একঝলক (১ আগষ্ট ২০২৫)

১ / ১৬
দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঢাকায়। পুরোনো একটি গাছ উপড়ে পড়েছে সিএনজিচালিত অটোরিকশার ওপর। স্থানীয় লোকজন বলছেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝোড়ো বাতাসে গাছটি উপড়ে পড়ে। রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর সড়কে। এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না, জানা যায়নি
ছবি: সুজয় মহাজন
২ / ১৬
খুলনা-সাতক্ষীরা মহাসড়কসহ সব সড়ক সংস্কারের দাবিতে খুলনা ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন করে। জিরো পয়েন্ট, খুলনা, ১ আগস্ট
ছবি: প্রথম আলো
৩ / ১৬
বাড়ির গবাদিপশুর খাবারের জন্য বিলের পানিতে নেমে তাজা ঘাস সংগ্রহ করে পাড়ে নিয়ে আসছেন কৃষক জাহিদ শেখ। দক্ষিণ গোয়ালচামট, সদর উপজেলা, ফরিদপুর, ১ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
৪ / ১৬
বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে খেত। তার মধ্যেই আমন ধানের চারা রোপণ করছেন কৃষকেরা। হিমানন্দকাঠি, ঝালকাঠি, ১ আগস্ট
ছবি: সাইয়ান
৫ / ১৬
বিক্রি হওয়ার পর নৌকা থেকে পেয়ারাভর্তি ক্রেট সাজিয়ে রাখা হয়েছে রাস্তার ওপর। প্রতি মণ পেয়ারা মানভেদে ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি করছেন চাষিরা। শতদশকাঠি, ঝালকাঠি, ১ আগস্ট
ছবি: সাইয়ান
৬ / ১৬
দুই মৎস্যজীবী ছোট্ট নৌকায় চড়ে ভৈরব নদে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছেন। ৫ নম্বর ঘাট এলাকা, খুলনা, ১ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৬
নদের পাড়ে কড়ইগাছের ডালে বসে আছে বক। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর। ১ আগস্ট
ছবি: সাদিক মৃধা
৮ / ১৬
সাদা সুতা কিনে আনার পর তা প্রক্রিয়াজাত করার জন্য নেওয়া হচ্ছে। এরপর রং করা শেষে এসব সুতা দিয়ে তাঁতে বোনা হবে বিভিন্ন নকশার লুঙ্গি। পাবনার তৈরি এসব লুঙ্গি চলে যায় দেশের অন্যান্য জেলায়, এমনকি রপ্তানি হয় বিদেশে। কুলুনিয়া, দোগাছি, পাবনা, ১ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৬
গ্রামীণ হাটে মাছ ধরার ফাঁদ ডারকি সাজিয়ে বসেছেন বিক্রেতারা। নাড়ুয়ামালা হাট, গাবতলী উপজেলা, বগুড়া, ১ আগস্ট
ছবি: সোয়েল রানা
১০ / ১৬
ঝুড়িভর্তি করলা নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারে যাচ্ছেন কয়েকজন ম্রো নারী। সুয়ালক, বান্দরবান, ১ আগস্ট
ছবি: মংহাইসিং মারমা
১১ / ১৬
জমিতে রোপণের জন্য বীজতলা থেকে ধানের চারা তুলে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। রাজশাহী, পারিলা ইউনিয়ন, পাবাও উপজেলা, ১ আগস্ট
ছবি: শহীদুল ইসলাম
১২ / ১৬
ভোর থেকে মাছ ধরে বাড়ি ফিরছেন এই শৌখিন মাছশিকারিরা। আমাশু, রংপুর, ১ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৬
পাহাড়ি ঢল নামায় পানি ঘোলা হয়েছে। এই পানিতে পাওয়া যাচ্ছে ছোট ছোট মাছ। হাতজালে মাছ শিকার করছেন এক ব্যক্তি। কাপ্তাই ব্রিক ফিল্ড, রাঙামাটি, ১ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৬
বুনো ফুলের রস খাচ্ছে প্রজাপতি। ব্রিক ফিল্ড এলাকা। কাপ্তাই, রাঙামাটি, ১ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৬
টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদে পানি বেড়েছে। ডুবেছে রাঙামাটির ডিয়ার পার্কের ঝুলন্ত সেতুটি। স্থানীয় লোকজন চলাচল করছেন ঝুঁকি নিয়ে। ১ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৬
টানা কয়েক দিনের বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বায়েজিদ লিংক রোডের দুই পাশে পাহাড় থেকে মাটি ধসে পড়ছে। দুর্ঘটনা এড়াতে ধসে পড়া স্থানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ১ আগস্ট
ছবি: জুয়েল শীল