হাওরে কৃষকের ধান কাটা শেষ। এবার ভালো আবহাওয়ার কারণে কৃষকেরা খুশি মনে তাঁদের ধান গোলায় তুলতে পেরেছেন। প্রায় প্রত্যেক কৃষকের ঘরে রয়েছে গরু। এসব গরুর সারা বছরের খাবারের জন্য মজুত রাখতে হবে খড়। প্রতি মণ খড়ের দাম ৭০০ থেকে ৮০০ টাকা। মজলিশপুর এলাকা, নিকলী, কিশোরগঞ্জ, ১৬ মেছবি: তাফসিলুল আজিজ