একঝলক (৯ সেপ্টেম্বর ২০২৪)

১ / ২০
নিয়মের তোয়াক্কা না করেই যানজটের মধ্যে ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন চালকেরা। ফার্মগেট, ঢাকা, ৯ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ২০
লাঙল ও গরু নিয়ে জমি চাষ করতে যাচ্ছেন কৃষক। জানকি এলাকা, রংপুর, ৯ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ২০
রাজধানীর প্রধান সড়কে চলছে ব্যাটারিচালিত রিকশাসহ সাধারণ রিকশা। সার্ক ফোয়ারা মোড়, ঢাকা, ৯ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ২০
বিক্রির জন্য বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন জিনিস। দৌলতপুর, খুলনা, ৯ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২০
নদীতে টইটম্বুর পানিতে মাছ ধরতে বেরিয়েছেন নানা ও নাতি। খয়রাবাদ সেতু, ঝালকাঠি, ৯ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
৬ / ২০
মাছ ধরা শেষে বাড়ি ফিরছেন জেলে। বালাচড়া এলাকা, রংপুর, ৯ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২০
দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলেদের নৌকায় ডাকাতির ঘটনা ঘটছে, শুক্রবার মধ্যরাতে চারটি মাছ ধরার বড় ট্রলার থেকে মোবাইল ফোন, টাকা ও মাছ লুট করে নিয়ে যায় ডাকাত দল। রাতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। দৌলতদিয়া ঘাট, রাজবাড়ী
ছবি: এম রাশেদুল
৮ / ২০
কাপ্তাই হ্রদে মাছ ধরতে ব্যস্ত জেলেরা। আসামবস্তি সেতু এলাকা, রাঙামাটি, ৯ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২০
শীত মৌসুম সামনে রেখে গার্মেন্টের তুলা ব্যবহার করে বানানো তোশক মজুত করছেন ব্যবসায়ীরা। আলাদীপুর, রাজবাড়ী, ৯ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল
১০ / ২০
বিক্রির জন্য বাগান থেকে কলা সংগ্রহ করে তা ভ্যানে তোলা হচ্ছে। পালিচড়া এলাকা, রংপুর, ৯ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২০
একসময়ের শীতকালীন সবজি ফুলকপি, এখন গ্রীষ্ম থেকে শুরু করে প্রায় সারা বছরই চাষ হয়। গ্রীষ্মকালীন ফুলকপির বাগানে পরিচর্যা করছেন কৃষক আফজাল হোসেন। বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। কলমবাগান, মালিগাছা, পাবনা, ৯ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১২ / ২০
বন্যায় কুমিল্লার গোমতী নদীর চরের সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়। বন্যা শেষে নতুন করে আবাদ শুরু করেছেন কৃষকেরা। গোলাবাড়ি এলাকা, কুমিল্লা, ৯ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
১৩ / ২০
ছোট কারখানায় বসে সেচযন্ত্রের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরিতে ব্যস্ত কারিগর। সেচযন্ত্র ও টিউবওয়েলের সঙ্গে সংযোগ দেওয়া এই অংশ ভার্টিক্যাল নামে পরিচিত। আকার ও মানভেদে প্রতিটি ভার্টিক্যাল বিক্রি হয় ১ হাজার ১০০ থেকে ২ হাজার টাকায়। পাটিকাবাড়ি, পাবনা, ৯ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৪ / ২০
বিলের কচুরিপানার ওপর হেঁটে বেড়াচ্ছে একটি জলপিপি পাখি। এই পাখি জলময়ূর নামেও পরিচিত। প্রহ্লাদপুর, শ্রীপুর, গাজীপুর, ৯ সেপ্টেম্বর
ছবি: সাদিক মৃধা
১৫ / ২০
বন্যার পর শীতলক্ষ্যা নদীর তীরের দিকে পাওয়া যাচ্ছে শিং, টাকি, কই প্রভৃতি মাছ। ঠেলা জাল দিয়ে মাছ ধরছেন জেলেরা। এম সার্কেস, নারায়ণগঞ্জ, ৯ সেপ্টেম্বর
ছবি: দিনার মাহমুদ
১৬ / ২০
জমিতে আমন ধানের চারা রোপণ করছেন কয়েকজন নারী শ্রমিক। ইসলামপুর এলাকা, সিলেট, ৯ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২০
চলছে আমন ধান রোপণ মৌসুম। খেতে রোপণের জন্য কৃষকেরা হাট থেকে আমন ধানের চারা সংগ্রহ করছেন। মানভেদে একেক বোঝা (আঁটি) ধানের চারা ২০০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গজারিয়া, ফরিদপুর, ৯ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৮ / ২০
জমির উর্বরতা শক্তি বাড়াতে গোবর সার ছিটিয়ে দিচ্ছেন কৃষক। গোপালবাড়ি গ্রাম, বগুড়া সদর, ৯ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৯ / ২০
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ভাঙন শুরু হয়েছে। তেলের যমুনা ডিপো কর্তৃপক্ষ নিজ উদ্যোগে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। ভৈরব, কিশোরগঞ্জ, ৯ সেপ্টেম্বর
ছবি: সুমন মোল্লা
২০ / ২০
আঁশ ছাড়ানোর পর পাটকাঠি রোদে শুকাতে দিচ্ছেন কৃষক। গোপালবাড়ি গ্রাম, বগুড়া, ৯ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা