একঝলক (৭ এপ্রিল ২০২৪)

১ / ২৪
পরিবার-পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ নির্দিষ্ট গন্তব্যের গাড়ির দিকে ছুটছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ, ৭ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
২ / ২৪
সুন্দরবনে মধু সংগ্রহ করছেন মৌয়ালেরা। চাকের নিচে ধোঁয়া দিতেই মৌমাছিরা সরে যায়। এই ফাঁকে চাক কেটে মধু সংগ্রহ করা হয়। মুচির খাল এলাকা, কয়রা, খুলনা, ৭ এপ্রিল
ছবি: ইমতিয়াজ উদ্দীন
৩ / ২৪
ঈদের নামাজ পড়তে অনেকেই এখন নতুন টুপি কিনতে ব্যস্ত। পাঞ্জাবির সঙ্গে মিল রেখে টুপি কেনেন অনেকে। প্রকারভেদে এসব টুপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৩০০ টাকায়। নিউমার্কেট, পাবনা, ৭ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৪ / ২৪
নগরের সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করে কুমিল্লা সিটি করপোরেশন। ট্রমা হাসপাতালের সামনে, নজরুল অ্যাভিনিউ, ৭ এপ্রিল
ছবি: এম সাদেক
৫ / ২৪
পাবনায় চলমান তীব্র তাপপ্রবাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এর মধ্যেও ঈদের কেনাকাটা করতে এসে গরমে অসুস্থ হয়ে বাড়ি ফিরছেন এক দম্পতি। ট্রাফিক মোড়, পাবনা, ৭ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৬ / ২৪
বিরামপুর রেলওয়ে স্টেশন এলাকার বাসিন্দা দোলনা তৈরির কারিগর নগেন চন্দ্র মোহন্ত তাঁর বাড়ির আঙিনায় বসে দোলনা তৈরি করছেন। বিরামপুর, দিনাজপুর, ৭ এপ্রিল
ছবি: নূরে আলম সিদ্দিকী
৭ / ২৪
ঈদ ও বৈশাখী মেলাকে সামনে রেখে নিকলীর পালপাড়ায় ব্যস্ততা। বাড়ির উঠানে বসে তৈরি করা মাটির তৈজসপত্রে রং করছেন খোকন পাল। ষাটধার এলাকা, নিকলী, কিশোরগঞ্জ, ৭ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
৮ / ২৪
চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। শিশু-কিশোরদের বায়না পূরণ করতে অভিভাবকেরা চশমার দোকানেও যাচ্ছেন। নিজেদের পছন্দমতো চশমা কিনছে শিশু-কিশোরেরা। প্রতিটি চশমা আকার ও মানভেদে ১০০-২৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পূবালী চত্বর এলাকা, কুমিল্লা, ৭ এপ্রিল
ছবি: এম সাদেক
৯ / ২৪
বগুড়া রেলওয়ে শাপলা সুপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১৭টি দোকানের মালামাল ভস্মীভূত হয়েছে। রেলওয়ে শাপলা সুপারমার্কেট, বগুড়া, ৭ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১০ / ২৪
দাবদাহের মধ্যে ভোর থেকে দুই দফা বৃষ্টিতে স্বস্তি পান খুলনাবাসী। কাজদিয়া, রূপসা, খুলনা, ৭ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২৪
ঈদযাত্রায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় শিশুসন্তানকে বুকের দুধ খাওয়ানোর জন্য মাতৃদুগ্ধ পানকেন্দ্র স্থাপন করেছে বিআইডব্লিউটিএ। পাটুরিয়া লঞ্চঘাট, শিবালয়, মানিকগঞ্জ, ৭ এপ্রিল
ছবি: আবদুল মোমিন
১২ / ২৪
উজানে বৃষ্টির কারণে এবার আগেভাগেই তিস্তায় পানি বাড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে তিস্তার তীরবর্তী এলাকায় নৌকা তৈরির হিড়িক পড়েছে। গান্নারপাড় এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৭ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৪
উজানে বৃষ্টির কারণে তিস্তা নদীতে পানি বেড়েছে। সেই পানিতে মাছের আশায় জাল ফেলছেন একজন। ছালাপাক এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৭ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২৪
প্রচণ্ড রোদ উপেক্ষা করে খেতে কাজ করছেন চাষি। গাউসিয়া এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৭ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৪
তিস্তার চরে গবাদিপশু চরাতে নিয়ে গিয়েছিলেন এই গৃহস্থ। বেলা বাড়ার সঙ্গে রোদের তীব্রতায় টিকতে না পেরে গবাদিপশু নিয়ে বাড়ি ফিরছেন তিনি। রমাকান্ত এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৭ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২৪
কয়েক দিনের কড়া রোদে হাঁসফাঁস নগরজীবন। দুপুরে হঠাৎ কালো মেঘ করে ঝোড়ো হাওয়া বয়ে যায়। এতে নগরজীবনে স্বস্তি এলেও কাজে বাইরে বের হওয়া মানুষ দুর্ভোগে পড়েন। টাইগারপাস মোড়, চট্টগ্রাম ,৭ এপ্রিল
ছবি: জুয়েল শীল
১৭ / ২৪
ঈদ সামনে রেখে পছন্দের জুতা কিনতে দোকানে ভিড়। বিএম শপিং মার্কেট, বনরূপা, রাঙামাটি, ৭ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২৪
চৈত্র মাসে তালের রস আহরণে গাছিদের ব্যস্ততা বেড়ে যায়। গাছি সামাদ শেখ তালগাছের মাথায় উঠে গাছের মুছিগুলো প্রস্তুত করছেন। মুরারীদহ এলাকা, কৈজুরী, ফরিদপুর, ৭ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৯ / ২৪
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে রাজধানী ছাড়ছেন মানুষ। ভিড়ের মধ্যে সন্তান যাতে হারিয়ে না যায় তাই পরনের ওড়না দিয়ে বেঁধে রেখেছেন শিশুসন্তানকে। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ৭ এপ্রিল
ছবি: দীপু মালাকার
২০ / ২৪
ঈদ উপলক্ষে গ্রামের শিশু-কিশোরীরা ভ্রাম্যমাণ বিক্রেতা নাসিমা বেগমের কাছ থেকে চুড়ি, ফিতা, কানের দুল কিনতে ভিড় করেছে। ফরিদাবাদ এলাকা, ডিগ্রিচর, ফরিদপুর, ৭ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
২১ / ২৪
গবাদিপশুর খাবারের জন্য চরাঞ্চল থেকে ঘাস সংগ্রহ করে পদ্মা নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। বালিয়াঘাটা এলাকা, ডিগ্রিচর, ফরিদপুর, ৭ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
২২ / ২৪
পদ্মা নদীতে গোসল সেরে কলসিতে রান্নার পানি নিয়ে বাড়ি ফিরছেন দুই গৃহবধূ। বালিয়াঘাটা এলাকা, ডিগ্রিচর, ফরিদপুর, ৭ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
২৩ / ২৪
শেষ সময়ে এসে ঈদের কেনাকাটা করতে বিপণিবিতানগুলোয় ক্রেতাদের ভিড় বেড়েছে। নগরের সড়কে হাঁটছেন কেনাকাটা করতে আসা ব্যক্তিরা। জিন্দাবাজার এলাকা, সিলেট, ৭ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
২৪ / ২৪
ঈদে চাই নতুন টুপি। ঈদ কেনাকাটার শেষ সময়ে এসে ভিড় বেড়েছে আতর-টুপির দোকানে। পছন্দের নতুন টুপি কিনছেন ক্রেতারা। কুতরউল্লাহ মার্কেট, সিলেট, ৭ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ