একঝলক (২৮ ডিসেম্বর ২০২৩)

১ / ২১
চরে ভুট্টা আবাদ করে পরিচর্যার কাজ করছেন দুই কৃষক। মহিপুর এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৮ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২ / ২১
তিস্তার চরে আগাম আলু তোলা শুরু হয়েছে। একদল নারী কৃষিশ্রমিক চরে যাচ্ছেন আলু তুলতে। গঙ্গাচড়া, রংপুর, ২৮ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ২১
আলু তুলতে ব্যস্ত নারী-পুরুষ কৃষিশ্রমিকেরা। মহিপুর এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৮ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ২১
তিস্তার পানি কমে জেগে উঠেছে চর। সেই চরে বোরো ধানের চারা রোপণ করছেন কৃষকেরা। রগান্নারপাড় এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৮ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২১
কৃষি সরঞ্জামসহ অন্যান্য জিনিস স্থানীয় যানে চাপিয়ে চরে যাচ্ছে এক কৃষি পরিবার। রাস্তা বালু-মাটির হওয়ায় গাড়ি ঠেলতে হচ্ছে। ইচলি এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৮ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ২১
বিক্রির জন্য সাইকেলে করে বিশেষ কায়দায় ছাগল নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। মানিকপুর, জীবননগর, চুয়াডাঙ্গা, ২৮ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২১
খেজুরের রস জ্বালিয়ে তৈরি করা হচ্ছে গুড়। প্রতি কেজি খেজুর গুড় বিক্রি হবে ২০০ টাকায়। মানিকপুর, জীবননগর, চুয়াডাঙ্গা, ২৮ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২১
হাওরে শুরু হয়েছে বোরো চাষ। সকাল-সন্ধ্যা কৃষক ব্যস্ত চারা রোপণে। উফতার হাওর, সিলেট, ২৮ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৯ / ২১
শীতের সকালে ভ্যানে করে আচার বিক্রি করছেন এক ফেরিওয়ালা। ভাঙা লোহালক্কড়ের বিনিময়ে তাঁর কাছ থেকে আচার কিনতে এসেছে শিশুরা। পশ্চিম বাইশটিলা গ্রাম, সিলেট, ২৮ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১০ / ২১
ধানের চারা রোপণের জন্য গরু দিয়ে জমি চাষ করছেন কৃষক। বাছাটিলা গ্রাম, সিলেট, ২৮ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১১ / ২১
খাবারের খোঁজে লোকালয়ে এসেছে বানর। বনঘেঁষা সড়কের দেয়ালে তারা বসে আছে। বড়শলা এলাকা, সিলেট, ২৮ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১২ / ২১
জলাশয়ের পানিতে মাছ শিকারের জন্য ওত পেতে আছে কানিবক। নালিয়া এলাকা, সিলেট, ২৮ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২১
ট্রাক থেকে নামানো হচ্ছে ইটের টুকরা। ইট নামানোর কাজে ব্যস্ত দুই শ্রমিক। নালিয়া এলাকা, সিলেট, ২৮ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২১
হাওরাঞ্চলের বর্ষায় জ্বালানির সংকট তৈরি হয়। তাই শুকনো মৌসুমে গাছ কেটে সংরক্ষণ করে রাখা হয়। কুড়াল দিয়ে গাছের ডাল কেটে সেই জ্বালানি তৈরি করছেন এক ব্যক্তি। বাউয়ারকান্দি গ্রাম, সিলেট, ২৮ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২১
লালমাই উপজেলার বাগমারা বাজারে প্রতিদিন বসে দুধের হাট। দূরদূরান্ত থেকে দেশি গরুর দুধ নিয়ে আসেন গৃহস্থরা। প্রতি লিটার দুধ বিক্রি করে ৭০-৮০ টাকা দরে। বাগমারা, কুমিল্লা, ২৮ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১৬ / ২১
সড়কের পাশে নকশিকাঁথা সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ী জিয়াউল হক। প্রতিটি আকার ও কারুকাজভেদে ১৮০০ থেকে ৩৬০০ টাকার মধ্যে বিক্রি করেন। মডার্ন স্কুল এলাকা, কুমিল্লা, ২৮ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১৭ / ২১
বাড়ির আঙিনায় কিছুটা অন্ধকার স্থানে গাছের ডালে বসে আছে গেছো ব্যাঙ। শ্রীপুর, গাজীপুর, ২৮ ডিসেম্বর
ছবি: সাদিক মৃধা
১৮ / ২১
বিলের পানিতে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন বিলের পারের এক বাসিন্দা। পশ্চিম গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ২৮ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৯ / ২১
নিজের সবজিবাগানে ফুলকপির সঙ্গে সাথি ফসল হিসেবে লালশাকের চাষ করা হয়েছে। সেখান থেকে রান্নার জন্য লালশাক তুলছেন গৃহবধূ রত্না বেগম। দক্ষিণ গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ২৮ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
২০ / ২১
বোরো ধান রোপণের মৌসুম এখন। তাই ধান রোপণের জন্য নিজের জমি থেকে আগাছা পরিষ্কার করে খেত প্রস্তুত করছেন কৃষক সোলেমান শেখ। বুকাইল এলাকা, গেরদা, ফরিদপুর, ২৮ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
২১ / ২১
তংচংগ্যা জনগোষ্ঠীর তরুণী পাহাড় ডিঙিয়ে মাথায় ঝুড়ি নিয়ে জুমের ফসল তুলতে যাচ্ছেন । ভাঙা মুড়া গ্রাম এলাকা, কাপ্তাই, রাঙামাটি, ২৮ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা