপুর, বগুড়া, ১৩ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা