বরই ফুলের ওপর বসেছে বোলতা। কৈয়া, ডুমুরিয়া, খুলনা, ৬ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
২ / ২১
জলাশয় থেকে সংগ্রহ করা শামুক ভাঙছেন এক চিংড়িচাষি; ঘেরের গলদা চিংড়ির খাবার হিসেবেই ব্যবহৃত হয় এসব শামুকের শাঁস বা মাংস। কৈয়া, ডুমুরিয়া, খুলনা, ৬ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
ফুটে আছে শ্বেত কাঞ্চন ফুল। কলকপাড়া ঘিলাছড়ি, রাঙামাটি, ৬ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২১
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ফুরফুরে হাওয়ায় গাছের ডালে নিশ্চুপ বসে আছে একলা শালিক। কুদুকছড়ি, রাঙামাটি, ৬ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২১
গাছতলা থেকে শিউলি ফুল কুড়াচ্ছে শিশুরা। পুরোনো মসজিদ মোড়, রাজশাহী, ৬ নভেম্বরছবি: শফিকুল ইসলাম
৭ / ২১
পেঁয়াজের বাজার চড়া। তাই বেশি লাভের আশায় আগাম জাতের পেঁয়াজ বীজ বপন করেছেন তিনি। এখন সেই পেঁয়াজখেতে চলছে পরিচর্যা। বিরামপুর, দিনাজপুর, ৬ নভেম্বরছবি: নূরে আলম সিদ্দিকী
৮ / ২১
বটফল খাচ্ছে হলদে–পা হরিয়াল পাখি। নরসুন্দা নদীর পাড়, কিশোরগঞ্জ, ৬ নভেম্বরছবি: তাফসিলুল আজিজ
৯ / ২১
সাপ্তাহিক হাটে পাহাড়ি চাষিরা বিক্রি করছেন নিজেদের বাগানের কলা। ঘিলাছড়ি, নানিয়ারচর, রাঙামাটি, ৬ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২১
দুপুরের খাবার সঙ্গে নিয়ে সকাল বেলা জমিতে আলু রোপণের কাজে যাচ্ছেন এই নারী কৃষিশ্রমিকেরা। কামদেবপুর, রংপুর, ৬ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১১ / ২১
পথের পাশে লতায় ফুটেছে দৃষ্টিনন্দন বুনো ফুল। এই ফুল স্কঙ্ক ভাইন, স্টিঙ্কভাইন বা চায়নিজ ফিভার ভাইন নামে পরিচিত। গেৎশিমানীপাড়া, বান্দরবান, ৬ নভেম্বরছবি: মং হাই সিং মারমা
১২ / ২১
বিক্রির জন্য সকালে জমি থেকে নাপাশাক তুলছেন চাষি। মমিনপুর, রংপুর, ৬ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১৩ / ২১
শিমগাছের আগা মাচাংয়ে তুলে দিতে গাছের পরিচর্যায় ব্যস্ত এক মারমা নারী। বেতছড়া, বান্দরবান, ৬ নভেম্বরছবি: মং হাই সিং মারমা
১৪ / ২১
সুগন্ধা নদীতে জেলেরা একসঙ্গে মাছ ধরার জাল নিয়ে অপেক্ষা করছেন। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু, বাবুগঞ্জ, বরিশাল, ৬ নভেম্বরছবি: সাইয়ান
১৫ / ২১
বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় ইঞ্জিনের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কনটেইনারবাহী লরিটি। বড়তাকিয়া বাজার, মিরসরাই, চট্টগ্রাম, ৬ নভেম্বরছবি: ইকবাল হোসেন
১৬ / ২১
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গম লাইটার জাহাজ থেকে ট্রাকে তুলছেন শ্রমিকেরা। ৪ নম্বর ঘাট, খুলনা, ৬ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২১
বায়ুদূষণে আজ বৃহস্পতিবার সকালে বিশ্বের ১২৬টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান ছিল অষ্টম। সকাল সাড়ে আটটার দিকে আইকিউ এয়ারে ঢাকার গড় বায়ুমান ছিল ১৭৭। গতকাল বুধবার প্রায় একই সময় এ মান ছিল ১১২। ঢাকার বায়ুর এই মানকে মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ফতুল্লা, নারায়ণগঞ্জ, ৬ নভেম্বরছবি: শুভ্র কান্তি দাশ
১৮ / ২১
হাওরের পানিতে মাছ শিকারে নেমেছে শিশু-কিশোরেরা। বাউয়ারকান্দি, সিলেট, ৬ নভেম্বর।ছবি: আনিস মাহমুদ
১৯ / ২১
সিলেটের সুরমা নদীতে নৌকায় ভেসে ভেসে মাছ শিকার করছেন মৎস্যজীবী। মাছিমপুর, সিলেট, ৬ নভেম্বর।ছবি: আনিস মাহমুদ
২০ / ২১
পাহাড়ে কিছুটা শীত পড়েছে। সকালে চাদর মুড়িয়ে খেত থেকে তুলে আনা রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছেন মধ্য বয়সী এক মারমা নারী। বেতছড়া মারমাপাড়া, বান্দরবান, ৬ নভেম্বরছবি: মং হাই সিং মারমা
২১ / ২১
পেঁয়াজখেতে নিড়ানি দিচ্ছেন কৃষক। এই পেঁয়াজ ৫০ দিন পর তুলে পাতাসহ বিক্রি করা হবে। জমিদারপাড়া, রংপুর, ৬ নভেম্বরছবি: মঈনুল ইসলাম