একঝলক (৮ মার্চ ২০২৫)

১ / ১৮
পথের ধারে ফুটে থাকা ভাঁটফুলে ভ্রমরের ওড়াউড়ি। বিন্নাটি, কিশোরগঞ্জ, ৮ মার্চ। ছবি: তাফসিলুল আজিজ
২ / ১৮
সূর্যমুখী ফুলে মধু খুঁজতে এসেছে মৌমাছি। পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ৮ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
৩ / ১৮
ডালায় ঝেড়ে শুকনা শিমের বিচি থেকে খোসা আলাদা করছেন দুই পাহাড়ি নারী। চিম্বুক, বান্দরবান, ৮ মার্চ। ছবি: মংহাইসিং মারমা
৪ / ১৮
জাহাজে করে আসা কয়লা ঝুড়িতে করে এনে এক জায়গায় স্তূপ করছেন শ্রমিকেরা। নতুনবাজার, খুলনা, ৮ মার্চ।
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৮
বিদ্যুতের তারে বসেছে একটি লাটোরা পাখি। টুটপাড়া, খুলনা, ৮ মার্চ।
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৮
খেত থেকে তুলে আনা শিম বিক্রির আগে বস্তায় ভরছেন কৃষকেরা। গাড়িদহ, শেরপুর, বগুড়া, ৮ মার্চ।
ছবি: সোয়েল রানা
৭ / ১৮
শুধু ফল নয়, বাজারে বিক্রির জন্য নৌকায় চাপিয়ে নেওয়া হচ্ছে আস্ত ডিঙ্গিনৌকা। পুরানপাড়া, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ৮ মার্চ।
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৮
সবুজ পাতার ফাঁকে ফুটেছে বেগুনি অপরাজিতা ফুল। কাটাছিড়ি, রাঙামাটি, ৮ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৮
গাছের ডালে বসে আছে জোড়া টিয়াপাখি। ডেমাজানি, শাজাহানপুর, বগুড়া, ৮ মার্চ । ছবি: সোয়েল রানা
১০ / ১৮
কাপ্তাই হ্রদের পানিতে খাবার খুঁজছে শামুকখোল পাখি। রবারবাগান, রাঙামাটি, ৮ মার্চ।
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৮
শোভা ছড়াচ্ছে রক্তকাঞ্চন ফুল। লাল কাঞ্চনের আদি নিবাস দক্ষিণ–পূর্ব আফ্রিকা। এটি শুধু এ দেশেই নয়, সারা বিশ্বেই বিরল গাছ। চিম্বুক, বান্দরবান, ৮ মার্চ
ছবি: মংহাইসিং মারমা
১২ / ১৮
ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি পাওয়া বগুড়ার দই। এই দই দিয়ে তৈরি করা হয় ঘোল ও মাঠা। গাড়িদহ, শেরপুর, বগুড়া, ৮ মার্চ
ছবি: সোয়েল রানা
১৩ / ১৮
আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে র‌্যালি বের করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, ঢাকা, ৮ মার্চ
ছবি: প্রথম আলো
১৪ / ১৮
বসন্তের আগমনে গাছে গাছে জেগেছে নতুন পাতা। কচি সবুজ পাতায় ভরে গেছে বটগাছটি। চুলকানির হাট, হিমাইতপুর, পাবনা, ৮ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৮
আসছে চৈত্র মাস। রোদের তাপ এখন বাড়ন্ত। সেই তাপ থেকে বাঁচতে অনেকেই ছাতা ব্যবহার শুরু করেছেন। চর ঘোষপুর, হিমাইতপুর, পাবনা, ৮ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১৬ / ১৮
হ্যাচারিতে উৎপাদিত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। পোনার খাঁচায় খাবার ছিটাচ্ছেন এক শ্রমিক। ঢুলটি, ঈশ্বরদী, পাবনা, ৮ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১৭ / ১৮
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন—নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। মুজিব সড়ক, ফরিদপুর, ৮ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৮ / ১৮
বাড়ির সামনের উঠানে কলাইগাছ থেকে ডাল বের করছেন এক গৃহিণী। এক বিঘা জমিতে কলাই চাষ করে চার মণ ডাল পেয়েছেন তাঁরা। হবিনগর, শায়েস্তাবাদ, বরিশাল, ৮ মার্চ
ছবি: সাইয়ান