একঝলক (২১ অক্টোবর ২০২৪)

১ / ১১
কলার গাছ কেটে, বাঁশের কঞ্চি এবং দড়ি দিয়ে বিশেষ কায়দায় তৈরি করা হয় ভেলা। এই ভেলা দিয়েই অনুষ্ঠিত হয় নৌকাবাইচের আদলে ভেলাবাইচ প্রতিযোগিতা। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পাবনার চাটমোহরে হয়ে গেল দুই দিনব্যাপী ভেলাবাইচ প্রতিযোগিতা। সাত বছর ধরে এই আয়োজন করে আসছেন মহেলা গ্রামবাসী। ব্যতিক্রমী এই খেলা দেখতে বিলপাড়ে ভিড় জমে নানা বয়সী অসংখ্য মানুষের। এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। প্রতিযোগিতার ফাইনালে নিউ বাংলার বাঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাবনা এক্সপ্রেস নামের ভেলা দল। মহেলা, চাটমোহর, পাবনা, ২১ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
২ / ১১
পদ্মায় সারা বছরই নৌকা বেয়ে মাছ শিকার করেন পারের বাসিন্দা খইমুদ্দিন শেখ। এখন স্ত্রী সুফিয়া বেগমকে সঙ্গে নিয়ে চিংড়ি ধরতে প্লাস্টিকের বোতলের মধ্যে আধার ঢুকিয়ে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন তিনি। মুন্সিডাঙ্গী এলাকা, ডিক্রির চর ইউনিয়ন সদর উপজেলা ফরিদপুর ২১ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
৩ / ১১
কিছুটা কম দামে পাওয়া যায় ওএমএসের চাল ও আটা। তা কিনতে নির্দিষ্ট সময়ের আগেই ভোর থেকেই দোকানের সামনে এভাবে বসে আছেন নিম্ন আয়ের মানুষেরা। বদরপুর এলাকা, কৈজুরী ইউনিয়ন সদর উপজেলা ফরিদপুর ২১ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
৪ / ১১
সাভারের আশুলিয়ায় জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে নবীনগর থেকে চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন
ছবি: প্রথম আলো
৫ / ১১
মুরগিসহ বিভিন্ন পণ্য বিক্রি করতে গন্তব্যে ছুটেছেন দুই ব্যক্তি। রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি রাবারবাগান এলাকায় সোমবার সকালে
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১১
যমুনার চরাঞ্চলে ছুটে চলছে গবাদিপশুর ঘাসবাহী ঘোড়ার গাড়ি। কুঁড়িপাড়া চর, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২১ অক্টোবর।
ছবি: সোয়েল রানা
৭ / ১১
পাহাড়িদের ঐতিহ্যবাহী লুই দিয়ে রেইছা খালে মাছ খুঁজছেন দুই মারমা নারী। ছবি-সোমবার বেলা ১১টায় বান্দরবান সদর রেইছা ইউনিয়নের রত্নপুর এলাকা থেকে তোলা
ছবি: মংহাইসিং মারমা
৮ / ১১
পাকুড়গাছে ধরেছে পাকুড় ফল। হেমন্তের মিষ্টি সকালে পাকুড় ফল খেতে এসেছে বসন্তবাউরি পাখি। ছবিটি গতকাল সোমবার সিলেটের এমসি কলেজ ক্যাম্পাস থেকে তোলা
ছবি: আনিস মাহমুদ
৯ / ১১
হেমন্তের সকালে পুকুরে ফুটে আছে লাল শাপলা ফুল। সকালে পুকুর-জলাশয়ে দেখা মেলে ফুটন্ত শাপলা ফুলে। ছবিটি গতকাল সোমবার সিলেটের এমসি কলেজের পুকুর থেকে তোলা
ছবি: আনিস মাহমুদ
১০ / ১১
বাড়ির সামনে বসে জাল বুনছেন ওহাব আলী। একটি মুষ্টিজাল বুনতে আকারভেদে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা নেন তিনি। একটি জাল বুনতে ১০ থেকে ১৫ দিন লাগে। ছবিটি রংপুর সদর উপজেলার বৈকুণ্ঠপুর এলাকা থেকে তোলা। ২১ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১১
দুই কিলোমিটার পথ সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিশুটি। ছবিটি রংপুর সদর উপজেলার সেন্টারহাট এলাকা থেকে তোলা। ২১ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম