কার্তিক শেষে আজ পয়লা অগ্রহায়ণ। বাঙালির চিরায়ত নবান্ন উৎসবের প্রথম দিন। এ সময় ধান কেটে হাসিমুখে ঘরে ফেরেন কৃষক। ধান নিয়ে ব্যস্ত সময় কাটান কিষান-কিষানি। নতুন এই ধান থেকে পাওয়া চালে তৈরি হবে পায়েস ও নানা পদের পিঠা। গ্রামে গ্রামে নবান্নের উৎসবে মাতবেন সবাই। মাছিমপুর, পাবনা, ১৬ নভেম্বরছবি: হাসান মাহমুদ