একঝলক (১৭ জুলাই ২০২৫)

১ / ২০
শ্রাবণের আকাশ বোঝা দায়। এই মেঘ, এই রোদ, এই  বৃষ্টি। ধান শুকানোর চাতালে তাই ঢাকনা গুছিয়ে রাখছেন শ্রমিকেরা। আমভিটা, ডুমুরিয়া, খুলনা, ১৭ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২০
ড্রাম মেরামতের কাজ করছেন শ্রমিকেরা। মাছের প্রজনন মৌসুমে ব্যবসায়ীরা ড্রামে ভর্তি করে মাছ সরবরাহ করেন সারা দেশে। কাঁঠালতলি, রাঙামাটি, ১৭ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২০
ছাদবাগানে গাছে লেবু ধরেছে। লুম্বিনী, রাঙামাটি, ১৭ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
গাছের ডালে ডালে গিরগিটির সতর্ক চলাচল। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ১৭ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২০
লতায় প্যাঁচানো ঝোপের মধ্যে থেকে উঁকি দিয়েছে কাঁকরোল ফুল। বেতছড়া, বান্দরবান, ১৭ জুলাই
ছবি:  মংহাইসিং মারমা
৬ / ২০
মাঠ থেকে পাট কেটে জলাশয়ে জাগ দিতে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। চর বল্লবদি, সালথা, ফরিদপুর, ১৭ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৭ / ২০
সকাল সকাল বাড়ির পাশে সড়কের ধারে পাটের আঁশ রোদে শুকাচ্ছেন গৃহবধূ। এভাবেই কঠোর পরিশ্রমে প্রক্রিয়াজাত হয় সোনালি আঁশ। মাজারদিয়া, নগরকান্দা, ফরিদপুর ১৭ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৮ / ২০
পাহাড়ি মানুষের কাছে প্রিয় সবজি চালতা। নানা শুঁটকি দিয়ে এই চালতার ভর্তা খেতে পছন্দ করেন পাহাড়ি মানুষেরা। কুতুকছড়ি, রাঙামাটি, ১৭ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২০
সকাল থেকে শ্রাবণের টানা বৃষ্টি চলছে। দিন আনি দিন খাই যাঁরা, তাঁদের বের হতে হবে এর মধ্যেই।  হালুয়া-রুটি বিক্রি করতে বেরিয়েছেন একজন। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১৭ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
১০ / ২০
রাস্তার পাশে জলাশয়ে লাল শাপলা। নওহাটা, পবা, রাজশাহী, ১৭ জুলাই
ছবি: শফিকুল ইসলাম
১১ / ২০
সবজি হিসেবে চাহিদা আছে শাপলার। কেউ কেউ ঘর সাজাতেও কেনেন। শাপলা তুলে এনে ফেরি করে বিক্রি করছেন একজন। আবদুল হামিদ সড়ক, পাবনা, ১৭ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১২ / ২০
জাগ দেওয়া পাট ধুয়ে পরিষ্কার করছেন চাষি। লাহিড়ীহাট, রংপুর, ১৭ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২০
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে মরিচ তুলছেন কিষানিরা। শাহবাজপুর, রংপুর, ১৭ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২০
বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। ডুবে যাওয়া সড়কে সাইকেলে চড়ে যাচ্ছে দুই শিশু। বাঁশবাড়ি কলোনি, ময়মনসিংহ, ১৭ জুলাই
ছবি: মোস্তাফিজুর রহমান
১৫ / ২০
কাঁচা তেজপাতা বিক্রি করছেন ভ্রাম্যমাণ বিক্রেতা। প্রতি আঁটির দাম ১৫ টাকা। ঝালোপাড়া, সিলেট, ১৭ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২০
মহাসড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১৭ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২০
দূরপাল্লার বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার বাহন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পুষ্পপাড়া, পাবনা, ১৭ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৮ / ২০
আগের দিনের সংঘর্ষের পর গোপালগঞ্জের বিভিন্ন সড়কে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল। কুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, ১৭ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২০
বৃষ্টিতে জমিতে পানি জমেছে। আমন ধান রোপণে সেই জমি প্রস্তুত করছেন চাষি। মটুকপুর, রংপুর, ১৭ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২০
কারফিউর মধ্যে বিভিন্ন মহল্লায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। মৌলভীপাড়া, গোপালগঞ্জ, ১৭ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন