একঝলক (১৬ মে, ২০২৩)

১ / ১৬
বিদ্যালয় ছুটি শেষে দল বেঁধে চা-পল্লিতে ফিরছে শিশুর দল। বেলা তিনটার দিকে, মালনীছড়া চা-বাগান এলাকা, সিলেট, ১৬ মে
ছবি: আনিস মাহমুদ
২ / ১৬
রাজধানীর ধানমন্ডিতে গাছ কাটার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১৬
মোখার কারণে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় দুই দিন ধরে বন্ধ ছিল সিএনজি পাম্পগুলো। আজ থেকে পাম্পগুলোয় গ্যাস দেওয়া শুরু হয়েছে। তাই গ্যাস নিতে দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। দুপুর ১২টা, মুরাদপুর এলাকা, চট্টগ্রাম, ১৬ মে
ছবি: জুয়েল শীল
৪ / ১৬
বোরো ধান শুকানো শেষে চিটা ধানগুলো কুলা দিয়ে আলাদা করছেন কৃষকেরা। রামপুর গ্রাম, বুড়িচং উপজেলা, কুমিল্লা, ১৬ মে
ছবি: এম সাদেক
৫ / ১৬
ওএমএস-এর ট্রাক সেলের দোকানে দেওয়া হচ্ছে চাল ও আটা। রোদে দাঁড়াতে না পেরে প্রাচীরের ছায়ায় মানুষের লাইন। মহিষবাথান এলাকা, রাজশাহী, ১৬ মে
ছবি: শহীদুল ইসলাম
৬ / ১৬
খামারের গরুর খাবারের জন্য বিল থেকে ঘাস কেটে নৌকায় করে আনছেন দুই তরুণ। ষাট ঘর এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ১৬ মে
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৬
ছানাদের জন্য পোকা শিকারে ব্যস্ত কালাঘাড় রাজন পাখিটি। নজরকাড়া রূপ তার, মায়াবীও বটে। কোথাও যেন একদণ্ড দাঁড়ানোর সময় নেই এ পাখির। দাপুনিয়া, পাবনা, ১৫ মে
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৬
আচার, আমসত্ত্ব কিংবা আমের শরবত তৈরিতে বাজারে কাঁচা আমের চাহিদা বেশি। ট্রাকে করে কাঁচা আম আনা হয়েছে পাইকারি বাজারে। সোবহানীঘাট, সিলেট, ১৬ মে
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার শুরু হয়েছে। কিন্তু শাটল ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে বেলা ১১টার পরিবর্তে সোয়া ১১টায় শুরু হয় পরীক্ষা। বেলা ২টা, ষোলশহর রেলস্টেশন, চট্টগ্রাম, ১৬ মে
ছবি: জুয়েল শীল
১০ / ১৬
হাওরে কৃষকের ধান কাটা শেষ। এবার ভালো আবহাওয়ার কারণে কৃষকেরা খুশি মনে তাঁদের ধান গোলায় তুলতে পেরেছেন। প্রায় প্রত্যেক কৃষকের ঘরে রয়েছে গরু। এসব গরুর সারা বছরের খাবারের জন্য মজুত রাখতে হবে খড়। প্রতি মণ খড়ের দাম ৭০০ থেকে ৮০০ টাকা। মজলিশপুর এলাকা, নিকলী, কিশোরগঞ্জ, ১৬ মে
ছবি: তাফসিলুল আজিজ
১১ / ১৬
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সহকারী পরিচালকের কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য বায়োমেট্রিক দিতে আসা মানুষেরা প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাচ্ছেন। জেলা প্রশাসক কার্যালয় চত্বর, বগুড়া, ১৬ মে
ছবি: সোয়েল রানা
১২ / ১৬
সড়কের এক পাশ দখল করে রাখা হয়েছে খোয়া ও বালু। অন্য পাশে শুকাতে দেওয়া হয়েছে খড়। সাহাদিয়ার, পাবনা-পাকশী সড়ক, পাবনা, ১৬ মে
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৬
স্কুল ছুটির পর দল বেঁধে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। ব্যস্ততম সড়কে তাদের পারাপারের জন্য কোনো জেব্রা ক্রসিং না থাকায় ঝুঁকি নিয়েই রাস্তা পার হতে হয় তাদের। বালিয়াহালট, পাবনা-ঈশ্বরদী সড়ক, পাবনা, ১৬ মে
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৬
দুপুরের নাওয়া–খাওয়া শেষে বাচ্চাদের নিয়ে পড়াতে বসেছেন দুই মা। ঘরে গরম আর লোডশেডিং তাই লিচু বাগানের খোলা বাতাসে বসেছেন তাঁরা। চাঁদপুর, দাপুনিয়া, পাবনা, ১৬ মে
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৬
হারভেস্টার যন্ত্রে ধান কাটা ও মাড়াইয়ের পর জমিতে খড় পড়ে থাকে। সেই খড় গবাদিপশুর খাদ্য হিসেবে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক। চিলারঝার এলাকা, রংপুর, ১৬ মে
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৬
শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা অপরিহার্য হলেও শহরে নেই পর্যাপ্ত খেলার মাঠ। তাই এলাকার সরু গলিতেই বল খেলায় মেতে উঠেছে দুই শিশু। নলুয়া রোড, নারায়ণগঞ্জ, ১৬ মে
ছবি: দিনার মাহমুদ