একঝলক (২২ আগস্ট ২০২২)

১ / ১৩
কুমিল্লা নগরের চকবাজারে চাল মজুত করে অতিরিক্ত মুনাফায় বিক্রির অভিযোগ ও মূল্য রসিদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। চকবাজার, কুমিল্লা, ২২ আগস্ট
ছবি: এম সাদেক
২ / ১৩
ভরদুপুরে বাড়ন্ত আমন ধানখেতে সার ছিটাচ্ছেন শাহজাহান আলী। তিনি এবার আড়াই বিঘা জমিতে আমন ধানের চারা রোপণ করেছেন। দারুগ্রাম, শেরপুর, বগুড়া, ২২ আগস্ট
ছবি: সোয়েল রানা
৩ / ১৩
জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া কমানোর দাবিতে ২৫ আগস্ট অর্ধদিবস হরতাল পালনের আহ্বান জানিয়ে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ মিছিল করেছে। বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২২ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
৪ / ১৩
সিলেটের বাজারে কমেছে ডিমের দাম। কয়েক দিনের ব্যবধানে দাম আবার কমতে শুরু করেছে। পাইকারি বাজারে ৩৮ টাকা হালি দরে ডিম বিক্রি করছেন ব্যবসায়ীরা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৫ টাকা হালি দরে। লালবাজার, সিলেট, ২২ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৩
খাল-বিলে পানি শুকাতে শুরু করেছে। খালের পারে বসে বড়শি পেতেছেন শৌখিন মাছশিকারি। পুটাঘাটা খাল, সামাউড়াকান্দি, সিলেট, ২২ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৩
জ্বালানি তেল বিক্রয় কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে পেট্রোলিয়াম, ডিলারস, ডিস্ট্রিবিউটর, এজেন্ট অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় শাখার আয়োজনে সকাল–সন্ধ্যা প্রতীকী ধর্মঘট চলছে। এ সময় ডিপো থেকে তেল নেওয়া বন্ধ রয়েছে। ডিপোর সামনে তাই তেলবাহী ট্যাংকলরি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। রেলওয়ে স্টেশন, রংপুর, ২২ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৩
অনন্য ঘ্রাণ এবং ঝালের জন্য সমাদৃত নাগা-মরিচ। অনেকের কাছে নাগার আচারও বেশ প্রিয়। রাস্তাঘাটে নানা ঝাল পদের খাবার যেমন মুড়ি, চানাচুর, ফুচকা ইত্যাদি তৈরি ও পরিবেশনে কুঁচি করে ব্যবহার করা হয় এই মরিচ। বাজারে এক হালি নাগা মরিচের দাম আকারভেদে ১০ থেকে ২০ টাকা। সোবহানীঘাট, সিলেট, ২২ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৩
ভোর থেকে দুপুর পর্যন্ত বেচাকেনা চলে সিলেট নগরের সবচেয়ে বড় সবজির হাট সোবহানীঘাট। ট্রাকে এনেছেন শাকসবজি। ট্রাকে রেখেই চলছে পাইকারি ও খুচরা বিক্রি। সোবহানীঘাট, সিলেট, ২২ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৩
পদ্মা-যমুনার মিলনস্থল গোয়ালন্দ ঘাট। রাজবাড়ী, পাবনা, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ অঞ্চলের জেলেরা এখানে জমায়েত হয়ে মাছ শিকার করেছেন। নদীতে যাওয়ার আগে জাল মেরামত করে নিচ্ছেন জেলেরা। বাহির চর দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ২২ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
১০ / ১৩
মাঠে ঘাস খেতে ব্যস্ত মহিষ। তার পিঠে বসে অলস সময় পার করছে দুটি বক। গ্রাম বাংলায় প্রায় প্রতিদিন এমন চিত্র চোখে পড়ে। পটিয়া, চট্টগ্রাম, ২২ আগস্ট
ছবি: সৌরভ দাশ
১১ / ১৩
কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ থেকে আমদানি করা সার খালাস করতে ব্যস্ত শ্রমিকেরা। ঘাটগুলোয় প্রতিদিন কাজ করেন শত শত শ্রমিক। সদরঘাট, চট্টগ্রাম, ২২ আগস্ট
ছবি: সৌরভ দাশ
১২ / ১৩
মেট্রোরেলের আরও ২ সেট ট্রেন নিয়ে ১১তম চালান মোংলা বন্দরে এসেছে জাপান থেকে। এই চালানে চারটি ইঞ্জিন, আটটি বগিসহ বিভিন্ন মালামাল রয়েছে। ৭ নম্বর জেটি, মোংলা বন্দর, খুলনা, ২২ আগস্ট
ছবি: ইনজামামুল হক
১৩ / ১৩
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। স্টেশন সড়ক, রংপুর, ২২ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম