শ্রাবণের আকাশ বোঝা দায়। এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি। ধান শুকানোর চাতালে তাই ঢাকনা গুছিয়ে রাখছেন শ্রমিকেরা। আমভিটা, ডুমুরিয়া, খুলনা, ১৭ জুলাইছবি: সাদ্দাম হোসেন
২ / ২০
ড্রাম মেরামতের কাজ করছেন শ্রমিকেরা। মাছের প্রজনন মৌসুমে ব্যবসায়ীরা ড্রামে ভর্তি করে মাছ সরবরাহ করেন সারা দেশে। কাঁঠালতলি, রাঙামাটি, ১৭ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
পাহাড়ি মানুষের কাছে প্রিয় সবজি চালতা। নানা শুঁটকি দিয়ে এই চালতার ভর্তা খেতে পছন্দ করেন পাহাড়ি মানুষেরা। কুতুকছড়ি, রাঙামাটি, ১৭ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২০
সকাল থেকে শ্রাবণের টানা বৃষ্টি চলছে। দিন আনি দিন খাই যাঁরা, তাঁদের বের হতে হবে এর মধ্যেই। হালুয়া-রুটি বিক্রি করতে বেরিয়েছেন একজন। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১৭ জুলাইছবি: আবদুর রহমান ঢালী
১০ / ২০
রাস্তার পাশে জলাশয়ে লাল শাপলা। নওহাটা, পবা, রাজশাহী, ১৭ জুলাইছবি: শফিকুল ইসলাম
১১ / ২০
সবজি হিসেবে চাহিদা আছে শাপলার। কেউ কেউ ঘর সাজাতেও কেনেন। শাপলা তুলে এনে ফেরি করে বিক্রি করছেন একজন। আবদুল হামিদ সড়ক, পাবনা, ১৭ জুলাইছবি: হাসান মাহমুদ