১ / ১০
মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে পাকা সোনালি ধান। ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষক। মালঞ্চি, পাবনা, ১৬ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
২ / ১০
তিস্তার পানি শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শস্য ফলাতে চরে হালচাষ করছেন এক কৃষক। তিস্তা সড়ক, কাউনিয়া, রংপুর, ১৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১০
জমিতে রোপণ করা পেঁয়াজের চারা বড় হচ্ছে। কলসিতে করে খালের পানি এনে সেই চারাতে ছিটিয়ে দিচ্ছেন কিষান-কিষানি। শালাইপুর, পাবনা, ১৬ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৪ / ১০
তিস্তার চরে আলুর জমিতে পানি সেচ দিচ্ছেন এই কিষানি। ছবিটি রংপুরের উপজেলার বালাপাড়া এলাকার, কাউনিয়া, রংপুর, ১৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১০
ধান কাটার মৌসুম চলছে। তাই প্লাস্টিকের তৈরি চাল রাখার ড্রাম বিক্রি করতে বেরিয়েছেন এই ফেরিওয়ালা। মালিপাড়া এলাকা, কাউনিয়া, রংপুর, ১৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১০
খামারের দুধ বিক্রি করতে বাজারে নিয়ে যাচ্ছেন এই খামারি। শিবু এলাকা, কাউনিয়া, রংপুর, ১৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১০
অবরোধে কাজ মেলে কম। তবু রিকশায় করে কাজের আশায় বেরিয়েছেন চার শ্রমিক। জিন্দাবাজার, সিলেট, ১৬ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৮ / ১০
পানি কমে যাওয়ায় কচুরিপানায় ফুটেছে ফুল। সেই ফুল খেলার জন্য সংগ্রহ করছে শিশুরা। নন্দিরবাজার এলাকা, কুমিল্লা, ১৬ নভেম্বর
ছবি: এম সাদেক
৯ / ১০
চলছে আমন ধান কাটার উৎসব। ধান কাটা শেষে ধান মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। লালবাগ এলাকা, কুমিল্লা, ১৬ নভেম্বর
ছবি: এম সাদেক
১০ / ১০
কার্তিক শেষে আজ পয়লা অগ্রহায়ণ। বাঙালির চিরায়ত নবান্ন উৎসবের প্রথম দিন। এ সময় ধান কেটে হাসিমুখে ঘরে ফেরেন কৃষক। ধান নিয়ে ব্যস্ত সময় কাটান কিষান-কিষানি। নতুন এই ধান থেকে পাওয়া চালে তৈরি হবে পায়েস ও নানা পদের পিঠা। গ্রামে গ্রামে নবান্নের উৎসবে মাতবেন সবাই। মাছিমপুর, পাবনা, ১৬ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ