একঝলক (১৭ এপ্রিল ২০২৪)

১ / ৯
জোয়ারের পানির সঙ্গে ভেসে এসেছে কচুরিপানা। তাই ঘাটে যাত্রীবাহী ট্রলার ভেড়াতে বেগ পেতে হচ্ছে মাঝিকে। হাজীগঞ্জ গুদারাঘাট, নারায়ণগঞ্জ, ১৭ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
২ / ৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাংশ দখল করে রাখা হয়েছে সিএনজিচালিত অটোরিকশা। এতে সংকীর্ণ হয়ে পড়েছে সড়ক। এর মধ্যে আবার উল্টো পথে চলছে ব্যাটারিচালিত অটোরিকশাও। মোগড়াপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ১৭ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
৩ / ৯
কয়েক দিনের তীব্র গরমে অসুস্থ হয়ে হাসপাতালে শিশুদের ভর্তির সংখ্যা বাড়ছে। অনেক রোগী বাধ্য হয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। সেখানে বৈদ্যুতিক পাখা না থাকায় হাতপাখা দিয়ে শিশুদের বাতাস করা হচ্ছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ১৭ এপ্রিল
ছবি: এম সাদেক
৪ / ৯
প্রখর রোদ উপেক্ষা করে ফুটবল খেলায় মেতেছে কিশোরেরা। টিপনা, ডুমুরিয়া, খুলনা ১৭ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ৯
কুঁচে মাছ শিকারের জন্য বিশেষ ফাঁদ রুহুঙ্গা কাঁধে নিয়ে হাওরের দিকে যাচ্ছেন এক মৎস্যজীবী। আহমদপুর, দক্ষিণ সুরমা, সিলেট, ১৭ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৬ / ৯
খাবার শিকারে এসেছে একটি বক। তার পাশে উড়ে যাচ্ছে ফিঙে। খিদিরপুর, দক্ষিণ সুরমা, সিলেট, ১৭ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৭ / ৯
তিন চাকার ছোট্ট গাড়িতে কর্কশিটের বাক্স। এর মধ্যে রয়েছে আইসক্রিম। এই আইসক্রিম বিক্রির জন্য বেরিয়েছেন দুই ব্যক্তি। টুকেরবাজার ব্রিজ,সিলেট, ১৭ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৮ / ৯
সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানের পরের দিন চলছে বউমেলা। মেলায় আসা শিশুরা ক্রিকেট খেলার ব্যাট কিনছে। ভূঞাগাতী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৭ এপ্রিল
ছবি: সাজেদুল আলম
৯ / ৯
ঘোড়ার গাড়িতে করে ইট নিয়ে গন্তব্যে যাচ্ছেন শ্রমিকেরা। ঢাকা-খুলনা মহাসড়ক, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৭ এপ্রিল
ছবি: এম রাশেদুল হক