একঝলক (২৪ মে ২০২৪)

১ / ১৬
চলনবিলে উজানের ঢলের পানি ঢুকতে শুরু করেছে। এর মধ্যে ধান কাটাও শেষ। সেই জমিতে জমা কাদাপানির মধ্যে ঘোড়দৌড় প্রতিযোগিতায় পাল্লা দিয়ে ছুটছেন ঘোড়সওয়ারিরা। বিনগ্রাম বটতলা মাঠ, নাটোর, ২৪ মে
ছবি: মুক্তার হোসেন
২ / ১৬
রোদে মাথায় ছাতা দিয়ে গোপালভোগ আম বিক্রি করছেন এক বিক্রেতা। প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ইন্দারা মোড়, পাবনা, ২৪ মে
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৬
যমুনা নদীতে বড়শি দিয়ে মাছ শিকারে নেমেছেন নয়ন শেখ। তাঁর বড়শিতে প্রায় পাঁচ কেজি ওজনের চিতল মাছ ধরা পড়ায় আনন্দে মাতোয়ারা উপস্থিত মৎস্যশিকারিরা। রৌহদহ, সারিয়াকান্দি, বগুড়া, ২৪ মে
ছবি: সোয়েল রানা
৪ / ১৬
প্রচণ্ড গরমের মধ্যে প্রখর রোদ উপেক্ষা করে চাতালে কাজ করছেন শ্রমিক আবু সাইদ। মোলংহাট, মিঠাপুকুর, রংপুর, ২৪ মে
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৬
যমুনার নদীতে মাছ ধরার আশায় নৌকা মেরামত করছেন দুই ব্যক্তি। রৌহদহ, সারিয়াকান্দি, বগুড়া, ২৪ মে
ছবি: সোয়েল রানা
৬ / ১৬
পুকুরের মাছ বা গাছের লিচু বাঁচাতে অনেকেই কারেন্ট জাল ব্যবহার করেন। এসব জালে আটকে পড়ে প্রাণ হারায় পাখিরা। বক্তারপুর, ঈশ্বরদী, পাবনা, ২৪ মে
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৬
পাবনায় টসটসে লাল বোম্বাই লিচু উঠতে শুরু করেছে। প্রকারভেদে প্রতি এক হাজার লিচু বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায়। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ২৪ মে
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৬
কুমড়া ফুলের বাজারে ভালো চাহিদা রয়েছে। নিজের খেতের কুমড়া ফুল তুলে এনে এক মুঠো (আঁটি) ১০ টাকায় বাজারে বিক্রি করছেন নাজমুল শেখ। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর, ২৪ মে
ছবি: আলীমুজ্জামান
৯ / ১৬
তোশক তৈরিতে ব্যস্ত এক কারিগর। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২৪ মে
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৬
রংপুর-দিনাজপুর মহাসড়কের এক পাশে ধান মাড়াই করছেন কৃষকেরা। পাশ দিয়ে চলছে বাস। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। ফকিরহাট, মিঠাপুকুর, রংপুর, ২৪ মে
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৬
ধান শুকানোর কাজে ব্যস্ত পরিবারের সদস্যরা। তাঁদের তৃষ্ণা মেটাতে পানি নিয়ে যাচ্ছে এই শিশু। ছড়ান, মিঠাপুকুর, রংপুর, ২৪ মে
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৬
বাঁশ দিয়ে মোড়া তৈরি করছেন রফিকুল ইসলাম। শ্যামপুর, রংপুর, ২৪ মে
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৬
পাহাড়ে চায়না-৩ লিচুর চাষ এবং ফলন বাড়ছে। লিচুর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ১০০ চায়না-৩ লিচু বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়। বনরুপা, রাঙামাটি, ২৪ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৬
পাহাড়ে হলুদের বীজ বুনছেন জুমচাষিরা। মুরালিপাড়া, কাপ্তাই, রাঙামাটি, ২৪ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৬
গাছে ফুটেছে কামরাঙা ফুল। সেই ফুল থেকে মধু সংগ্রহ করতে এসেছে মৌমাছি। শ্রীপুর, গাজীপুর, ২৪ মে
ছবি: সাদিক মৃধা
১৬ / ১৬
চট্টগ্রামের আউটার রিং রোডে উল্টো পথে চলছে গাড়ি। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আউটার রিং রোড, দক্ষিণ কাট্টলী, রাসমণি ঘাট, চট্টগ্রাম, ২৪ মে
ছবি: জুয়েল শীল