একঝলক (১৪ অক্টোবর ২০২৩)

১ / ৯
আমন ধানের খেতে ছিটানোর জন্য আলপথ দিয়ে সার নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। চৌধুরীখলা এলাকা, কুমিল্লা, ১৪ অক্টোবর
ছবি: এম সাদেক
২ / ৯
গরুর পাল নিয়ে পাহাড়ের বুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। ধনমুড়া এলাকা, কুমিল্লা, ১৪ অক্টোবর
ছবি: এম সাদেক
৩ / ৯
তিস্তা নদীর পানি শুকিয়ে গেছে। এ কারণে শুকনা চরে আটকে থাকা নৌকা পানিতে ঠেলে নামাচ্ছেন এলাকাবাসী। পাঞ্জরভাঙ্গা এলাকা, কাউনিয়া, রংপুর, ১৪ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৯
জমি থেকে ধান কেটে বাড়িতে ফিরছেন চাষি। নিজপাড়া এলাকা, কাউনিয়া, রংপুর, ১৪ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ৯
কোমরসমান পানিতে নেমে গবাদিপশুর জন্য ঘাস কাটছেন এই ব্যক্তি। হলদিবাড়ি এলাকা, কাউনিয়া, রংপুর, ১৪ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ৯
আর কয়েক দিন পরেই শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। তাই কারিগরদের কাছ থেকে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে। সাধু এলাকা, কাউনিয়া, রংপুর, ১৪ অক্টোবর।
ছবি: মঈনুল ইসলাম
৭ / ৯
নিজের জমিতে চাষ করা পুঁইশাক তুলে ঝুরিতে করে স্থানীয় হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন তিনি। উত্তর মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৪ অক্টোবর।
ছবি: আবদুর রহমান ঢালী
৮ / ৯
কাঁচা কতবেল পাকাতে রোদে দিচ্ছেন এই বিক্রেতা। আঁকার অনুযায়ী প্রতিটি কতবেল ১০ থেকে ৫০ টাকায় বিক্রি করেন তিনি। কৈয়াবাজার, বটিয়াঘাটা, খুলনা, ১৪ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ৯
খালের পানিতে জাল পেতে মাছ শিকার করছেন দুই ব্যক্তি। তাড়াইল সড়ক এলাকা, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৪ অক্টোবর
ছবি: এম রাশেদুল হক